মহিলা প্রিমিয়ার লিগ 2023 প্রশ্ন উত্তর - Women's Premier League 2023 GK in Bengali
![]() |
মহিলা প্রিমিয়ার লিগ 2023 প্রশ্ন উত্তর - Women's Premier League 2023 GK in Bengali |
নমস্কার বন্ধুরা,
এই পাঠে আপনাদের জন্য শেয়ার করলাম মহিলা প্রিমিয়ার লিগ 2023 প্রশ্ন উত্তর - Women's Premier League 2023 GK in Bengali
মহিলা প্রিমিয়ার লিগ বা সংক্ষেপে ডব্লিউ-পি-এল হল ভারতের বিসিসিআই দ্বারা পরিচালিত মহিলাদের ফ্র্যাঞ্চাইজি শহর-ভিত্তিক T20 ক্রিকেট প্রতিযোগিতা। প্রথম সংস্করণটি 2023 সালে মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়। এটি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মালিকানাধীন এবং পরিচালিত। স্পনসরশিপের কারণে TATA WPL নামেও পরিচিত।
Women's Premier League 2023
১) WPL 2023 কত তম সংস্করণ?
A) 5th
B) 2nd
C) 3rd
D) 1st
উত্তরঃ D) 1st
২) 2023 মহিলা প্রিমিয়ার লিগ কোন মহিলা দল জয়লাভ করল?
A) দিল্লি ক্যাপিটালস
B) মুম্বাই ইন্ডিয়ান্স
C) রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
D) গুজরাট জায়ান্টস
উত্তরঃ B) মুম্বাই ইন্ডিয়ান্স
৩) কোন মহিলা ক্রিকেটার মহিলা প্রিমিয়ার লিগ 2023 এ Purple Cap পেলো?
A) শবনম ইসমাইল
B) পূজা বস্ত্রকা
C) হেইলি ম্যাথিউস
D) রিচা ঘোষ
উত্তরঃ C) হেইলি ম্যাথিউস
৪) কোন মহিলা ক্রিকেটার Women's Premier League 2023 এ Orange Cap পেলো?
A) স্মৃতি মান্দানা
B) হরমনপ্রীত কৌর
C) এলিস পেরি
D) মেগ লেনিং
উত্তরঃ D) মেগ লেনিং
৫) কোন কোম্পানি 2027 সাল পর্যন্ত Women's Premier League এর টাইটেল স্পন্সর হলো?
A) Adidas
B) Wipro
C) Tata Group
D) Samsung
উত্তরঃ C) Tata Group
৬) 2023 মহিলা প্রিমিয়ার লিগ এর নিলামে সব থেকে বেশি টাকায় বিক্রি হলো কোন মহিলা ক্রিকেটার?
A) দীপ্তি শর্মা
B) ন্যাট সাইভার
C) অ্যাশলেহ গার্ডেনার
D) স্মৃতি মান্দানা
উত্তরঃ D) স্মৃতি মান্দানা
৭) 2023 Women's Premier League বিজেতা টিমকে কত কোটি টাকা পুরস্কার হিসেবে দেওয়া হলো?
A) 10 কোটি
B) 15 কোটি
C) 6 কোটি
D) 8 কোটি
উত্তরঃ C) 6 কোটি
৮) WPL 2023 কোন দেশে অনুষ্ঠিত হলো?
A) ভারত
B) কাতার
C) বাংলাদেশ
D) ইউনাইটেড আরব এমিরেটস
উত্তরঃ A) ভারত
৯) WPL 2023 সালে ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে খেলা হলো?
A) নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
B) ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়াম, মুম্বাই
C) ব্রেবোর্ন স্টেডিয়াম, মুম্বাই
D) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
উত্তরঃ C) ব্রেবোর্ন স্টেডিয়াম, মুম্বাই
১০) Women's Premier League 2023 এ ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ কে হল?
A) শবনম ইসমাইল
B) পূজা বস্ত্রকা
C) নাটালি সাইভার
D) রিচা ঘোষ
উত্তরঃ C) নাটালি সাইভার
১১) কোন মহিলা ক্রিকেটার Women's Premier League 2023 এ সেরা ক্যাচের জন্য পুরস্কার পেলো?
A) রেনুকা সিং
B) নাটালি সাইভার
C) হরমনপ্রীত কৌর
D) দীপ্তি শর্মা
উত্তরঃ C) হরমনপ্রীত কৌর
১২) কোন দল Women's Premier League 2023 এ Fairplay Award পেলো?
A) Delhi Capitals
B) Mumbai Indians
C) Royal Challenge Bangalore
D) A ও B
উত্তরঃ D) A ও B
১৩) কোন মহিলা ক্রিকেটার Women's Premier League 2023 এ Emerging Player of the season হলেন?
A) ইয়াস্তিকা ভাটিয়া
B) অ্যাশলেহ গার্ডেনার
C) সোফি ডিভাইন
D) এলিস পেরি
উত্তরঃ A) ইয়াস্তিকা ভাটিয়া
১৪) কোন মহিলা ক্রিকেটার Women's Premier League 2023 এ Powerful Striker of the tournament হলেন?
A) তাহিলা ম্যাকগ্রাথ
B) বেথ মুনি
C) অ্যামেলিয়া কের
D) সোফি ডিভাইন
উত্তরঃ D) সোফি ডিভাইন
WPL Team List 2023
১) গুজরাট জায়ান্টস
২) মুম্বাই ইন্ডিয়ান্স
৩) দিল্লি ক্যাপিটালস
৪) ইউপি ওয়ারিয়রজ
৫) রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
Read More...
◾ ভারতের বিখ্যাত মন্দির জিকে প্রশ্ন ও উত্তর
◾ ভারতের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সমাধিস্থল
◾ বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি
Please do not enter any spam link in the comment box.