Ads Area

Daily Current Affairs in Bengali - 11th April 2023

Daily Current Affairs in Bengali - 11th April 2023

Daily Current Affairs in Bengali - 11th April 2023
Daily Current Affairs in Bengali - 11th April 2023

বাংলা জিকে ডায়েরি 📘

Daily Current Affairs in Bengali - 11th April 2023 এ আপনি পাবেন 10টি Daily Current Affairs in Bengali MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


Daily Current Affairs in Bengali


Daily Current Affairs in Bengali বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali - প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।



Daily Current Affairs in Bengali MCQ - 11/04/2023


1. 2022 সালের বাঘশুমারি অনুযায়ী কোন রাজ্যে বাঘের সংখ্যা সর্বাধিক?





উত্তরঃ (A) মধ্যপ্রদেশ

 

2. ভারতের 25তম মহিলা গ্র্যান্ডমাস্টার হলেন কে?





উত্তরঃ (A) সবিতা শ্রী

 

3. কোন ভারতীয় আমেরিকান পরিসংখ্যানবিদ 2023 পরিসংখ্যানে আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হলেন?





উত্তরঃ (C) কালিয়ামপুদি রাধাকৃষ্ণ রাও

 

4. বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালিত হয়?





উত্তরঃ (B) 10 এপ্রিল

 

5. ভারতের প্রথম সমস্ত ধরনের বাড়ির জন্য Cool Roof Policy লঞ্চ করল কোন রাজ্য?





উত্তরঃ (D) তেলেঙ্গানা

 

6. নিম্নের কোন রুটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 13তম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন?





উত্তরঃ (D) চেন্নাই থেকে কোয়েম্বাটুর

 

7. India Justice Report 2022 অনুসারে সঠিক বিচার প্রদানের ক্ষেত্রে 18টি বড় রাজ্যের মধ্যে কোন রাজ্য শীর্ষে রয়েছে?





উত্তরঃ (B) কর্ণাটক

 

8. নিম্নের কোন ব্যাঙ্ক WhatsApp ব্যাঙ্কিং পরিষেবা চালু করল?





উত্তরঃ (D) ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক

 

9. National Rifle Association of India (NRAI) এর সভাপতি পদে কে নিযুক্ত হলেন?





উত্তরঃ (C) কালিকেশ নারায়ণ সিং ডিইও

 

10. Suzlan বোর্ডের CEO পদে কে নিযুক্ত হলেন?





উত্তরঃ (A) জে পি চালাসানি

 

11. কোন ভারতীয় আমেরিকান নাসার নবপ্রতিষ্ঠিত "Moon to Mars Program" এর প্রধান হিসেবে নিযুক্ত হলেন?





উত্তরঃ (D) অমিত ক্ষত্রিয়



Daily current affairs in bengali 2023


Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali 2023 পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad