২০২১ সালের মার্চ-এপ্রিল মাসে স্বাক্ষরিত জাতীয় ও আন্তর্জাতিক মউ/চুক্তি - National and International MoUs / Agreements signed in March-April 2021
২০২১ সালের মার্চ-এপ্রিল মাসে স্বাক্ষরিত জাতীয় ও আন্তর্জাতিক মউ/চুক্তি |
২০২১ সালের মার্চ-এপ্রিল মাসে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে যে যে বিষয়ে মউ/চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং যাদের মধ্যে মউ/চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেগুলির তারিখ সহ একটি তালিকা আজ আপনাদের জন্য শেয়ার করলাম।
এই টপিক থেকে আগামী সবধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এই মউ/চুক্তি তালিকাটি একবার ভালো করে দেখে নিন। নানান বিষয়ে প্রতিটি দেশ বা সংস্থা অন্য কোনো দেশ বা সংস্থার সাথে এইধরনের MOU চুক্তি স্বাক্ষর করে থাকে।
এই পাঠে তাই মার্চ-এপ্রিল মাসে স্বাক্ষরিত জাতীয় ও আন্তর্জাতিক স্তরে মউ/চুক্তি গুলি আলোচনা করা হল।
২০২১ সালের মার্চ-এপ্রিল মাসে স্বাক্ষরিত জাতীয় ও আন্তর্জাতিক মউ/চুক্তি
যাদের মধ্যে মউ/চুক্তি স্বাক্ষরিত হয়েছে | তারিখ | যে যে বিষয়ে মউ/চুক্তি স্বাক্ষরিত হয়েছে |
---|---|---|
কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী এবং মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী | ২২ মার্চ | কেন-বেতোয়া সংযুক্তকরন প্রকল্পের জন্য এই এমওএ চুক্তি স্বাক্ষরিত হল |
ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি এবং যমুনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট | ২৪ মার্চ | উত্তরপ্রদেশের জেয়ার বিমানবন্দরে নাগরিক বিমান সুরক্ষা প্রদানের জন্য এই এলওএ চুক্তি স্বাক্ষরিত হল |
১৩২ টি নির্বাচিত শহরের রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, পৌরসভা এবং ইনস্টিটিউট অফ রিপুইট | ২৬ মার্চ | ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামের অধীনে সিটি স্পেসিফিক অ্যাকশন প্ল্যান চালু করার উদ্দেশ্যে এই মউ স্বাক্ষরিত হল |
CESL এবং CSCSPB | ২৬ মার্চ | ইলেকট্রিক যানবাহন সম্পর্কিত উদ্যোগের জন্য ডিমান্ড এগ্রিগেশন নির্মাণে এই চুক্তি স্বাক্ষরিত হল |
JNPT এবং CNB লজিটেক | ২৬ মার্চ | এক্সিস ট্রেডে ৫০ লক্ষ কনটেইনার পরিবহনের তত্ত্বাবধানের জন্য এই মউ স্বাক্ষরিত হল |
টাটা মোটরস এবং SBI | ২৬ মার্চ | টাটা মোটরসের ক্ষুদ্র এবং হালকা ব্যবসায়িক যানবাহন ক্রয়ের জন্য অর্থনৈতিক সহায়তা প্রদানের জন্য এই মউ স্বাক্ষরিত হল |
কর্ণাটক সরকার এবং ITC | মার্চের শেষ সপ্তাহ | জলাশয় প্রোগ্রাম কার্যকর করার জন্য এই মউ স্বাক্ষরিত হল |
অ্যাপ্লাইড মেটেরিয়াল ইন্ডিয়া এবং IISC বেঙ্গালুরু | মার্চের শেষ সপ্তাহ | গবেষণা এবং উন্নয়নের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হল |
TBWES এবং SBE | মার্চের শেষ সপ্তাহ | বর্জ্য পদার্থ থেকে শক্তি প্রযুক্তি নির্মাণের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হল |
JICA এবং TCCL | মার্চের শেষ সপ্তাহ | ক্লিন এনার্জি প্রোজেক্টে লক্ষ্য রাখা ভারতীয় ফার্মগুলিকে সহায়তার জন্য ১০ বিনিয়ন জাপানি ইয়েনের বিনিময়ে এই চুক্তি স্বাক্ষরিত হল |
ফিকি এবং IFSCA | মার্চের শেষ সপ্তাহ | GIFT সিটিকে বিশ্ব পর্যায়ের ফিনটেক হাবে উন্নতিকরণের জন্য এই মউ স্বাক্ষরিত হল |
ভারত এবং জাপান | ৩০ মার্চ | জিডিপি প্রোজেক্ট প্রকল্পের অধীনে স্বাস্থ্যসুরক্ষা প্রোজেক্টে জাপানের সহায়তা প্রদানের উদ্দেশ্যে চারটি চুক্তি স্বাক্ষরিত হল |
NSE লিমিটেড এবং GIFT-SEZ লিমিটেড | এপ্রিলের প্রথম সপ্তাহ | GIFT সিটির আর্থিক পরিষেবা প্রদানকারী পেশাদারদের পরামর্শ প্রদানের জন্য এই মউ স্বাক্ষরিত হল |
SBI এবং JBIC | ৩১ মার্চ | ভারতে জাপানি গাড়ি শিল্প সংস্থাগুলির ব্যবসায়ী কার্যের অগ্রগতির জন্য ঋণ প্রদানের উদ্দেশ্যে এই চুক্তি স্বাক্ষরিত হল |
NCML এবং ASCI | ৩১ মার্চ | কৃষিক্ষেত্রে দক্ষতা প্রশিক্ষণের জন্য এই মউ স্বাক্ষরিত হয়েছে |
তেলেঙ্গানা সরকারের কৃষি দপ্তর এবং ওয়াদানি ইনস্টিটিউট AI | ৩ এপ্রিল | পোকার উপদ্রব থেকে রক্ষা পাওয়ার ব্যাপারে তুলো উৎপাদনকারী কৃষকদের সহায়তার জন্য এই মউ স্বাক্ষরিত হল |
GE পাওয়ার ইন্ডিয়া এবং রিলায়েন্স বাংলাদেশ LNG অ্যান্ড পাওয়ার | এপ্রিলের প্রথম সপ্তাহ | বাংলাদেশের নারায়ণগঞ্জের মেঘনাহাটে স্থাপিত হতে চলা ৭১৮ মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্টের ২২ বছরের রক্ষণাবেক্ষণ পরিষেবার জন্য এই চুক্তি স্বাক্ষরিত হল |
AIM এবং CIPS | এপ্রিলের প্রথম সপ্তাহ | পাবলিক ব্যবস্থাপনায় উদ্ভাবনী এবং উদ্যোক্তা ইকোসিস্টেম করে তুলতে এই এসওআই চুক্তি স্বাক্ষরিত হয়েছে |
স্পাইস বোর্ড ইন্ডিয়া এবং UNDP ইন্ডিয়া | ৫ এপ্রিল | ব্লকচেইন পরিচালিত ট্রেসিবিলিটি ইন্টারফেস গড়ে তুলতে এই মউ স্বাক্ষরিত হল |
লাদাখ প্রশাসন, LAHDC এবং SECI লিমিটেড | ৬ এপ্রিল | লেহ এবং তাউরে ৫০ মেগাওয়াট সৌরশক্তি প্রোজেক্টের জন্য এই মউ স্বাক্ষরিত হল |
আয়ুষ মন্ত্রক এবং পশুপালন দপ্তর | ৭ এপ্রিল | পশুচিকিৎসা বিজ্ঞানে আয়ুর্বেদের ব্যবহারের জন্য এই মউ স্বাক্ষরিত হল |
সুইচঅন এবং PNB | ১০ এপ্রিল | সৌর পাম্পের অর্থায়নের জন্য এই মউ স্বাক্ষরিত হল |
নীতি আয়োগের AIM এবং ডেনমার্ক | ১২ এপ্রিল | ভারতের উচ্চবিলাসী উদ্যোক্তাদের মধ্যে উদ্ভাবনী এবং শিল্পোদ্যোগ গুলির প্রচারের জন্য এই এসওআই চুক্তি স্বাক্ষরিত হয়েছে |
ওয়ানওয়েব এবং কাজাকাস্তান | এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ | কাজাকাস্তানের অর্থনীতিকে ডিজিটাইজ করার জন্য এই মউ স্বাক্ষরিত হল |
আইনক্স CBA এবং মিটসুই | এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ | ছোট স্কেল এলএনজি অ্যাপ্লিকেশন উন্নত করতে এই মউ স্বাক্ষরিত হল |
নীতি আয়োগের AIM এবং ডেসল্ট ফাউন্ডেশন | এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ | ভবিষ্যতের উদ্ভাব ও উদ্যোক্তাদের সহায়তার জন্য এই চুক্তি স্বাক্ষরিত হল |
কৃষি মন্ত্রক এবং মাইক্রোসফট | ১৪ এপ্রিল | কৃষকদের আয় বাড়ানোর জন্য এই মউ স্বাক্ষরিত হল |
ওবেরয় গ্রুপ এবং EESL | ১৪ এপ্রিল | ক্লিন এনার্জি দক্ষ উদ্যোগ কার্যকর করার জন্য এই মউ স্বাক্ষরিত হল |
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক এবং ক্লিয়ার ট্রিপ ও ইস মাই ট্রিপ | এপ্রিলের তৃতীয় সপ্তাহ | ভারতের আতিথেয়তা ও পর্যটন শিল্পের বিকাশ ঘটানোর উদ্দেশ্যে এই মউ স্বাক্ষরিত হল |
HSIIDC এবং WTC | এপ্রিলের তৃতীয় সপ্তাহ | হরিয়ানার ফরিদাবাদে ব্যবসা এবং বিনিয়োগের উদ্দেশ্যে এই মউ স্বাক্ষরিত হল |
ভারত এবং জার্মানি | ১৯ এপ্রিল | সামুদ্রিক পরিবেশে শহরে প্লাস্টিকের প্রবেশ রোধের উদ্দেশ্যে এই চুক্তি স্বাক্ষরিত হল |
IIT খড়গপুর এবং NCDC | ২০ এপ্রিল | সমবায়, কৃষিক্ষেত্রে সাসটেইনেবল ডেভেলপমেন্টের প্রচারের জন্য এই মউ স্বাক্ষরিত হল |
More Important GK | Link |
---|---|
180+ বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি, সাহিত্যিক ও লেখকদের ছদ্মনাম | Click Here |
Please do not enter any spam link in the comment box.