Daily Current Affairs in Bengali - 8th April 2023 - Bengali Current Affairs
![]() |
Daily Current Affairs in Bengali - 8th April 2023 - Bengali Current Affairs |
বাংলা জিকে ডায়েরি 📘
Daily Current Affairs in Bengali - 8th April 2023 - Bengali Current Affairs এ আপনি পাবেন 10টি Daily Current Affairs in Bengali MCQs প্রশ্ন উত্তর।
Daily Current Affairs in Bengali - 8th April 2023 - Bengali Current Affairs পেজে 2023 সালের যেকোন রাজ্য ও কেন্দ্রের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য, Daily Current Affairs in Bengali 2023 -এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি শেয়ার করলাম। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষায় বেশিরভাগ জিএ বিভাগের প্রশ্নগুলি প্রধানত কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।
Daily Current Affairs in Bengali - 8th April 2023
1. কোন রাজ্যের সুন্দরজা আম ও গজক (এক ধরনের মিষ্টি) জিআই ট্যাগ পেল?
2. Airports Council International (ACI) তথ্য অনুযায়ী 2022 সালে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের তকমা পেল কোনটি?
3. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?
4. কোন দেশ Taifa-1 নামে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে?
5. ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের কোন রাজ্যের মন্দিরে ভগবান হনুমানের একটি 54 ফুট উচ্চ মূর্তি উন্মোচন করলেন?
6. 2026 সালের মধ্যে কোন দেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সৌর প্রস্তুতকারক হয়ে উঠবে?
7. 2023 Fifa ranking এ কোন দেশ প্রথম স্থানে আছে?
8. ভারতের কোন প্রাক্তন ক্রিকেটারকে MCC এর সম্মানসূচক আজীবন সদস্য পদ প্রদান করা হলো?
9. ভারত ও কোন দেশের বিমানবাহিনীর মধ্যে Cope India নামে ফাইটার প্রশিক্ষণ অনুষ্ঠিত হতে চলেছে?
10. সম্প্রতি প্রয়াত জগরনাথ মাহাতো কোন রাজ্যের স্কুল শিক্ষা ও স্বাক্ষরতা মন্ত্রী পদে নিযুক্ত ছিলেন?
Please do not enter any spam link in the comment box.