ভারতের গণপরিষদ এবং সংবিধান জি.কে. প্রশ্নোত্তর - Constituent Assembly and Constitution in India GK Questions and Answers
ভারতের গণপরিষদ এবং সংবিধান জি.কে. প্রশ্নোত্তর |
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভারতের গণপরিষদ এবং সংবিধান জি.কে. প্রশ্নোত্তর - Constituent Assembly and Constitution in India GK Questions and Answers.
এর আগে একটি পাঠে আমরা গণপরিষদ ও সংবিধান রচনার ইতিহাস নিয়ে আলোচনা করেছি। নীচের প্রশ্নগুলির উত্তর দেবার আগে আপনারা আগের পাঠটি একবার দেখে নিন।
আজকের এই পাঠে ভারতের সংবিধান প্রশ্ন ও উত্তর, ভারতীয় সংবিধান mcq, গণপরিষদ এবং সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও প্রশ্নোত্তর এর 2 টি সেট নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলি আগামী সবধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যেমন, RRB, Group D, WBCS, WBP SI & Constable, SSC, PSC ইত্যাদির জন্য খুবই কার্যকরী হবে।
গুরুত্বপূর্ণ তথ্য
গণপরিষদে প্রতিনিধিত্বের বিভাজনঃ
ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদের মোট সদস্য সংখ্যা স্থির হয় 389 জন। এরমধ্যে 11 টি ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে আসবেন 292 জন সদস্য। এরমধ্যে 78 টি মুসলিমদের জন্য, 4 টি শিখদের জন্য এবং সাধারণের জন্য 210 টি আসন নির্ধারিত হয়। এছাড়া স্থির হয় 4 জন সদস্য আসবেন চীফ কমিশনার শাসিত প্রদেশগুলি ( দিল্লি, আজমির-মারওয়া, কুর্গ ও বটিটিস বালুচিস্তান ) থেকে। এছাড়া আরো 93 জন সদস্য আসবেন দেশীয় রাজ্যগুলি থেকে।
গনপরিষদের কয়েকজন বিশিষ্ট সদস্যের নামঃ
সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, ডঃ বি আর আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ, এইচ এন কুঞ্জরু, তেজ বাহাদুর সাপ্রু, সি রাজাগোপালাচারি, কে শান্থানাম, কে এম মুন্সি, আল্লাদী কৃষ্ণস্বামী আইয়ার এবং অন্যান্যরা।
গণপরিষদ ও ভারতীয় সংবিধান রচনার সংক্রান্ত কিছু বিশেষ তথ্যঃ
◾ সংবিধান রচনা করতে সময় লেগেছে মোট 2 বছর 11 মাস 18 দিন অর্থাৎ প্রায় 3 বছর।
◾ সংবিধান রচনার জন্য মোট খরচ হয়েছে 64 লক্ষ ভারতীয় মুদ্রা।
◾ সংবিধান রচনার সময় গণপরিষদের মোট 11 টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। সবকটি অধিবেশনের কার্যশীল দিনগুলির যোগফল 165 দিন।
◾ 1946 সালের 9 ডিসেম্বর দিল্লির কমিউনিস্ট হলে গণপরিষদের প্রথম সভায় উপস্থিত ছিলেন 207 জন সদস্য।
◾ গণপরিষদের দ্বিতীয় অধিবেশন কোন পরিষদের সহ-সভাপতি রূপে নির্বাচিত করা হয় হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় কে।
গণপরিষদে গঠিত কয়েকটি বিশেষ কমিটিঃ
1. সভার কার্যবিবরণী সম্পর্কিত কমিটি।
2. কার্যনির্বাহক কমিটি।
3. কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি।
4. মৌলিক অধিকার সংক্রান্ত পরামর্শদাতা কমিটি।
5. সংখ্যালঘু সম্পর্কিত উপদেষ্টা কমিটি।
6. কেন্দ্রীয় শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি।
7. প্রাদেশিক শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি ( চেয়ারম্যানঃ পন্ডিত নেহেরু )।
8. সংবিধান প্রণয়ন সংক্রান্ত বিশেষ কমিটি ( চেয়ারম্যানঃ পন্ডিত নেহেরু )।
9. খসড়া কমিটি ( চেয়ারম্যানঃ পন্ডিত নেহেরু )।
ভারতের গণপরিষদ এবং সংবিধান জি.কে. প্রশ্নোত্তর
প্রশ্নোত্তর সেট - 1
১. ভারতীয় সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও তারিখটি হল-
a) 15 আগস্ট, 1947
b) 24 জুলাই, 1948
c) 20 জানুয়ারি, 1951
d) 26 জানুয়ারি, 1950
2. 1946 সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন কে?
a) জওহরলাল নেহেরু
b) ডঃ রাজেন্দ্রপ্রসাদ
c) ডঃ বি আর আম্বেদকর
d) ডঃ সচিদানন্দ সিনহা
3. কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়?
a) জওহরলাল নেহেরু
b) বি আর আম্বেদকর
c) রাজেন্দ্রপ্রসাদ
d) বি এন রাও
4. ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল?
a) 372
b) 375
c) 380
d) 389
5. গণপরিষদের সদস্যরা ছিলেন
a) প্রত্যক্ষভাবে ভারতবর্ষের জনগণ দ্বারা নির্বাচিত
b) প্রাদেশিক আইন সভার সদস্যগণ দ্বারা নির্বাচিত
c) সরকার কর্তৃক মনোনীত
d) একমাত্র সামন্ত রাজ্যগুলির প্রতিনিধি
6. ভারতীয় সংবিধান গৃহীত হয় কখন?
a) 1950 সালের 26 শে জানুয়ারি
b) 1949 সালের 26 শে জানুয়ারি
c) 1949 সালের 26 শে নভেম্বর
d) 1949 সালের 31 শে ডিসেম্বর
7. কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে?
a) 1949
b) 1950
c) 1951
d) 1952
8. কবে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা?
a) 9 ডিসেম্বর 1947
b) 9 ডিসেম্বর 1948
c) 9 ডিসেম্বর 1946
d) 9 ডিসেম্বর 1949
9. ভারতের সংবিধান রচনা করেছে
a) ব্রিটিশ পার্লামেন্ট
b) ভারতের গণপরিষদ
c) তৎকালীন প্রদেশগুলোর প্রাদেশিক আইনসভার সদস্যগণ
d) ভারতের জনগণ
10. নিম্নলিখিত সময়কাল গুলির মধ্যে কোন সময় ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদ বিতর্কের মাধ্যমে ভারতীয় সংবিধান চূড়ান্ত করে?
a) নভেম্বর 1946 - নভেম্বর 1949
b) নভেম্বর 1947 - নভেম্বর 1949
c) ডিসেম্বর 1946 - নভেম্বর 1949
d) ডিসেম্বর 1947 - নভেম্বর 1949
11. ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন?
a) জওহরলাল নেহেরু
b) ডঃ রাজেন্দ্র প্রসাদ
c) ডঃ বি আর আম্বেদকর
d) ওপরের কোনোটিই নয়
12. গণপরিষদের সভাপতি কে ছিলেন?
a) জওহরলাল নেহেরু
b) বল্লভ ভাই প্যাটেল
c) মৌলানা আবুল কালাম আজাদ
d) রাজেন্দ্র প্রসাদ
13. নিম্নলিখিত কোনটির অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ?
a) মাউন্টব্যাটেন প্ল্যান
b) ক্যাবিনেট মিশন প্লান
c) ভারতীয় স্বাধীনতা আইন, 1947
d) ওয়েভেল প্ল্যান
14. ভারতের সংবিধান কোন তারিখে ঘোষণা করা হয়?
a) 26 শে জানুয়ারি 1952
b) 26 শে জানুয়ারি 1953
c) 26 শে জানুয়ারি 1951
d) 26 শে জানুয়ারি 1950
15. ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত কোন দিন থেকে কার্যকরী হয়-
a) 9 ডিসেম্বর, 1946
b) 26 জানুয়ারি, 1949
c) 26 জানুয়ারি, 1950
d) 26 নভেম্বর, 1951
উত্তরঃ
প্রশ্নোত্তর সেট - 2
1. গণপরিষদের মোট কত জন সদস্য নৃপতিদের দ্বারা মনোনীত ছিলেন?
a) 13 জন
b) 83 জন
c) 93 জন
d) 97 জন
2. গণপরিষদ গঠনের জন্য নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
a) মার্চ 1946
b) এপ্রিল 1946
c) নভেম্বর 1946
d) ডিসেম্বর 1946
3. কোন ব্যক্তি ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপন করেন?
a) মহাত্মা গান্ধী
b) মতিলাল নেহেরু
c) এম এন রায়
d) মৌলানা আবুল কালাম আজাদ
4. ভারতের গণপরিষদের কত সময় লেগেছিল ভারতীয় সংবিধান রচনার জন্য?
a) প্রায় দু'বছর
b) প্রায় তিন বছর
c) প্রায় চার বছর
d) প্রায় পাঁচ বছর
5. গণপরিষদের প্রাথমিক সদস্যপদের মধ্যে কতগুলি সংরক্ষিত ছিল মুসলিমদের জন্য?
a) 78
b) 88
c) 56
d) 98
6. গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে?
a) বোম্বাই
b) কলকাতা
c) লাহোর
d) নতুন দিল্লি
7. ব্রিটেন থেকে আগত ক্যাবিনেট মিশনের প্রধান ছিলেন কে?
a) লর্ড প্যাথিক লরেন্স
b) লর্ড চেমসফোর্ড
c) স্যার স্টাফোর্ড ক্রিপস
d) স্যার জন সাইমন
8. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না?
a) মহাত্মা গান্ধী
b) বল্লভ ভাই প্যাটেল
c) কে এম মুন্সি
d) জি বি কৃপালিনী
9. গণপরিষদ গুলির সম্পর্কে নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়?
a) গণপরিষদের প্রথম কার্যনির্বাহী চেয়ারম্যান ছিলেন সচিদানন্দ সিনহা।
b) গণপরিষদের সকল সিদ্ধান্ত গৃহীত হত সর্বসম্মতিক্রমে।
c) সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়েছিল।
d) ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদের মোট 13 টি কমিটি গঠিত হয়েছিল।
10. মুসলিম লীগের সদস্যগণ সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার পর গণপরিষদের সদস্য সংখ্যা কত হয়েছিল?
a) 299
b) 329
c) 331
d) 359
11. চেয়ারম্যানসহ ড্রাফটিং কমিটি তে মোট কতজন সদস্য ছিলেন?
a) সাতজন
b) পাঁচজন
c) ন'জন
d) তিনজন
12. কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায়?
a) ভারতীয় জাতীয় কংগ্রেস
b) হিন্দু মহাসভা
c) স্বরাজ পার্টি
d) কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া
13. কি পদ্ধতিতে গণপরিষদের সিদ্ধান্ত গ্রহণ করা হত?
a) সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে
b) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে
c) সর্বসম্মতিক্রমে
d) উপরোক্ত সবকটি পদ্ধতির মাধ্যমে
14. নিম্নলিখিত রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনটি গণপরিষদ গঠনের অংশগ্রহণ করেনি?
a) মুসলিম লীগ
b) ভারতীয় জাতীয় কংগ্রেস
c) কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া
d) ভারতীয় জনতা পার্টি
15. কে কোন পরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন?
a) বি আর আম্বেদকর
b) ডঃ রাজেন্দ্র প্রসাদ
c) বি এন রাও
d) জওহরলাল নেহেরু
16. কে গণপরিষদের উদ্দেশ্য মূলক প্রস্তাবটি উত্থাপন করেন?
a) ডঃ এস রাধাকৃষ্ণণ
b) ডঃ রাজেন্দ্র প্রসাদ
c) মতিলাল নেহেরু
d) জওহরলাল নেহরু
17. ভারতবর্ষের সংবিধান
a) পৃথিবীর বৃহত্তম সংবিধান
b) পৃথিবীর বৃহত্তম অলিখিত সংবিধান
c) পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান
d) পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান
18. নীচের কোনটির ফলশ্রুতি হিসেবে গঠিত হয়েছিল গণপরিষদ?
a) ক্যাবিনেট মিশন পরিকল্পনা, 1946
b) ভারতীয় স্বাধীনতা আইন, 1947
c) ভারত শাসন আইন, 1935
d) উপরের কোনটিই সঠিক নয়
19. কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন?
a) মহাত্মা গান্ধী
b) বি এন রাও
c) ডঃ সচিদানন্দ সিনহা
d) ডঃ রাজেন্দ্র প্রসাদ
20. কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়?
a) 1946
b) 1947
c) 1948
d) 1950
21. জওহরলাল নেহেরু গণপরিষদের উদ্দেশ্য মূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন কত সালে?
a) 1947 সালের 22 শে জানুয়ারি
b) 1947 সালের 15 ই আগস্ট
c) 1949 সালের 26 শে জানুয়ারি
d) 1949 সালের 26 শে নভেম্বর
22. 1949 সালের 26 শে নভেম্বর ভারতবর্ষের সংবিধান গৃহীত হওয়ার সময় থেকেই নিম্নলিখিত বিষয়গুলোর মধ্যে কোনটি কার্যকরী হয়?
a) নাগরিকতা সংক্রান্ত বিধিব্যবস্থা
b) নির্বাচন
c) কার্যনির্বাহী সংসদ
d) উপরোক্ত সবকটি
23. গণপরিষদের প্রথম সভায় ডক্টর সচিদানন্দ সিনহার নাম গণপরিষদের কার্যনির্বাহী সভাপতি রূপে ঘোষিত হয়েছিল কারণ তিনি ছিলেন-
a) মহতমা গান্ধীর সমর্থিত
b) কংগ্রেসের সমর্থিত
c) কংগ্রেস এবং মুসলিম লীগের সমর্থিত
d) গণপরিষদের প্রবীণতম সদস্য
24. ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছিল নিম্নোক্ত কোনটির মাধ্যমে?
a) গণপরিষদ
b) সংসদ
c) রাষ্ট্রপতি
d) লোকসভা
25. কোন সালে গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল?
a) 1935
b) 1938
c) 1943
d) 1944
26. গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন?
a) ডঃ সচিদানন্দ সিনহা
b) ডঃ রাজেন্দ্র প্রসাদ
c) বি আর আম্বেদকর
d) জওহরলাল নেহেরু
27. 1946 সালের 11 ডিসেম্বর গণপরিষদের স্থায়ী সভাপতি রূপে নির্বাচিত হন?
a) জওহরলাল নেহেরু
b) বি আর আম্বেদকর
c) বি এন রাও
d) রাজেন্দ্র প্রসাদ
28. ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল?
a) 13
b) 9
c) 17
d) 7
উত্তরঃ
More Important GK |
Link |
---|---|
ভারতের রামসার সাইটগুলির তালিকা PDF |
Please do not enter any spam link in the comment box.