10th June 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১
![]() |
10th June 2021 Current Affairs in Bengali |
Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 10th June 2021 Current Affairs এর 10 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।
Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali 2021, Daily Current Affairs in Bengali, 10th June 2021 Current Affairs, June 2021 Current Affairs
10th June 2021 Current Affairs in Bengali::
1. রক্তাল্পতা মুক্ত ভারত সূচক ( Anaemia free India Index) 2020-21 এ কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?
➢ মধ্যপ্রদেশ
❒ প্রথম স্থানে আছে মধ্যপ্রদেশ রাজ্য (score 64.1)
❒ দ্বিতীয় স্থানে আছে ওড়িশা রাজ্য (score 59.3)
❒ তৃতীয় স্থানে আছে হিমাচল প্রদেশ (score 57.1)
❒ মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল
❒ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল
2. ভারতের নির্বাচন কমিশনার (Election Commissioner of India) পদে কে নিযুক্ত হলেন?
➢ অনুপ চন্দ্র পান্ডে
❒ ইনি প্রাক্তন আইএএস অফিসার উত্তরপ্রদেশের মুখ্য সচিব ছিলেন
❒ ইনি 1984 সালের ব্যাচের আইএএস অফিসার
❒ বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত আছেন সুশীল চন্দ্র
❒ নির্বাচন কমিশনার পদে নিযুক্ত আছেন রাজীব কুমার ও অনুপ চন্দ্র পান্ডে
❒ ভারতীয় সংবিধানের 324 নম্বর ধারায় ইলেকশন কমিশনের কথা উল্লেখ আছে
3. কোন রাজ্য সরকার ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল কলেজের মেয়েদের জন্য 33% সংরক্ষণের ব্যবস্থা করল?
➢ বিহার
❒ ভারতের প্রথম রাজ্য হিসেবে দুটি green town আছে বিহার রাজ্যে
❒ green town দুটি হল রাজগীর ও বোধগয়া
❒ বিহারের রাজধানী পাটনা
❒ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার
❒ বিহারের রাজ্যপাল ফাগু চৌহান
4. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী Oxi-van (a forest) তৈরি করার কথা ঘোষণা করল?
➢ হরিয়ানা
❒ হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার কারনাল জেলায় 80 একর জমিতে Oxi-van (a forest) তৈরি করার কথা ঘোষণা করল
❒ এই 80 একর জমিতে পঞ্চ বটি গাছ বেল, আমলা, অশোকা, বট, অশ্বত্থ গাছ বসানো হবে
❒ এছাড়া হরিয়ানা রাজ্যের Panchkhula তে 100 একর জমিতে Oxi van তৈরি হবে
❒ Oxi van will consist of 10 types of forest
❒ বিশ্ব পরিবেশ দিবসের দিন এটা ঘোষণা করা হয়
❒ হরিয়ানার রাজধানী চন্ডিগড়
❒ হরিয়ানার রাজ্যপাল সত্য দেব নারায়ন আর্য
5. কোন রাজ্য সরকার প্রাণবায়ু দেবতা পেনশন স্কিম (Pran Vayu Devta pension scheme) লঞ্চ করল?
➢ হরিয়ানা
❒ Under this scheme, a pension amount of Rs 2500 will be provided in name of Pran Vayu Debta to maintain trees above 75 years.
Read This ☞ প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে সাহিত্যের গুরুত্ব
6. কোন দেশে বিশ্বের প্রথম মানুষের শরীরে বার্ড-ফ্লু সংক্রমণ লক্ষ্য করা গেল?
➢ চীন
❒ চীনের রাজধানী বেজিং
❒ মুদ্রা রেনমিনবি
❒ রাষ্ট্রপতি শি জিনপিং
7. বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এন্ড চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হলেন?
➢ চন্দ্রশেখর ঘোষ
❒ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চন্দ্রশেখর ঘোষ কে তিন বছরের জন্য বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার পদে পুনরায় নিযুক্ত করল
❒ বন্ধন ব্যাঙ্কের সদর দপ্তর কলকাতা
❒ প্রতিষ্ঠা সাল 2001
8. কোন রাজ্য করোনা ভাইরাস ছড়ানো রুখতে Covid free village কনটেস্ট প্রোগ্রাম লঞ্চ করল?
➢ মহারাষ্ট্র
❒ ভাইরাসের বিস্তারকে সীমাবদ্ধ করার জন্য গ্রামবাসীদের কোভিড-19 প্রটোকল অনুসরণ করতে উৎসাহিত করার লক্ষ্যে মহারাষ্ট্র সরকার "কোভিড-মুক্ত গ্রাম" নামে একটি প্রতিযোগিতার ঘোষণা করেছে
❒ মহারাষ্ট্র রাজ্যের পল্লী উন্নয়ন মন্ত্রী হাসান মুসারিফ ঘোষণা করেছেন যে গ্রাম প্রথম স্থান অধিকার করবে ওই গ্রামকে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থানের গ্রামগুলি যথাক্রমে 25 লক্ষ এবং 15 লক্ষ টাকা পাবে।
❒ মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই
❒ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারী
9. কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল Jahan vote, Wahan vaccination ক্যাম্পেইন লঞ্চ করল?
➢ দিল্লি
❒ এই ক্যাম্পেইনের মাধ্যমে 45 বছরের উর্ধ্বে ব্যক্তিদের চার সপ্তাহের মধ্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করা হয়
❒ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
❒ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল
10. কোন কোম্পানি প্রথম Asia Pacific cyber security council লঞ্চ করল?
➢ Microsoft
❒ মাইক্রোসফট সদরদপ্তর ওয়াশিংটন ডিসি
❒ প্রতিষ্ঠা সাল 1975 সালের 4 এপ্রিল
❒ CEO - সত্য নাদেলা
More Current Affairs |
Link |
---|---|
9th June 2021 Current Affairs |
Please do not enter any spam link in the comment box.