WBSSC Group C 2025 – ভারতের গুরুত্বপূর্ণ শিল্পী | Art & Culture GK
ভারতীয় শিল্প ও সংস্কৃতির ইতিহাস গড়ে উঠেছে অসংখ্য মহান শিল্পীর সৃষ্টিশীল অবদানের মাধ্যমে। চিত্রকলা, ভাস্কর্য, সংগীত, নৃত্য, নাট্যকলা থেকে শুরু করে লোকশিল্প—প্রতিটি ক্ষেত্রেই ভারতের গুরুত্বপূর্ণ শিল্পীরা দেশীয় ও আন্তর্জাতিক স্তরে বিশেষ পরিচিতি লাভ করেছেন। এই ব্লগ পোস্টে ভারতের খ্যাতনামা চিত্রশিল্পী, সংগীতজ্ঞ, নৃত্যশিল্পী ও অন্যান্য শিল্পীদের নাম, শিল্পক্ষেত্র ও উল্লেখযোগ্য অবদান সংক্ষেপে তুলে ধরা হয়েছে। WBSSC, WBP, KP Constable সহ বিভিন্ন Competitive Exam–এর Art & Culture GK প্রস্তুতির জন্য এই তথ্যগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
WBSSC Group C 2025 পরীক্ষায় Art & Culture GK থেকে নিয়মিত প্রশ্ন আসে, বিশেষ করে ভারতের গুরুত্বপূর্ণ শিল্পী ও তাঁদের অবদান বিষয়টি অত্যন্ত কমন। সেই প্রস্তুতিকে আরও মজবুত করতেই এই ব্লগ পোস্টে ভারতীয় চিত্রশিল্পী, ভাস্কর, সংগীতজ্ঞ, নৃত্যশিল্পী ও অন্যান্য খ্যাতনামা শিল্পীদের নাম, ক্ষেত্র ও গুরুত্বপূর্ণ তথ্য সহজ ও পরীক্ষামুখী ভাষায় উপস্থাপন করা হয়েছে। এই বিষয়টি WBSSC Group C পরীক্ষার পাশাপাশি অন্যান্য Competitive Exam–এর প্রস্তুতির জন্যও অত্যন্ত উপযোগী। নিয়মিত রিভিশনের জন্য পোস্টটি অবশ্যই পড়ুন। 🎨📘
WBSSC Group C 2025 – ভারতের গুরুত্বপূর্ণ শিল্পী
প্রশ্ন: ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন?
উত্তর: সানাই।
প্রশ্ন: ওস্তাদ বিসমিল্লাহ খানের আসল নাম কী?
উত্তর: কমরউদ্দিন খান।
প্রশ্ন: পন্ডিত রবিশংকর কোন বাদ্যযন্ত্রের একজন বিশ্ববিখ্যাত বাদক ছিলেন?
উত্তর: সেতার।
প্রশ্ন: ওস্তাদ সাফাদ আহমেদ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
উত্তর: তবলা।
প্রশ্ন: পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্র বাজাতেন?
উত্তর: সন্তুর।
প্রশ্ন: নৃত্যশিল্পী যামিনী কৃষ্ণমূর্তি কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে জড়িত?
উত্তর: ভারতনাট্যম।
প্রশ্ন: মিনতি মিশ্র কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত ছিলেন?
উত্তর: ওড়িশি।
প্রশ্ন: পান্নালাল ঘোষ এবং হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত?
উত্তর: বাঁশি।
প্রশ্ন: ওস্তাদ বিন্দা খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন?
উত্তর: সারঙ্গী।
প্রশ্ন: 'সেন্ট অফ দ্য সন্তুর' (Saint of the Santoor) বা 'কিং অফ স্ট্রিংস' কাকে বলা হয়?
উত্তর: পন্ডিত ভজন সোপোরি।
প্রশ্ন: 'শাহেনশাহ-ই-গজল' বা গজলের সম্রাট কাকে বলা হয়?
উত্তর: মেহেদী হাসান।
প্রশ্ন: 'গজল কিং' নামে কে পরিচিত ছিলেন?
উত্তর: জগজিৎ সিং।
প্রশ্ন: পদ্মজা রেড্ডি কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে পরিচিত?
উত্তর: কুচিপুড়ি।
প্রশ্ন: প্রথম ভারতীয় সংগীত শিল্পী হিসেবে কে সর্বোচ্চ বেসামরিক সম্মান 'ভারতরত্ন' পান?
উত্তর: এম. এস. সুব্বুলক্ষ্মী।
প্রশ্ন: ওস্তাদ আল্লা রাখা কুরেশী কোন বাদ্যযন্ত্র বাজাতেন?
উত্তর: তবলা।
প্রশ্ন: বিখ্যাত বলিউড অভিনেত্রী হেমা মালিনী কোন শাস্ত্রীয় নৃত্যের একজন প্রশিক্ষিত নর্তকী?
উত্তর: ভারতনাট্যম।
প্রশ্ন: সীতারাদেবী কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য প্রখ্যাত ছিলেন?
উত্তর: কত্থক।
প্রশ্ন: সীতারাদেবীকে 'নৃত্য সম্রাজ্ঞী' উপাধি কে দিয়েছিলেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: ডক্টর জগদীশ সিং এবং পালাক্কার মানি আইয়ার কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত?
উত্তর: মৃদঙ্গম।
প্রশ্ন: মৃণালিনী সারাভাই কোন শাস্ত্রীয় নৃত্যের একজন বিখ্যাত শিল্পী ছিলেন?
উত্তর: ভারতনাট্যম।
প্রশ্ন: মান্না দে কোন ক্ষেত্রের একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন?
উত্তর: সংগীত।
প্রশ্ন: গুরু কেলুচরণ মহাপাত্র কোন শাস্ত্রীয় নৃত্যের প্রধান শিল্পী ছিলেন?
উত্তর: ওড়িশি।
প্রশ্ন: ভি. সত্যনারায়ণ শর্মা কোন নৃত্যের ক্ষেত্রে তার অবদানের জন্য পদ্মশ্রী পান?
উত্তর: কুচিপুড়ি।
প্রশ্ন: পদ্ম সুব্রহ্মণ্যম কোন নৃত্যশৈলীর একজন সুপরিচিত নৃত্যশিল্পী?
উত্তর: ভারতনাট্যম।
প্রশ্ন: পন্ডিত কিষাণ মহারাজ এবং জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত?
উত্তর: তবলা।
প্রশ্ন: ভারতের 'ঠুমড়ির রানী' (Queen of Thumri) নামে কে পরিচিত ছিলেন?
উত্তর: গিরিজা দেবী।
প্রশ্ন: পন্ডিত রামনারায়ণ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন?
উত্তর: সারেঙ্গী।
প্রশ্ন: গুরু বিপিন সিং কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য পরিচিত ছিলেন?
উত্তর: মণিপুরি।
প্রশ্ন: 'সরোদ সম্রাট' (Sarod Samrat) কাকে বলা হয়?
উত্তর: ওস্তাদ আমজাদ আলী খান।
প্রশ্ন: ডক্টর লক্ষ্মীনারায়ণ সুব্রামণিয়াম এবং টি. এন. কৃষ্ণান কোন বাদ্যযন্ত্র বাজাতেন?
উত্তর: বেহালা (Violin)।
প্রশ্ন: ভারতীয় সংগীতে শুদ্ধ ও বিকৃত মিলিয়ে মোট কতগুলো স্বর আছে?
উত্তর: ১২টি।
প্রশ্ন: কোন তারযুক্ত যন্ত্রে সবচেয়ে বেশি সংখ্যক তার থাকে?
উত্তর: সেতার।
প্রশ্ন: বিখ্যাত ডিস্কো ডান্সার ও সংগীতজ্ঞ বাপ্পি লাহিড়ীর জন্মস্থান কোথায়?
উত্তর: জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ।
প্রশ্ন: রুক্মিণী দেবী অরুন্ডেল কোন শাস্ত্রীয় নৃত্যের বিশিষ্ট শিল্পী ছিলেন?
উত্তর: ভারতনাট্যম।
প্রশ্ন: পন্ডিত রবিশংকর কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন?
উত্তর: ১৯৯৯ সালে।
প্রশ্ন: গোপাল প্রসাদ দুবে কোন নৃত্যের সাথে সম্পর্কিত?
উত্তর: ছৌ নাচ।
প্রশ্ন: বিশ্বখ্যাত গায়িকা সাকিরা কোন ক্ষেত্রের সাথে যুক্ত?
উত্তর: পপ সংগীত।
আরও পড়ুনঃ
✅ WBSSC Group C & D 2025 Sports Static GK
✅ WBSSC Group C 2025 GK: ভারতের শাস্ত্রীয় ও লোকনৃত্য


Please do not enter any spam link in the comment box.