History GK in Bengali - Part 10 - ইতিহাস জিকে প্রশ্ন উত্তর
![]() |
History GK in Bengali - Part 10 - ইতিহাস জিকে প্রশ্ন উত্তর |
বাংলা জিকে ডায়েরি 📘
History GK in Bengali - Part 10 পেজে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস জিকে প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে।
History GK in Bengali প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন - WBCS, RRB, BANK, PSC, SSC, MTS, CGL, CHSL, POLICE ইত্যাদিতে আসতে দেখা যায়। History GK in Bengali এর প্রতিটি পর্ব বাছাই করা ইতিহাস জিকে প্রশ্ন উত্তর নিয়ে বানানো হয়েছে। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় History GK Question Answer একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
History GK in Bengali - Part 10 এ তাই Competitive Exams বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য Indian History থেকে MCQs আকারে গুরুত্বপূর্ণ ১৫টি ইতিহাস জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হল। প্রশ্নগুলি একবার ভালো করে দেখে নিন।
History GK in Bengali - Part 10
1. প্রথম গুপ্ত শাসক কে?
2. গুপ্ত যুগের রৌপ্যমুদ্রা কি নামে পরিচিত ছিল?
3. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্যকুঠি নির্মাণ করে?
4. কোথায় তৃতীয় বৌদ্ধধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
5. মগধের প্রথম রাজধানী কোনটি?
6. হরপ্পা সভ্যতায় কোন অঞ্চলে উন্নত জল ব্যবস্থাপনার প্রমাণ পাওয়া যায়?
7. কে হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠা করেছিলেন?
8. প্রথম মহিলা হিসাবে কে কোনো রাজ্যের প্রথম রাজ্যপাল হয়েছিলেন?
9. রাওলাট আইন কত সালে প্রণীত হয়?
10. কোন শিল্পকলায় যামিনী রায় বিখ্যাত হয়েছিলেন?
11. আন্দামানে ভারতের কোন ভাইসরয়কে হত্যা করা হয়েছিল?
12. অসহযোগ আন্দোলন কোন সালে প্রত্যাহার করা হয়?
13. মাউন্টব্যাটেনের পরিকল্পনার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
14. দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন-
15. ভারতের শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয় কে ছিলেন?
Please do not enter any spam link in the comment box.