Ads Area

Daily Current Affairs in Bengali - 15th April 2023

Daily Current Affairs in Bengali - 15th April 2023

Daily Current Affairs in Bengali - 15th April 2023
Daily Current Affairs in Bengali - 15th April 2023

বাংলা জিকে ডায়েরি 📘

Daily Current Affairs in Bengali - 15th April 2023 এ আপনি পাবেন 10টি Daily Current Affairs in Bengali MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



Daily Current Affairs in Bengali

Daily Current Affairs in Bengali বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali - , কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।



Daily Current Affairs in Bengali MCQ - 15/04/2023


1. 2023 সালের মার্চ মাসের আইসিসির পুরুষদের সেরা খেলোয়াড় হল কে?





উত্তরঃ (D) সাকিব আল হাসান

 

2. Tata Consultancy Services (TCS) এর CEO পদে কে নিযুক্ত হলেন?





উত্তরঃ (B) কে কৃথীবাসন

 

3. কোন রাজ্য সরকার বিনায়ক দামোদর সাভারকরের জন্মবার্ষিকীতে "স্বতন্ত্র বীর গৌরব দিন" হিসাবে পালনের কথা ঘোষণা করল?





উত্তরঃ (B) মহারাষ্ট্র

 

4. কোন সোশ্যাল মিডিয়া প্রোফাইলকে আরো সুরক্ষিত করতে Stay Safe ক্যাম্পেইন লঞ্চ করল?





উত্তরঃ (B) Whatsapp

 

5. 2022 সালের মার্চ মাসের আইসিসির মহিলাদের সেরা খেলোয়াড় হল কে?





উত্তরঃ (D) হেনরিয়েট ইশিমওয়ে

 

6. 2023 Street Child Cricket World Cup ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে?





উত্তরঃ (D) চেন্নাই

 

7. The Banker To Every Indian শিরোনামে কফি টেবিল বইটি কে প্রকাশিত করলেন?





উত্তরঃ (B) State Bank of India

 

8. World's most criminal criminals countries ranking এ ভারতের স্থান কত?





উত্তরঃ (C) 77

 

9. বিশ্বের কোন দেশে 'বার্ড ফ্লু'তে আক্রান্ত হয়ে প্রথম মানুষ মারা গেলো?





উত্তরঃ (A) চীন

 

10. 2023 Food Conclave কোথায় অনুষ্ঠিত হবে?





উত্তরঃ (C) হায়দ্রাবাদ



Daily current affairs in bengali 2023


Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali 2023 পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।




Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad