Ads Area

9th June 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary

9th June 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

9th June 2021 Current Affairs in Bengali
9th June 2021 Current Affairs in Bengali

Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 9th June 2021 Current Affairs এর 10 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।


Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali 2021, Daily Current Affairs in Bengali, 9th June 2021 Current Affairs, June 2021 Current Affairs



9th June 2021 Current Affairs in Bengali::


1. রাইমোনা রিজার্ভ ফরেস্ট কোন রাজ্যের ষষ্ঠ ন্যাশনাল পার্কে পরিণত হল?
➢ আসাম
❒ 5 জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন এটা ঘোষণা করা হয়
❒ এই ন্যাশনাল পার্কটি আসাম রাজ্যে Kokrajhar জেলায় অবস্থিত
❒ এই ন্যাশনাল পার্কটি Golden Langur এর জন্য বিখ্যাত। এছাড়া এখানে 150 প্রজাতির প্রজাপতি, 170 প্রজাতির পাখি এবং 350 প্রজাতির গাছ রয়েছে এই পার্কে
❒ এই ন্যাশনাল পার্কের দক্ষিনে পেকুয়া নদী অবস্থিত
❒ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্যপাল জগদীশ মুখী


2. United nation general assembly এর প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন?
➢ আব্দুল্লাহ শাহীদ
❒ ইনি মালদ্বীপের বিদেশ মন্ত্রী ছিলেন
❒ মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ
❒ রাজধানী মালে
❒ United nation general assembly সদরদপ্তর নিউইয়র্ক সিটি
❒ প্রতিষ্ঠা সাল 1945


3. 2024 সালে FIH Hockey5s বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
➢ ওমান
❒ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওমানের রাজধানী মাস্কাট-এ।
❒ ওমানের মুদ্রা ওমানি রিয়াল
❒ International hockey federation সদরদপ্তর লুজান, সুইজারল্যান্ড


4. বিশ্ব মহাসাগর দিবস (World Ocean Day) কবে পালিত হয়?
➢ 8 জুন
❒ 2021 Theme - The Ocean : Life and Livelihoods
❒ জীবজগতের বেঁচে থাকার জন্য মহাসাগরের গুরুত্ব তুলে ধরতে এবং মহাসাগর সংরক্ষণে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই গুলি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়


5. '1232 km: The Long Journey Home' বইটির লেখক কে?
➢ বিনোদ কাপ্রি
❒ চলচ্চিত্র নির্মাতা বিনোদ কাপ্রি রচিত ‘1232 কিমি: দ্য লং জার্নি হোম’ শীর্ষক একটি নতুন বই, যেখানে বিহারের সাত প্রবাসী শ্রমিকের যাত্রার ইতিহাস বর্ণনা করেছে, যারা 1232 কিমি পথ সাইকেল চালিয়ে সাত দিন পর তাদের গন্তব্যস্থল বাড়ি ফিরেছে
❒ বইটি প্রকাশ করেছেন হার্পার কলিন্স



Read This ☞ Online GK Mock Test in Bengali || Part 31



6. Petroleum and Natural gas Regulatory Board (PNGRB) এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হতে চলেছে?
➢ সঞ্জীব নন্দন সাহাই
❒ PNGRB এর সদরদপ্তর নিউ দিল্লি


7. HSBC India এর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হন?
➢ হিতেন্দ্র দাভে
❒ HSBC CEO - নোয়েল কুইন
❒ সদর দপ্তর - লন্ডন, ইউনাইটেড কিংডম


8. সার্বিয়া তে ভারতের রাষ্ট্রদূত পদে কে নিযুক্ত হলেন?
➢ সঞ্জীব কোহলি
❒ সার্বিয়ার রাজধানী বেলগ্রেড
❒ সার্বিয়ার মুদ্রা দিনার


9. কোন রাজ্য সরকার কৃষি জমির ডিজিটাল সার্ভে করার কথা ঘোষণা করল?
➢ তেলেঙ্গানা
❒ তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ
❒ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও
❒ তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরাজন


10. কোন দেশ পাকিস্তানের সাথে যৌথভাবে Sky Guardian - I নামে বায়ুসেনা মহড়া অনুষ্ঠিত করল?
➢ ইজিপ্ট
❒ ইজিপ্টের রাজধানী কায়রো
❒ মুদ্রা পাউন্ড
❒ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ
❒ মুদ্রা রুপি
❒ প্রধানমন্ত্রী ইমরান খান






More Current Affairs

Link

8th June 2021 Current Affairs

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad