জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর - General Knowledge Question and Answer in Bengali
General Knowledge Question and Answer in Bengali |
এই পাঠে আপনাদের সঙ্গে শেয়ার করছি সাধারণ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রনীতি ইত্যাদি বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর, যেগুলি প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে। আজকের পাঠের General Knowledge Question and Answer গুলো সংগ্রহ করা হয়েছে Karmosangsthan (26.03.2022) পত্রিকা থেকে।
এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব Gk questions with answers in bengali 2022 যেখানে আমরা বিভিন্ন Gk questions in bengali নিয়ে আলোচনা করব। জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 সমস্ত রকম পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করবে। General knowledge questions প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তাই Bangla question answer দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
Bangla GK Diary is best government exam preparation website in bengali language.
Prepare for the following subjects with us -
Current Affairs, Mock Test, Subjective GK (History, Geography, Science, Polity) and Latest Notification.
আরো পড়ুন...
➜ বাংলা জিকে প্রশ্ন ও উত্তর (All Part)
General Knowledge Question and Answer
১। রেডিয়াম ধাতু তেজস্ক্রিয়তার ফলে পরিবর্তিত হয়ে শেষে কীসে পরিণত হয়?
☞ সীসা।
২। মানবদেহের ক্ষুদ্রতম হাড় কোনটি?
☞ স্টেপিস (যা কানে অবস্থিত)।
৩। ব্লিচিং পাউডার কোন ধাতুর যৌগ?
☞ ক্যালসিয়াম।
৪। 'ব্রেন ফিভার' সৃষ্টিকারী জীবাণু কোনটি?
☞ জাপানি এনকেফেলাইটিস ভাইরাস।
৫। একজন মহিলা তার এক্স ক্রোমোজোম কার কাছ থেকে পান?
☞ বাবা-মা উভয়ের কাছ থেকে।
৬। ব্যবহৃত রান্নার গ্যাস লিক করলে যে গন্ধটি পাওয়া যায়, সেটি কোন রাসায়নিকের গন্ধ?
☞ ইথাইল মার্কেপটন।
৭। 'অয়েল অফ মিরবেন' কী?
☞ নাইট্রোবেঞ্জিন।
৮। 'বার্লো চক্র' কী নিয়মে কাজ করে?
☞ বামহস্ত নিয়ম।
৯। 'অক্সিজেন' কোন শ্রেণীর অন্তর্গত মৌল?
☞ চ্যালকোজেন।
১০। আলোর বেগ সর্বপ্রথম কে পরিমাপ করেন?
☞ ওলে ক্রিস্টেনসেন রোমার।
১১। বৈদিক যুগে 'নিষ্ক' অলঙ্কারটি কোথায় পরা হত?
☞ গলা।
১২। ডেমিকাস কার রাজসভায় এসেছিলেন?
☞ বিন্দুসার।
১৩। 'কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া' কবে প্রতিষ্ঠিত হয়?
☞ ১৯২৫ সালের ২৬ ডিসেম্বর।
১৪। ভারতের কোথায় মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রথম 'সত্যাগ্রহ আন্দোলন' শুরু করেন?
☞ চম্পারন।
১৫। 'বিন্ধ্য অধিপতি' কার উপাধি ছিল?
☞ গৌতমীপুত্র সাতকর্ণী।
১৬। মুঘল যুগের সরকারি ভাষা কি ছিল?
☞ ফার্সি।
১৭। মোহনদাস করমচাঁদ গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন?
☞ গোপালকৃষ্ণ গোখলে।
১৮। 'চাচনামা' গ্রন্থ থেকে কোন সময়ের সম্বন্ধে জানা যায়?
☞ সুলতানি যুগ।
১৯। 'ইউনিভার্সিটি অ্যাক্ট' কোন ভাইসরয়ের আমলে চালু হয়?
☞ লর্ড কার্জন।
২০। কত সালে ভারতে 'নৌ বিদ্রোহ' হয়েছিল?
☞ ১৯৪৬ সালে।
২১। কোন উপত্যকাকে 'প্রাচ্যের নন্দনকানন' বলা হয়?
☞ কাশ্মীর উপত্যকাকে।
২২। কোন প্রণালী 'আন্টার্টিকা মহাসাগর' ও 'প্রশান্ত মহাসাগর'কে যুক্ত করেছে?
☞ বেরিং প্রণালী।
২৩। ভারতের প্রথম ইউরেনিয়াম খনি 'জাদুগুদা' কোথায় অবস্থিত?
☞ ঝাড়খন্ড।
২৪। দক্ষিণ গোয়ার সৈকতগুলির মধ্যে প্রাচীনতম, বৃহত্তম ও সবথেকে দর্শনীয় সৈকত কোনটি?
☞ কোলভা।
২৫। 'লুধিয়ানা' শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
☞ শতদ্রু।
২৬। বিশ্বে কোন দেশ সবথেকে বেশি ইউরেনিয়াম উৎপন্ন করে?
☞ কাজাকিস্তান।
২৭। 'ব্ল্যাক ফরেস্ট' কোথায় দেখা যায়?
☞ জার্মানি।
২৮। উৎস অঞ্চলের ব্রহ্মপুত্র কি নামে পরিচিত?
☞ সাংপো।
২৯। ভারতের একমাত্র সক্রিয় হীরের খনি কোনটি?
☞ পান্না, মধ্যপ্রদেশ।
৩০। ভারতের দীর্ঘতম সেচখাল কোনটি?
☞ ইন্দিরা গান্ধী খাল।
৩১। কোন কমিটির সুপারিশে 'মৌলিক কর্তব্য' বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত হয়?
☞ সরণ সিং কমিটি ।
৩২। প্রাণদন্ডে দন্ডিত অপরাধীকে ক্ষমা করতে পারেন কে?
☞ রাষ্ট্রপতি।
৩৩। রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতিকে কি বলে?
☞ ইমপিচমেন্ট।
৩৪। কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম প্রধান কাজ কি?
☞ নীতি নির্ধারণ।
৩৫। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের প্রধান প্রতিনিধি কে?
☞ প্রধানমন্ত্রী।
৩৬। কেন্দ্রীয় সরকারের যাবতীয় শাসনকার্য কার নামে সম্পাদিত হয়?
☞ রাষ্ট্রপতি।
৩৭। প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন কে?
☞ রাষ্ট্রপতি।
৩৮। প্রধানমন্ত্রী কে পদচ্যুত করতে পারেন কে?
☞ রাষ্ট্রপতি।
More Important GK | Link |
---|---|
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর - Karmosangsthan (19.03.2022) | Click Here |
Please do not enter any spam link in the comment box.