Ads Area

Science MCQ Questions in Bengal | General Science Lucent GK - গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান প্রশ্নোত্তর

Science MCQ Questions in Bengali | General Science Lucent GK - গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান প্রশ্নোত্তর

Science MCQ Questions in Bengali
Science MCQ Questions in Bengali
নমস্কার বন্ধুরা,

আজকের এই পাঠে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো সাম্প্রতিক আপনাদের যে সমস্ত পরীক্ষা আছে সেই সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

Science MCQ Questions in Bengali | General Science Lucent GK - গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান প্রশ্নোত্তর এর এই পাঠে আমরা আলোচনা করবো 25টি বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিটি প্রশ্ন ভালো করে দেখুন। প্রতিটি প্রশ্ন আগামী পরীক্ষা গুলির জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ।




গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান প্রশ্নোত্তর



1. এক picometer = ? meter

A) 10^-11m
B) 10^12m
C) 10^-12m
D) 10^11m

উত্তরঃ- C) 10^-12m


2. গতিশীল বস্তুর গতিশক্তি কিসের উপর নির্ভর করে?

A) weight and position
B) Mass and position
C) Mass and acceleration
D) Mass and velocity

উত্তরঃ- D) Mass and velocity


3. একটি মাধ্যম যার প্রতিসরাঙ্ক 1.5, তাহলে ঐ মাধ্যমে আলোর গতিবেগ কত?

A) 3×10^8 m/s
B) 2×10^8 m/s
C) 1.5×10^8 m/s
D) 1×10^8 m/s

উত্তরঃ- B) 2×10^8 m/s
** ফর্মূলা: υ = C/V [C = আলোর গতিবেগ, V = ঐ মাধ্যমে আলোর গতিবেগ]


4. রোধাঙ্কের S.I একক কি?

A) Ohm-m
B) Ampere
C) Joule
D) Ohm

উত্তরঃ- A) Ohm-m


5. ফসফরাসের পারমাণবিকতা কি?

A) Mono-atomic
B) Di-atomic
C) Poly-atomic
D) Tetra-atomic

উত্তরঃ- D) Tetra-atomic


6. হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে?

A) Fe
B) Ca
C) K
D) Al

উত্তরঃ- A) Fe


7. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভাইরাল রোগ যেটা মানুষের মধ্যে সংক্রমিত জন্তুর কামড়ানোর দ্বারা ছড়ায়?

A) হিমোফিলিয়া
B) জলাতঙ্ক (Rabies)
C) ক্যান্সার
D) মাম্পস

উত্তরঃ- B) জলাতঙ্ক (Rabies)


8. তিনটি সমান রোধ 6 ohm এর যেগুলি সমান্তরালে যুক্ত আছে একে অপরের সঙ্গে। তুল্য রোধ নির্ণয় করো?

A) 18 ohm
B) 2 ohm
C) 3 ohm
D) 6 ohm

উত্তরঃ- B) 2 ohm
** ফর্মূলা: 1/R = 1/R₁ + 1/R₂ + 1/R₃


9. নিম্নের কোনটি সবথেকে বেশি নমনীয় ধাতু?

A) Pb
B) Au
C) Ag
D) Cu

উত্তরঃ- B) Au


10. সামান্য রূপে একটি উদাসীন বিক্রিয়া কে কিভাবে লেখা যেতে পারে?

A) ক্ষার+অম্ল - জল+গ্যাস
B) ক্ষার+অম্ল - লবণ+জল
C) ক্ষার+অম্ল - লবণ+গ্যাস
D) কোনোটিই নয়

উত্তরঃ- B) ক্ষার+অম্ল - লবণ+জল


11. ম্যাগনেসিয়াম এর পরমাণুর সংখ্যা 12। তার যোজ্যতা কত?

A) 1
B) 3
C) 2
D) 4

উত্তরঃ- C) 2


12. সব অ্যাসিডে সামান্য রূপে পাওয়া যায় কোন মৌলটি?

A) ব্রোমিন
B) আয়োডিন
C) হাইড্রোজেন
D) ক্লোরিন

উত্তরঃ- C) হাইড্রোজেন


13. মানুষের অন্ত্রে কোন ব্যাকটেরিয়া পাওয়া যায়?

A) ইসচেরিচিয়া কোলাই (E.coli)
B) ব্যাসিলাস
C) vibri colliery
D) Xanthomonas

উত্তরঃ- A) ইসচেরিচিয়া কোলাই (E.coli)


14. পরমাণুর সমান সংখ্যক প্রোটন কিন্তু আলাদা সংখ্যক নিউটন হলে তাদের কি বলে?

A) আইসোটোপ
B) আইসোবার
C) আইসোমেরিক
D) আইসোটোন

উত্তরঃ- A) আইসোটোপ


15. Palaeontology নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যয়ন?

A) উদ্ভিদ এবং প্রাণী জীবাশ্ম
B) আগ্নেয়গিরি
C) বায়ুমণ্ডল
D) শিলা

উত্তরঃ- A) উদ্ভিদ এবং প্রাণী জীবাশ্ম


16. নিচের কোনটি কোন পরমাণুর উপ পরমাণু কনা নয়?

A) Xenon
B) প্রোটন
C) ইলেকট্রন
D) নিউট্রন

উত্তরঃ- A) Xenon


17. বেগের পরিবর্তনের হারকে কি বলে?

A) বল
B) ত্বরণ
C) বেগ
D) ভরবেগ

উত্তরঃ- B) ত্বরণ


18. LNG গ্যাসের পুরো নাম কি?

A) Liquefied Normal Gas
B) Liquefied Nitrogen Gas
C) Liquefied Natural Gas
D) None

উত্তরঃ- C) Liquefied Natural Gas


19. যদি লেন্সের ক্ষমতা -2D হয়, তাহলে ফোকাস দূরত্ব কত হবে?

A) +2m
B) -2m
C) -0.5m
D) +0.5m

উত্তরঃ- C) -0.5m
** ফর্মূলা: P = 1/f [ P = ক্ষমতা, f = ফোকাস দূরত্ব]


20. রক্তে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্ত কণিকার নাম কি?

A) অনুচক্রিকা
B) মনোসাইট
C) WBC
D) RBC

উত্তরঃ- A) অনুচক্রিকা


21. কোন ভিটামিনের অভাবে মানুষের স্কার্ভি রোগ হয়?

A) ভিটামিন এ
B) ভিটামিন ডি
C) ভিটামিন ই
D) ভিটামিন সি

উত্তরঃ- D) ভিটামিন সি


22. গুটি বসন্তের টিকা কে আবিস্কার করেন?

A) এডওয়ার্ড জেনার
B) লুই পাস্তুর
C) হরগোবিন্দ খোরানা
D) আলেকজান্ডার ফ্লেমিং

উত্তরঃ- A) এডওয়ার্ড জেনার


23. কোন কোষ অঙ্গাণু কে কোষের শক্তিঘর বলা হয়?

A) গলগি বস্তু
B) প্লাস্টিড
C) মাইটোকনড্রিয়া
D) রাইবোজোম

উত্তরঃ- C) মাইটোকনড্রিয়া


24. সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ?

A) মাকড়সা
B) চিংড়ি
C) চ্যাপ্টা কৃমি
D) আরশোলা

উত্তরঃ- B) চিংড়ি


25. মানুষের মাথার খুলিতে (Human Skull) কতগুলো হাড় থাকে?

A) 8
B) 10
C) 28
D) 206

উত্তরঃ- A) 8






More Important GK Link
ভৌগলিক স্থানের ভিন্ন নাম Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad