Ads Area

23rd May 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary

23rd May 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary

23rd May 2021 Current Affairs in Bengali
23rd May 2021 Current Affairs in Bengali

Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 23rd May 2021 Current Affairs এর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।


Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali 2021, Daily Current Affairs in Bengali, 23rd May 2021 Current Affairs, May 2021 Current Affairs



23rd May 2021 Current Affairs in Bengali::


1. 2022 সালে অনূর্ধ্ব 17 মহিলা ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
>> ভারত।
◾ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 2021 সালে কিন্তু করোনার জন্য টুর্নামেন্ট স্থগিত রাখা হয়।
◾ 2022 সালে বিশ্বকাপ টি 11 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
◾ প্রথম মহিলা অনূর্ধ্ব 17 ফিফা বিশ্বকাপ হয়েছিল 2008 সালে।
◾ 2017 সালের ফিফা অনূর্ধ্ব 17 পুরুষ বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হয়েছিল।


2. আন্তর্জাতিক জীব বৈচিত্র দিবস (International Day for biological diversity) কবে পালিত হয়?
>> 22 মে।
◾ 2021 Theme: "We're part of the solution"
◾ জীব বৈচিত্র বিষয়ে সমঝোতা ও জনসচেতনতা বৃদ্ধি করতে এই দিনটি পালন করা হয়।


3. কোন রাজ্য সরকার অনলাইনে হাসপাতালের শয্যা বুকিং এর জন্য অমৃত বাহিনী (Amrit Vahini) অ্যাপ লঞ্চ করল?
>> ঝাড়খন্ড।
◾ অমৃত বাহিনী অ্যাপের মাধ্যমে এপ্লিকেশন করলে রাজ্য সরকার করোনাভাইরাস দ্বারা আক্রান্তদের জন্য আরো ভালো সুবিধা সরবরাহ করতে সক্ষম হবে।
◾ অমৃত বাহিনী অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে কেউ শয্যা বুকিং করলে তা পরবর্তী দুই ঘণ্টার জন্য সংরক্ষিত থাকবে।
◾ ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন।
◾ ঝাড়খণ্ডের রাজ্যপাল দ্রোপদী মুর্মু।
◾ ঝাড়খন্ডের রাজধানী রাঁচি।


4. স্মার্ট সিটি মিশন প্রকল্পগুলোর বাস্তবায়নে কোন রাজ্য প্রথম স্থানে আছে?
>> ঝাড়খন্ড।
◾ 28 টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে প্রথম স্থানে আছে ঝাড়খন্ড।
◾ দ্বিতীয় স্থানে আছে রাজস্থান।
◾ Ministry of New Housing and Urban Affairs এই Ranking টা প্রকাশ করে থাকে।
◾ দিল্লি 11 তম স্থানে আছে ও বিহার 27 তম স্থানে আছে।


5. ভারতীয় মহিলা জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে কে নিযুক্ত হলেন?
>> শিব সুন্দর দাস।
◾ সম্প্রতি মহিলা জাতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে নিযুক্ত হলেন রমেশ পাওয়ার।
◾ ভারতীয় মহিলা জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন মিতালি রাজ।


Read This ☞ সাধারণ জ্ঞান মকটেস্ট পর্ব - ২৬



6. সম্প্রতি প্রয়াত ও সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সঙ্গে জড়িত?
>> চিপকো আন্দোলন।
◾ চিপকো আন্দোলনের পথিকৃৎ পরিবেশবিদ, সমাজকর্মী সুন্দরলাল বহুগুণা (পদ্মভূষণ প্রাপ্ত) করোনায় আক্রান্ত হয়ে 21 মে ঝষিকেশের এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
◾ তার বয়স হয়েছিল 94 বছর।
◾ সুন্দরলাল বহুগুণার মূলমন্ত্র ছিল পরিবেশ হল চিরস্থায়ী অর্থনীতি। তার পুরো জীবন কেটেছে পরিবেশ আন্দোলনে।
◾ 1973 সালে চিপকো আন্দোলন হয়েছিল।


7. কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল মহামারীতে পিতা-মাতাকে হারানো শিশুদের মাসে 2500 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করল?
>> দিল্লি।
◾ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মহামারীতে পিতা-মাতাকে হারানোর শিশুদের বিনামূল্যে পড়াশোনা ও 25 বছর পর্যন্ত মাসে 2500 টাকা দেওয়ার কথা ঘোষণা করল।
◾ এছাড়া দরিদ্র পরিবারকে বিনামুল্যে 10 কেজি করে রেশন দেওয়ার কথা ঘোষণা করল।
◾ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল।


8. কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রক উপজাতি বিদ্যালয়ের ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য কোন কোম্পানির সাথে Mou স্বাক্ষর করলো?
>> Microsoft.
◾ Microsoft সদর দপ্তর ওয়াশিংটন ডিসি।
◾ প্রতিষ্ঠাতা বিল গ্রেটস, পল এ্যালেন।
◾ চিফ এক্সিকিউটিভ অফিসার সত্য নাদেলা।
◾ বর্তমানে কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী পদে নিযুক্ত আছেন অর্জুন মুন্ডা।


9. এশিয়ার মধ্যে দ্বিতীয় ধনীতম ব্যক্তি হলেন কে?
>> গৌতম আদানি।
◾ প্রথম স্থানে আছে মুকেশ আম্বানি ও তৃতীয় স্থানে আছে চীনের ব্যবসায়িক Zhong Shanshan.


10. ষষ্ঠতম ইউনাইটেড ন্যাশন গ্লোবাল রোড সেফটি উইক 2021 এর থিম কি?
>> Streets for Life
◾ এটা পালিত হয়ে থাকে 17 ই মে থেকে 23 মে।




More Current Affairs

Link

22nd May 2021 Current Affairs

Click Here





Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad