Ads Area

History GK in Bengali - Part 11 - ইতিহাস জিকে প্রশ্ন উত্তর

History GK in Bengali - Part 11 - ইতিহাস জিকে প্রশ্ন উত্তর

History GK in Bengali - Part 11 - ইতিহাস জিকে প্রশ্ন উত্তর
History GK in Bengali - Part 11 - ইতিহাস জিকে প্রশ্ন উত্তর

বাংলা জিকে ডায়েরি 📘

History GK in Bengali - Part 11 পেজে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস জিকে প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে।

History GK in Bengali প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন - WBCS, RRB, BANK, PSC, SSC, MTS, CGL, CHSL, POLICE ইত্যাদিতে আসতে দেখা যায়। History GK in Bengali এর প্রতিটি পর্ব বাছাই করা ইতিহাস জিকে প্রশ্ন উত্তর নিয়ে বানানো হয়েছে। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় History GK Question Answer একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

History GK in Bengali - Part 11 এ তাই Competitive Exams বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য Indian History থেকে MCQs আকারে গুরুত্বপূর্ণ ৬৫টি ইতিহাস জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হল। প্রশ্নগুলি একবার ভালো করে দেখে নিন।



History GK in Bengali - Part 11



1. হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল কোন সালে?


A) 1901

B) 1921

C) 1935

D) 1942


উত্তরঃ B) 1921



2. সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল?


A) লোথাল

B) হরপ্পা

C) চানহুদারো

D) ধোলাভিরা


উত্তরঃ A) লোথাল



3. হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত?


A) রাশিয়া

B) চীন

C) সুমের

D) ইরান


উত্তরঃ C) সুমের



4. মহেঞ্জোদারো কথাটির অর্থ কি?


A) জীবিতদের স্তূপ

B) মৃতের স্তূপ

C) কাল কঙ্কণ

D) কোনোটিই নয়


উত্তরঃ B) মৃতের স্তূপ



5. হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত?


A) রোপার

B) লোথাল

C) কালিবঙ্গান

D) কোর্টডিজি


উত্তরঃ B) লোথাল



6. সিন্ধু উপত্যকা সভ্যতার বিশেষত্ব কি?


A) নগর পরিকল্পনা

B) কারিগরি দক্ষতা

C) স্থাপত্য

D) সবগুলি


উত্তরঃ A) নগর পরিকল্পনা



7. মহেঞ্জোদারো খননকার্যের সময় নৃত্যরত নারীর যে বিখ্যাত মূর্তি পাওয়া গেছে, সেটি কি দিয়ে তৈরি?


A) স্টিল

B) টেরাকোটা

C) ব্রোঞ্জ

D) লাল চুনা পাথর


উত্তরঃ C) ব্রোঞ্জ



8. রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি?


A) সুকতাজেনদোর

B) মহেঞ্জোদারো

C) লোথাল

D) কালিবঙ্গান


উত্তরঃ D) কালিবঙ্গান



9. বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে?


A) হরপ্পা

B) লোথাল

C) মহেঞ্জোদারো

D) কালিবঙ্গান


উত্তরঃ C) মহেঞ্জোদারো



10. নিচের স্থানগুলোর মধ্যে কোনটিতে সিন্ধু সভ্যতার উন্নত অবস্থায় বাড়িঘরের মধ্যে কুয়োর ধ্বংসাবশেষ পাওয়া যায়?


A) লোথাল

B) হরপ্পা

C) কালিবঙ্গান

D) মহেঞ্জোদারো


উত্তরঃ D) মহেঞ্জোদারো



11. সিন্ধু সভ্যতার বিখ্যাত ষাঁড় অঙ্কিত সিল নিচের কোন স্থানে পাওয়া গিয়েছিল?


A) হরপ্পা

B) চানহুদারো

C) মহেঞ্জোদারো

D) লোথাল


উত্তরঃ A) হরপ্পা



12. সিন্ধু সভ্যতা কোন সময়ের সভ্যতা?


A) তাম্র যুগ

B) তাম্র ব্রোঞ্জ যুগ

C) লৌহ যুগ

D) স্বর্ণযুগ


উত্তরঃ B) তাম্র ব্রোঞ্জ যুগ



13. সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থানটি হল-


A) কালিবঙ্গান

B) ধোলাভিরা

C) লোথাল

D) হরপ্পা


উত্তরঃ D) হরপ্পা



14. সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুর ব্যবহার ছিল না?


A) রুপা

B) ব্রোঞ্জ

C) তামা

D) লোহা


উত্তরঃ D) লোহা



15. মহেঞ্জোদারো কত সালে আবিষ্কৃত হয়?


A) 1922

B) 1941

C) 1921

D) 1932


উত্তরঃ A) 1922



16. হরপ্পা শহরটি কে আবিষ্কার করেন?


A) রাখালদাস বন্দ্যোপাধ্যায়

B) দয়ারাম সাহানি

C) জন মার্শাল

D) A & B


উত্তরঃ B) দয়ারাম সাহানি



17. সিন্ধু সভ্যতার প্রধান নৌকা তৈরীর কেন্দ্র কোনটি?


A) লোথাল

B) হরপ্পা

C) মহেঞ্জোদারো

D) চানহুদারো


উত্তরঃ B) হরপ্পা



18. ধোলাভিরা বন্দরটি কোন নদীর তীরে অবস্থিত?


A) বিতস্তা

B) লুনি

C) বিপাশা

D) শতদ্রু


উত্তরঃ B) লুনি



19. রাখিগাড়হি প্রত্নক্ষেত্রটি বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত?


A) হরিয়ানা

B) পাঞ্জাব

C) গুজরাত

D) রাজস্থান


উত্তরঃ A) হরিয়ানা



20. মেহেরগড় সভ্যতা বর্তমানে পাকিস্তানের কোথায় অবস্থিত?


A) পেশোয়ার

B) বালুচিস্তান

C) ইসলামাবাদ

D) লাহোর


উত্তরঃ B) বালুচিস্তান



21. মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন?


A) জাঁ ফ্রাঁসোয়া জারিজ

B) দয়ারাম সাহানি

C) জন মার্শাল

D) রাখালদাস বন্দ্যোপাধ্যায়


উত্তরঃ A) জাঁ ফ্রাঁসোয়া জারিজ



22. কোন যুগকে 'খাদ্য সংগ্রহকারী যুগ' বলা হয়?


A) প্রাচীন প্রস্তর যুগ

B) নব্য প্রস্তর যুগ

C) তাম্র প্রস্তর যুগ

D) কোনোটিই নয়


উত্তরঃ A) প্রাচীন প্রস্তর যুগ



23. কোন যুগকে 'খাদ্য উৎপাদনকারী যুগ' বলা হয়?


A) তাম্র প্রস্তর যুগ

B) তাম্র ব্রোঞ্জ যুগ

C) প্রাচীন প্রস্তর যুগ

D) নব্য প্রস্তর যুগ


উত্তরঃ D) নব্য প্রস্তর যুগ



24. সিন্ধু সভ্যতার কোথায় শস্যাগার পাওয়া গেছে?


A) মহেঞ্জোদারো

B) কালিবঙ্গান

C) হরপ্পা

D) A & C


উত্তরঃ D) A & C



25. মহেঞ্জোদারো শহরটি কোন নদীর তীরে অবস্থিত?


A) গঙ্গা

B) সিন্ধু

C) যমুনা

D) সরস্বতী


উত্তরঃ B) সিন্ধু



26. হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত?


A) শতদ্রু (সুতলেজ)

B) সিন্ধু

C) বিপাশা (বিয়াস)

D) ইরাবতী (রাভী)


উত্তরঃ D) ইরাবতী (রাভী)



27. সিন্ধু সভ্যতার লোকজন কোন দেবতার পূজা করত?


A) সূর্যদেব

B) ইন্দ্রদেব

C) পশুপতি শিব

D) বরুণদেব


উত্তরঃ C) পশুপতি শিব



28. লোথাল বন্দরটি কোন নদীর তীরে অবস্থিত?


A) লুনি

B) বিপাশা

C) শতদ্রু

D) ভোগাবা


উত্তরঃ D) ভোগাবা



29. বৈদিক সভ্যতার স্রষ্টা কারা?


A) আমেরিকানরা

B) আর্যগণ

C) সিন্ধুবাসীরা

D) কোনোটিই নয়


উত্তরঃ B) আর্যগণ



30. আর্যরা ভারতের প্রথম কোথায় বসতি গড়ে তোলে?


A) ইসলামাবাদে

B) গুজরাটে

C) সপ্তসিন্ধু অঞ্চলে

D) কাশ্মীরে


উত্তরঃ C) সপ্তসিন্ধু অঞ্চলে



31. বৈদিক যুগের রাষ্ট্রব্যবস্থা কিরূপ ছিল?


A) রাজতান্ত্রিক

B) সমাজতান্ত্রিক

C) প্রজাতান্ত্রিক

D) একনায়কতান্ত্রিক


উত্তরঃ A) রাজতান্ত্রিক



32. আর্যরা কটি বর্ণে বিভক্ত ছিল?


A) 1

B) 2

C) 3

D) 4


উত্তরঃ D) 4



33. আর্যদের জীবনের শেষ পর্যায়টি কি ছিল?


A) ব্রহ্মচর্য

B) গার্হস্থ্য

C) বানপ্রস্থ

D) সন্ন্যাস


উত্তরঃ D) সন্ন্যাস



34. সর্বপ্রথম কোন বেদ রচিত হয়?


A) সাম

B) যজু

C) ঋক

D) অথর্ব


উত্তরঃ C) ঋক



35. বৈদিক যুগে কোন কোন মুদ্রা প্রচলিত ছিল?


A) নিষ্ক

B) পানা

C) মনা

D) A & C


উত্তরঃ D) A & C



36. সংস্কৃতে আর্য কথার অর্থ কি?


A) সদবংশজাত ব্যক্তি

B) যোদ্ধা

C) আদিবাসী

D) ক্ষত্রিয় বংশের সন্তান


উত্তরঃ A) সদবংশজাত ব্যক্তি



37. ঋক বৈদিক যুগে রাজারা যে অনিয়মিত কর পেতেন তাকে কি বলা হত?


A) খারাজ

B) বলি

C) জিজিয়া

D) কোনোটিই নয়


উত্তরঃ B) বলি



38. পরিবারের প্রধানকে কি বলা হত?


A) কুলপতি

B) বিশপতি

C) সম্রাট

D) কুলপ্রভু


উত্তরঃ A) কুলপতি



39. ঋক বৈদিক যুগে ব্যবসায়ীকে কি বলা হত?


A) বনিক

B) পত্তনিদার

C) পানি

D) কোনটিই নয়


উত্তরঃ C) পানি



40. বৈদিক যুগে কোন দেবতা পুরন্দর নামে পরিচিত ছিল?


A) ইন্দ্র

B) শিব

C) বরুণ

D) সূর্য


উত্তরঃ A) ইন্দ্র



41. বেদ কথার অর্থ কি?


A) নিয়ম

B) বিজ্ঞান

C) জ্ঞান

D) আলো


উত্তরঃ C) জ্ঞান



42. বেদ কোন ভাষায় রচিত?


A) উর্দু

B) সংস্কৃত

C) হিন্দি

D) পালি


উত্তরঃ B) সংস্কৃত



43. দশ রাজার যুদ্ধের বিবরণ কোন বেদে পাওয়া যায়?


A) ঋক

B) সাম

C) যজু

D) অথর্ব


উত্তরঃ A) ঋক



44. পবিত্র গায়ত্রী মন্ত্র কোন বেদে রয়েছে?


A) অথর্ব

B) যজু

C) সাম

D) ঋক


উত্তরঃ D) ঋক



45. ঋক বেদ অনুসারে নদীর দেবী কে?


A) পার্বতী

B) সরস্বতী

C) শতরূপা

D) লক্ষী


উত্তরঃ B) সরস্বতী



46. কোন বেদকে যাদুবিদ্যার বই বলা হয়?


A) ঋক

B) সাম

C) যজু

D) অথর্ব


উত্তরঃ D) অথর্ব



47. বেদের শেষ অংশটি কি?


A) ব্রাহ্মণ

B) সংহিতা

C) আরণ্যক

D) উপনিষদ


উত্তরঃ D) উপনিষদ



48. 'সত্যমেব জয়তে' কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে?


A) তৈতেরীয়

B) কৌশিটাকী

C) ছন্দযজ্ঞ

D) মুন্ডক


উত্তরঃ D) মুন্ডক



49. যোগ দর্শনের রচয়িতা কে?


A) গৌতম

B) বেদব্যাস

C) জৈমিনি

D) পতঞ্জলি


উত্তরঃ D) পতঞ্জলি


50. অষ্টাধ্যায়ী গ্রন্থটি কে লিখেছেন?


A) কৃত্তিবাস ওঝা

B) জয়দেব

C) কাশীরাম দাস

D) পাণিনি


উত্তরঃ D) পাণিনি



51. রামায়ণ কে রচনা করেন?


A) বশিষ্ঠ দেব

B) বেদব্যাস

C) ঋষি বাল্মিকী

D) কেউই নয়


উত্তরঃ C) ঋষি বাল্মিকী



52. ন্যায় দর্শনের রচয়িতা কে?


A) মহর্ষি গৌতম

B) কনাদ

C) ঋষি কপিলা

D) পতঞ্জলি


উত্তরঃ A) মহর্ষি গৌতম



53. কে মহাভারত রচনা করেন?


A) বিশ্বমিত্র

B) অত্রি

C) বাল্মিকী

D) বেদব্যাস


উত্তরঃ D) বেদব্যাস



54. ভারতে পুরাণের সংখ্যা কয়টি?


A) 17

B) 15

C) 13

D) 18


উত্তরঃ D) 18



55. বৈদিক যুগে প্রধানমন্ত্রী কারা হতেন?


A) রাজা

B) সেনাপতি

C) পুরোহিত

D) কেউই নয়


উত্তরঃ C) পুরোহিত



56. ধনী বৈশ্যগন কি নামে পরিচিত ছিলেন?


A) কুনিক

B) শ্রেষ্ঠীন

C) দাস

D) কোনোটিই নয়


উত্তরঃ B) শ্রেষ্ঠীন



57. শ্রেণী কি?


A) রাজনৈতিক সংগঠন

B) ধর্মসভা

C) বণিক সংগঠন

D) রাজসভা


উত্তরঃ C) বণিক সংগঠন



58. শতমান কি?


A) নৌকা

B) নাঙ্গল

C) সোনার বাট

D) পূজার সামগ্রী


উত্তরঃ C) সোনার বাট



59. আর্যরা কোন দেবতাকে সৃষ্টিকর্তা রূপে কল্পনা করত?


A) শিব

B) ইন্দ্র

C) বিষ্ণু

D) ব্রহ্মা


উত্তরঃ D) ব্রহ্মা



60. জড়বাদী তত্ত্বের প্রবক্তা কে?


A) ঋষি উদ্দালক

B) শংকরাচার্য

C) মনু

D) মহর্ষি গৌতম


উত্তরঃ A) ঋষি উদ্দালক


61. কোন লিপি থেকে আর্যদের কথা জানা যায়?


A) আইহোল প্রশস্তি

B) বোঘাজকোই লিপি

C) সিধুলিপি

D) অশোকের শিলালিপি


উত্তরঃ B) বোঘাজকোই লিপি



62. ভারতের উত্তর হিমালয় পর্বত থেকে দক্ষিণে বিন্ধ পর্বত এবং পূর্বে বঙ্গদেশ থেকে পশ্চিমে আরব সাগরের তীর পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে কি বলা হয়?


A) সপ্তসিন্ধু অঞ্চল

B) হিন্দুস্তান

C) দাক্ষিণাত্য

D) আর্যাবত


উত্তরঃ D) আর্যাবত



63. সবচেয়ে ছোট উপনিষদ কোনটি?


A) কৈশিটাকি উপনিষদ

B) তৈতেরীয় উপনিষদ

C) মাণ্ডূক্য উপনিষদ

D) মুন্ডক উপনিষদ


উত্তরঃ C) মাণ্ডূক্য উপনিষদ



64. প্রথম স্মৃতিশাস্ত্র কে রচনা করেছিলেন?


A) বশিষ্ঠ মুনি

B) মনু

C) বিশ্বামিত্র

D) বাল্মিকী


উত্তরঃ B) মনু



65. সবচেয়ে বড় উপনিষদ কোনটি?


A) বৃহদারণ্যক উপনিষদ

B) ছান্দোগ্য উপনিষদ

C) মৈত্রায়নী উপনিষদ

D) কেন উপনিষদ


উত্তরঃ A) বৃহদারণ্যক উপনিষদ



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad