Ads Area

A.N.M and G.N.M MCQ Part - 3 - GK in Bengali - GS Question and Answer in Bengali

A.N.M and G.N.M MCQ Part - 3 - GK in Bengali - GS Question and Answer in Bengali

A.N.M and G.N.M MCQ - GK in Bengali
A.N.M and G.N.M MCQ - GK in Bengali

A.N.M and G.N.M MCQ Part - 3 এ আপনাদের জন্য থাকছে GK in Bengali - GS Question and Answer in Bengali 


রাজ্যের বা দেশের সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য GK Question and Answer আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা প্রায় সবার জানা। বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, ইত্যাদির কথা মাথায় রেখে আজকের এই GK in Bengali - GS Question and Answer in Bengali তে আপনাদের জন্য থাকছে A.N.M and G.N.M MCQ যেখানে GK in Bengali, General Knowledge in Bengali, General Knowledge questions with answers, জেনারেল নলেজ কুইজ, জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর, বাংলা general knowledge, সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। 


সুতরাং সময় নষ্ট না করে নিচে দেওয়া A.N.M and G.N.M MCQ Part - 3 - GK in Bengali - GS Question and Answer in Bengali প্রশ্ন ও উত্তর ভালো করে দেখে নাও।



আরও পড়ুন...

A.N.M and G.N.M MCQ Part - 1

A.N.M and G.N.M MCQ Part - 2




A.N.M and G.N.M MCQ Part - 3



1. বিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে?


A) এন্টোমোলজি

B) অর্নিথোলজি

C) এপিকালচার

D) ম্যালাকোলজি


Ans: A) এন্টোমোলজি


2. ব্যাকটেরিওফাজ আসলে কী?


A) ব্যাকটেরিয়া

B) ভাইরাস

C) প্রোটোজোয়া

D) রাসায়নিক পদার্থ


Ans: B) ভাইরাস


3. দ্বিপদ নামকরনের প্রবক্তা কে?


A) কানডোলে

B) হাচিনসন

C) লিনিয়াস

D) বেনথাম ও হুকার


Ans: C) লিনিয়াস


4. নিচের কোনটি নিজের আকৃতি পরিবর্তন করতে পারে?


A) ব্যাকটেরিয়া

B) প্রোটোজোয়া

C) অ্যামিবা

D) কোনোটিই নয়


Ans: C) অ্যামিবা


5. নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীকে উভয়চর উদ্ভিদ বলা হয়?


A) শৈবাল

B) ছত্রাক

C) মস

D) ফার্ণ


Ans: C) মস


6. ব্যাকটেরিয়া নামকরণের সঙ্গে নিম্নলিখিত কোন সংস্থাটি সম্পর্কিত?


A) ICBN

B) ICZN

C) ICNB

D) কোনোটিই নয়


Ans: C) ICNB


7. আয়ুর্বেদ চিকিৎসার জনক কাকে বলা হয়?


A) চরক

B) সুশ্রুত

C) অ্যারিস্টটল

D) ভেসালিয়াস


Ans: A) চরক


8. শালগাছ কোন ধরনের বৃক্ষ?


A) পর্ণমোচী

B) চিরহরিৎ

C) ম্যানগ্রোভ

D) কনিফার


Ans: A) পর্ণমোচী


9. করোলাস লিনিয়াস কত সালে দ্বিপদ নামকরণ প্রচলন করেন?


A) 1705

B) 1750

C) 1759

D) 1753


Ans: D) 1753


10. মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত প্রাণী?


A) কর্ডাটা

B) আম্ফিবিয়া

C) মোলাস্কা

D) পরিফেরা


Ans: A) কর্ডাটা


11. বৃহত্তম এককোষী শৈবালের নাম কী?


A) ক্ল্যামাইডোমোনাস

B) ভাউকেরিয়া

C) অ্যাসিটোবুলারিয়া

D) কোনোটিই নয়


Ans: C) অ্যাসিটোবুলারিয়া


12. কোনটি উদ্ভিদ ও প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের জীব?


A) ভাইরাস

B) ব্যাকটেরিয়া

C) প্রোটোজোয়া

D) অ্যামিবা


Ans: B) ব্যাকটেরিয়া


13. নিম্নোক্ত প্রাণীদের মধ্যে কোনটির দেহখন্ডক সর্বাপেক্ষা কম?


A) কৃমি

B) কেঁচো

C) চিংড়ি

D) আরশোলা


Ans: A) কৃমি


14. কোষের গঠন অনুযায়ী নিম্নোক্তদের মধ্যে কোনটি সবচেয়ে জটিল?


A) ব্যাকটেরিয়া

B) প্রোটোজোয়া

C) শৈবাল

D) ছত্রাক


Ans: D) ছত্রাক


15. নিচের কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়?


A) অকোশীয়

B) বাধ্যতামূলক পরজীবী

C) পোষক কোশে প্রজননক্ষম

D) প্রোক্যারিওটিক


Ans: D) প্রোক্যারিওটিক


16. দ্বিপদ নামকরণের ক্ষেত্রে গনের নাম সর্বদা কী হয়?


A) বিশেষণ

B) বিশেষ্য

C) সর্বনাম

D) অব্যয়


Ans: C) সর্বনাম


17. নিচের কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া?


A) ল্যাকটোব্যাসিলাস

B) ক্লসট্রিডিয়াম

C) ব্যাসিলাস

D) রাইজোবিয়াম


Ans: A) ল্যাকটোব্যাসিলাস


18. পৃথিবীর বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন কোন দেশে অবস্থিত?


A) ভারত

B) আমেরিকা

C) ইংল্যান্ড

D) জাপান


Ans: C) ইংল্যান্ড


19. Nostoc হল একপ্রকার-


A) নীলাভ সবুজ শৈবাল

B) সবুজ শৈবাল

C) লোহিত শৈবাল

D) বাদামী শৈবাল


Ans: A) নীলাভ সবুজ শৈবাল


20. 'ন্যাশনাল ব্যুরো অফ প্লান্ট জেনেটিক রিসোর্সেস' কোথায় অবস্থিত?


A) বেঙ্গালুরু

B) জম্মু

C)  দিল্লি

D) শিলং


Ans: C)  দিল্লি


21. হাইড্রার নেমাটোসিস্ট-এর মধ্যে কোন বিষাক্ত রাসায়নিক বস্তুটি পাওয়া যায়?


A) থ্রমবিন

B) হিমোজোয়িন

C) হিপনোটক্সিন

D) হেপারিন


Ans: C) হিপনোটক্সিন


22. সিলোম থাকে না-


A) পরিফেরা তে

B) সিলেনটেরাটা-য়

C) প্লাটিহেল মিন্থেস এ

D) উপরের সবকটিতেই


Ans: D) উপরের সবকটিতেই


23. ব্যক্তবীজী উদ্ভিদের ফল গঠিত হয় না কারন-


A) ডিম্বক থাকে না

B) গর্ভাশয় থাকে না

C) ডিম্বাণু থাকে না

D) কোনোটিই নয়


Ans: B) গর্ভাশয় থাকে না


24. কাদের দেহে সিউডোসিলোম দেখা যায়?


A) একাইনোডার্মাটা

B) মোলাস্কা

C) নিমাটোডা

D) অ্যানিলিডা


Ans: C) নিমাটোডা


25. যে ব্যতিক্রমী ক্ষমতার ওপর নির্ভর করে জীবকে জড় থেকে আলাদা করা যায়, তা হল-


A) বৃদ্ধি ও সঞ্চালন

B) সংবেদনশীলতা

C) জনন

D) ক্রিয়া প্রতিক্রিয়া ও অগ্রগতিমূলক অভিযোজন


Ans: C) জনন






More Important GK Link
উদ্ভিদ ও প্রাণী কোশের বিভিন্ন অংশের সংক্ষিপ্তসার Click Here


Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad