GK Questions in Bengali - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || Part 52
GK Questions in Bengali - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || Part 52 |
বাংলা জিকে ডায়েরি 📘
GK Questions in Bengali এর এই পর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে 30টি গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
GK Questions in Bengali পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব GK Questions in Bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
১। হুড্রু জলপ্রপাত কোন নদীর গতিপথে রয়েছে?
➥ সুবর্ণরেখা।
২। ভারতবর্ষে মোট হটস্পটের সংখ্যা কত?
➥ ভারতে 4 টি জীববৈচিত্র্য হটস্পট আছে (হিমালয়, পশ্চিম ঘাট, ইন্দো-বার্মা অঞ্চল এবং সান্ডাল্যান্ড)।
৩। ভারতের কমিউনিস্ট পার্টি-মার্কসবাদী (CPI-M) কোন সালে প্রতিষ্ঠিত হয়?
➥ 1964 সালে।
৪। ভেম্বনাদ কোথায় অবস্থিত?
➥ কেরালা।
৫। 1 Pascal = কত dyne/centimeter²?
➥ 10।
৬। বালি কোন রাসায়নিক উপাদান দ্বারা গঠিত?
➥ সিলিকন ডাই অক্সাইড।
৭। লুয়ানচারি পোশাক কোথাকার ঐতিহ্যবাহী পোষাক?
➥ হিমাচল প্রদেশ।
৮। গন্ধমার্দন পাহাড় (বায়োডাইভারসিটি হেরিটেজ সাইট) কোথায় অবস্থিত?
➥ ওড়িশা।
৯। সমান নিউট্রন সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রমাঙ্কের পরমাণুকে কি বলা হয়?
➥ আইসোটোন।
১০। South Asian Association for Regional Cooperation (SAARC) প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?
➥ 1985।
১১। কোন অ্যাসিডের নাম মিউরিয়েটিক অ্যাসিড?
➥ হাইড্রোক্লোরিক অ্যাসিড।
১২। পারমাণবিক বোমায় কোন ধরনের বিক্রিয়া ঘটে?
➥ অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন।
১৩। ইয়েরলা, ওয়ার্না ও ডিন্ডি কোন নদীর উপনদী?
➥ কৃষ্ণা।
১৪। খুব শুকনো এবং ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে যে প্রোটিন থাকে তাকে কি বলে?
➥ অ্যান্টিফ্রিজ।
১৫। বিশ্ব বাণিজ্য সংস্থা কবে স্থাপিত হয়েছিল?
➥ 1995 সালে।
১৬। নমসুং উৎসব কোন রাজ্যে পালিত হয়?
➥ সিকিম।
১৭। সাতপুরা ও বিন্ধ্য পর্বতমালার মধ্যবর্তী নিম্নভূমি দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে?
➥ নর্মদা।
১৮। হ্রদ নিয়ে পড়াশোনাকে কি বলা হয়?
➥ লিমনোলজি।
১৯। 'সবরীমালা ভারতের কোন রাজ্যে অবস্থিত?
➥ কেরালা।
২০। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানো প্রথম মহিলা লোক পাইলট হলেন কে??
➥ সুরেখা যাদব।
২১। ভারতের প্রথম অর্গানিক রাজ্যের নাম কি?
➥ সিকিম।
২২। ভরতপুর ন্যাশনাল পার্ক এর নতুন নাম কি?
➥ কেওলাদেও ন্যাশনাল পার্ক।
২৩। পুলিকালি কোন রাজ্যের লোকনৃত্য?
➥ কেরালা।
২৪। AC থেকে DC-তে রূপান্তর করে কোন যন্ত্র?
➥ রেকটিফায়ার।
২৫। Crossroads of the Pacific কাকে বলা হয়?
➥ ফিজি।
২৬। ইথানলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?
➥ সোডিয়াম ইথোক্সাইড ও হাইড্রোজেন।
২৭। সিঙ্গারেনি কোন রাজ্যের কয়লা খনি?
➥ তেলেঙ্গানা।
২৮। সবরমতী নদীর উৎস কি?
➥ আরাবল্লী পর্বত।
২৯। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোন রাজ্যে অবস্থিত?
➥ তেলেঙ্গানা।
৩০। কোন ক্ষেত্রে জনসাধারণের উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়?
➥ চলচ্চিত্র।
Please do not enter any spam link in the comment box.