Ads Area

Monthly Current Affairs in Bengali - August 2022 | Part 1 | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022

Monthly Current Affairs in Bengali - August 2022 | Part 1 | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022

Monthly Current Affairs in Bengali - August 2022 | Part 1
Monthly Current Affairs in Bengali - August 2022 | Part 1

নমস্কার বন্ধুরা,

এই পাঠে আমরা আপনাদের জন্য শেয়ার করলাম Monthly Current Affairs in Bengali - August 2022 | Part 1 যেখানে থাকছে ৪৬টি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022।


Monthly Current Affairs in Bengali - বিভিন্ন সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। GA বিভাগে বেশিরভাগ নম্বর পেতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই পেজে আমরা Monthly Current Affairs in Bengali - August 2022 | Part 1 | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022 এর কিছু গুরুত্বপূর্ণ Current Affairs শেয়ার করেছি।


Monthly Current Affairs, কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে প্রস্তুত নেওয়ার জন্য সর্বোত্তম উপায়। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখা সম্ভব নাও হতে পারে কিন্তু Monthly Current Affairs এর এক-লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2022 দ্বারা সর্বাধিক উপকার পাওয়া যেতে পারে। আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। বেশিরভাগ পরীক্ষায় এই বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022 বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। প্রত্যেক পরীক্ষায় Current Affairs এর গুরুত্ব কতটা তা আপনি নিজেই যাচাই করে বুঝতে পারবেন।






Monthly Current Affairs in Bengali - August 2022 | Part 1



১) ভারতের প্রথম রাজ্য হিসাবে, সম্প্রতি ডিজিটাল লোক আদালত চালু করল কারা?

উত্তরঃ- রাজস্থান।


২) "খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন"এর চেয়ারম্যান হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

উত্তরঃ- মনোজ কুমার।


৩) "সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া"র এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

উত্তরঃ- প্রমোদ রাও।


৪) "ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন"এর সদস্য হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

উত্তরঃ- অবসরপ্রাপ্ত সেনা অফিসার রাজ শুক্লা।


৫) সীমান্ত সমস্যা সমাধানের জন্য ভারতের কোন ২টি রাজ্য সম্প্রতি "নামসাই চুক্তি"তে সই করল?

উত্তরঃ- অসম ও অরুনাচল প্রদেশ।


৬) ভারতের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি এই প্রথমবার, নিজেদের নিকাশি শোধনাগারগুলিতে জল শোধন করার জন্য একটি এআই প্রযুক্তি তৈরি করল?

উত্তরঃ- দিল্লি জল বোর্ড।


৭) সম্প্রতি কোভিড টিকাকরণে মোট কত কোটির মাইলফলক পেরোলো ভারত?

উত্তরঃ- ২০০ কোটির।


৮) দেশের মধ্যে প্রথম ও একমাত্র রাজ্য হিসাবে, নিজস্ব ইন্টারনেট পরিষেবা দিয়ে দৃষ্টান্ত গড়ল কারা?

উত্তরঃ- কেরালা।


৯) কে সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে অতিরিক্ত দায়িত্ব নিলেন?

উত্তরঃ- মনিপুরের রাজ্যপাল লা গণেশন।


১০) নর্দমা ও সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের জন্য কেন্দ্রীয় সরকার কোন প্রকল্প চালু করতে চলেছে?

উত্তরঃ- নমস্তে প্রকল্প।


১১) কোন দেশের সরকার সম্প্রতি "অ্যাভিয়েশন প্যাসেঞ্জার চার্টার" চালু করল?

উত্তরঃ- ব্রিটিশ সরকার।


১২) ২০২২ সালে ৬৮ তম "জাতীয় চলচ্চিত্র পুরস্কার"এ "সেরা ফিচার চলচ্চিত্র"এর শিরোপা পেল কোন চলচ্চিত্র?

উত্তরঃ- তামিল ভাষার চলচ্চিত্র "সুরারাই পোত্রু"।


১৩) ভারতে, "অ্যাসোসিয়েশন অফ পোর্টস এন্ড হারবার্স"এর প্রতিনিধি হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

উত্তরঃ- এন্নারাসু করুনেসান।


১৪) "টাটা প্রজেক্টস লিমিটেড"এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

উত্তরঃ- বিনায়ক পাই।


১৫) ২০২২ সালে কে "গ্লোবাল এনার্জি পুরস্কার" পাচ্ছেন?

উত্তরঃ- "হিউস্টন বিশ্ববিদ্যালয়"এর ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক কৌশিক রাজশেখর।


১৬) ২০২৬ সালে কোন সংস্থা "নাসা"র "ন্যান্সি গ্রেস রোমান টেলিস্কোপ" চালু করবে?

উত্তরঃ- স্পেসএক্স।


১৭) সম্প্রতি প্রয়াত অনন্ত যশবন্ত খারে (৭৬ বছর) কোন ভাষার লেখক ছিলেন?

উত্তরঃ- মারাঠি।


১৮) কুয়েতের প্রধানমন্ত্রী হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

উত্তরঃ- শেখ মহম্মদ সাবাহ আল সালেম।


১৯) মারিও দ্রাঘি সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন?

উত্তরঃ- ইতালি।


২০) দুই দেশের শিক্ষার্থীদের শিক্ষাগত ডিগ্রীর পারস্পরিক স্বীকৃতি দেওয়ার জন্য সম্প্রতি কোন দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো ভারত?

উত্তরঃ- যুক্তরাজ্য।


২১) কেন্দ্রীয় সরকারের "স্মার্ট সিটি মিশন"এর অধীনে তহবিল ব্যবহারের ক্ষেত্রে ভারতের সব রাজ্যের মধ্যে শীর্ষস্থান পেল কোন রাজ্য?

উত্তরঃ- তামিলনাড়ু (কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রকাশিত, ৪,৩৩৩ কোটি টাকার মধ্যে ৩,৯৩২ কোটি টাকার বেশি খরচ করেছে তামিলনাড়ু)।


২২) ২০২১ সালে কোন সংস্থা "সর্দার প্যাটেল আউটস্ট্যান্ডিং আইসিএআর ইনস্টিটিউট পুরস্কার" (বড় ইনস্টিটিউট বিভাগে) পেল?

উত্তরঃ- ন্যাশনাল আকাদেমি অফ এগ্রিকালচারাল রিসার্চ ম্যানেজমেন্ট।


২৩) কে সম্প্রতি ৫ বছরের জন্য "ইন্সলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপ্টসি বোর্ড অফ ইন্ডিয়া"র পূর্ণ সময়ের সদস্য হিসাবে মনোনীত হলেন?

উত্তরঃ- জয়ন্তী প্রসাদ।


২৪) স্থানীয় তাঁতিদের ক্ষমতায়নের জন্য, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি "স্বনির্ভর নারি" প্রকল্প চালু করল?

উত্তরঃ- অসম।


২৫) সম্প্রতি প্রয়াত অজয় কুমার পারিদা (৫৮ বছর) কে ছিলেন?

উত্তরঃ- জীববিজ্ঞানী।


২৬) ২০২১ সালে কে কেরালার সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার "জেসি ড্যানিয়েল পুরস্কার" পেলেন?

উত্তরঃ- মালয়লম চলচ্চিত্র পরিচালক কে.পি.কুমারন।


২৭) "ওএনজিসি বিদেশ লিমিটেড"এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

উত্তরঃ- রাজর্ষি গুপ্তা।


২৮) প্রায় ৭ দশ অবপর চিতাদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে, ভারত সম্প্রতি কোন দেশের সঙ্গে সমঝতা চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তরঃ- নামিবিয়া।


২৯) ভারতের প্রথম যাত্রীবাহী ড্রোনের নাম কি?

উত্তরঃ- বরুণ।


৩০) ভারতের রাষ্ট্রপতি এখন কে?

উত্তরঃ- দ্রৌপদী মুর্মু।


৩১) ভারতের প্রথম "হর ঘর জল" প্রত্যয়িত জেলা কোনটি?

উত্তরঃ- মধ্যপ্রদেশের বুরহানপুর।


৩২) ভারতের কোন রাজ্য সম্প্রতি তার নতুন "কর্মসংস্থান নীতি" চালু করেছে?

উত্তরঃ- কর্ণাটক।


৩৩) কোন অভিনেতা সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহীর তরফ থেকে "গোল্ডেন ভিসা" পেলেন?

উত্তরঃ- কমল হাসান।


৩৪) সম্প্রতি দক্ষিণ ভারতের কোন রাজ্যে আফ্রিকান সোয়াইন ফিভার রিপোর্ট করা হয়েছে?

উত্তরঃ- কেরালা।


৩৫) ২০২২ সালের "হেনলে পাসপোর্ট ইনডেক্স"এ ভারতের স্থান কত?

উত্তরঃ- ৮৭।


৩৬) "ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ"এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

উত্তরঃ- আশীস কুমার চৌহান।


৩৭) হিমাচল প্রদেশের চিফ সেক্রেটারি হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

উত্তরঃ- আর.ডি.ধীমান।


৩৮) শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এখন কে?

উত্তরঃ- দীনেশ গুণবর্ধন।


৩৯) কে সম্প্রতি জব্বলপুর থেকে কলকাতা সরাসরি যাত্রীবাহী বিমান পরিষেবার উদ্বোধন করলেন?

উত্তরঃ- কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।


৪০) কে সম্প্রতি প্রথম বাংলাদেশি পর্বতারোহী হিসাবে, বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ "K2" তে (৮,৬১১ মিটার) সফল আরোহণ করে ইতিহাস গড়লেন?

উত্তরঃ- ওয়াজফিয়া নাজরিন।


৪১) কে সম্প্রতি ৭ ঘন্টায় ৭৫ বার "জনগণমন" গেয়ে "ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস"এ নিজের নাম তুললেন?

উত্তরঃ- তেলেঙ্গানার করিমনগর শহরের বাসিন্দা পান্ডুগা অর্চনা।


৪২) লর্ডসে "ন্যাটওয়েস্ট ট্রফি" জয়ের ২০ বছর উপলক্ষে, কাকে সম্প্রতি সংবর্ধিত করল ব্রিটিশ সংসদ?

উত্তরঃ- ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও "বিসিসিআই"এর প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।


৪৩) করোনার জন্য স্থগিত হয়ে যাওয়া ১৯ তম "এশিয়ান গেমস" আয়োজন করবে কোন দেশ?

উত্তরঃ- চিন (২০২৩ সালে ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে, ৮ অক্টোবর পর্যন্ত চলবে এই 'এশিয়ান গেমস')।


৪৪) সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণাকারী লেন্ডস সিমন্স কোন দেশের ক্রিকেটার?

উত্তরঃ- ওয়েস্ট ইন্ডিজ।


৪৫) ২০২৮ সালে "গ্রীষ্মকালীন অলিম্পিক" কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তরঃ- লস অ্যাঞ্জেলেসে।


৪৬) কোন ব্রিটিশ অলরাউন্ডার সম্প্রতি একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন?

উত্তরঃ- বেন স্টোকস।






Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad