Bangla GK Questions And Answers Part 3 - Online GK in Bengali - Bangla GK Diary
Bangla GK Questions And Answers Part - 3 |
নমস্কার বন্ধুরা,
আজকের এই পাঠে আপনাদের সঙ্গে শেয়ার করছি Bangla GK Questions And Answers Part 3 - Online GK in Bengali - Bangla GK Diary
জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন, ভারতের ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভারতের ভূগোল, আন্তর্জাতিক ভূগোল, রাষ্ট্রনীতি ইত্যাদি বিভিন্ন বিষয় থেকে বহু প্রশ্ন প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, PSC, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে।
Bangla GK Diary তাই বিভিন্ন বিষয় থেকে বাংলা জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে এই সিরিজ পর্ব শুরু করেছে। প্রতিটি প্রশ্ন সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
Bangla GK Diary তাই বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে এই সিরিজ পর্ব শুরু করেছে। প্রতিটি প্রশ্ন সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
Bangla GK Questions And Answers Part 3
জীববিদ্যা
১| ব্যাকটেরিয়া কী ধরনের খাদ্য গ্রহণে সক্ষম?
- তরল খাদ্য।
২| পত্রজ মুকুল কোন উদ্ভিদে দেখা যায়?
- পাথরকুচি।
৩| প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের ফ্যাটের দৈনিক চাহিদা কত?
- ৫০ গ্রাম।
৪| ছানায় কোন ধরণের প্রোটিন পাওয়া যায়?
- সংযুক্ত প্রোটিন।
৫| মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়?
- হাইড্রোক্লোরিক অ্যাসিড।
পদার্থবিদ্যা
৬| অনিয়তাকার কঠিন পদার্থের উদাহরন দাও-
- কাচ, চক, পিচ ইত্যাদি।
৭| কোন ভারতীয় দার্শনিক পদার্থের ক্ষুদ্রতম কণার নামকরন করেন 'পরমাণু'?
- কণাদ।
৮| ফানুসের কার্যনীতি কোন নীতির উপর ভিত্তি করে-
- আর্কিমিডিসের নীতি।
৯| কোন শ্রেণীর লিভারে সর্বদা যান্ত্রিক সুবিধা পাওয়া যায়?
- দ্বিতীয় শ্রেণীর লিভারে।
১০| স্টোভের পাম্প কোন ধরণের পাম্পের উদাহরণ?
- বায়ু সংনমন পাম্প।
রসায়ন
১১| ভিজে কোবাল্ট ক্লোরাইড কাগজের রং কী?
- গোলাপি।
১২| জাহাজ ও অন্যান্য সমুদ্রযানের দৈনন্দিন কার্যকলাপে ব্যবহৃত 'ফ্যাদম' কিসের একক?
- জলের গভীরতা মাপার।
১৩| গ্যাসের চাপ নির্ণয় করার যন্ত্রের নাম কী?
- ম্যানোমিটার।
১৪| সোডা ওয়াটারে কোন গ্যাস ব্যবহৃত হয়?
- কার্বন-ডাই-অক্সাইড।
১৫| দুটি তরল মৌলের নাম করুন?
- পারদ ও ব্রোমিন।
ভারতের ইতিহাস
১৬| 'হিন্দু-পাদ-পাদশাহীর' আদর্শ কে ঘোষণা করেন?
- প্রথম বাজীরাও।
১৭| নানা ফড়নবীশ কে ছিলেন?
- মারাঠা নেতা ও ধুরন্ধর মন্ত্রী।
১৮| পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- বালাজী বিশ্বনাথ।
১৯| কোন বিখ্যাত সুফী সন্ত আলাউদ্দিন খলজির আনুকূল্য লাভ করেছিলেন?
- নিজামউদ্দিন আউলিয়া।
২০| সুলতান মাহমুদের বাবার নাম কী?
- সবুক্তগীন।
ভারতের স্বাধীনতা সংগ্রাম
২১| 'ইউনিভার্সিটি অ্যাক্ট' কোন ভাইসরয়ের আমলে চালু হয়?
- লর্ড কার্জন।
২২| ভারতে ইংরেজি শিক্ষা কার আমলে চালু হয়?
- লর্ড বেন্টিঙ্ক।
২৩| কত সালে সূর্য সেনের ফাঁসি হয়?
- ১৯৩৪।
২৪| 'নীল কমিশন' কত সালে গঠন করা হয়?
- ১৮৬০ সালে।
২৫| 'আলিগড় মুসলিম ইউনিভার্সিটি' কে প্রতিষ্ঠা করেন?
- সৈয়দ আহমেদ খান।
ভারতের ভূগোল
২৬| ওড়িষার দামোনজোড়ি কিজন্য বিখ্যাত?
- অ্যালুমিনিয়াম।
২৭| 'মান্নার উপসাগর' কোথায় অবস্থিত?
- তামিলনাড়ুর পূর্বে।
২৮| 'লুনি' নদীর উপনদী কী কী?
- সুকরী ও জাওয়াই।
২৯| কৃষ্ণরাজসাগর জলাধার ভারতের কোন রাজ্যে অবস্থিত?
- কর্ণাটক।
৩০| ভারতের কোন রাজ্যে খালের সাহায্যে সবচেয়ে বেশি সেচ করা হয়?
- উত্তর প্রদেশ।
আন্তর্জাতিক ভূগোল
৩১| বিশ্বের বৃহত্তম সমুদ্রগর্ভের তৈলখনি কোনটি?
- সাফানিয়া।
৩২| চীনের সর্বশ্রেষ্ঠ নগর কোনটি?
- সাংহাই।
৩৩| ভূটানের দীর্ঘতম নদীর নাম কী?
- মানস।
৩৪| পৃথিবীর ক্ষুদ্রতম দেশের নাম কী?
- ভ্যাটিক্যান সিটি।
৩৫| কোন দেশের নামের অর্থ 'পাথরের বাড়ি'?
- জিম্বাবোয়ে।
রাষ্ট্রনীতি
৩৬| 'ভারতীয় সুপ্রিম কোর্ট'এর ৪৮ তম প্রধান বিচারপতি কে হতে চলেছেন?
- নুথালাপতি ভেঙ্কট রামনা।
৩৭| ভারত সরকারের সব ধরনের চুক্তি কার নামে করা হয়?
- ভারতের রাষ্ট্রপতির নামে।
৩৮| ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক কে?
- মীরা সাহিব ফতিমা বিবি।
৩৯| কোন দেশে 'নাগরিক' শব্দটির উৎপত্তি হয়?
- গ্রীস।
৪০| 'সর্বভারতীয় কৃত্যক আইন' কত সালে পাশ হয়?
- ১৯৫১ সালে।
PDF Details:
Name: Bangla GK - 3
Size: 3.7 MB
Language: Bengali
Download Link: Click Here
More Mock Test |
Link |
---|---|
বাংলা জিকে পর্ব - ২ |
Please do not enter any spam link in the comment box.