History GK in Bengali - Part 9 - ইতিহাস জিকে প্রশ্ন উত্তর
Bangla GK DiaryApril 14, 2023
0
History GK in Bengali - Part 9 - ইতিহাস জিকে প্রশ্ন উত্তর
History GK in Bengali - Part 9
বাংলা জিকে ডায়েরি 📘
History GK in Bengali - Part 9 পেজে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস জিকে প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে।
History GK in Bengali প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন - WBCS, RRB, BANK, PSC, SSC, MTS, CGL, CHSL, POLICE ইত্যাদিতে আসতে দেখা যায়। History GK in Bengali এর প্রতিটি পর্ব বাছাই করা ইতিহাস জিকে প্রশ্ন উত্তর নিয়ে বানানো হয়েছে। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় History GK Question Answer একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
History GK in Bengali - Part 9 এ তাই Competitive Exams বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য Indian History থেকে MCQs আকারে গুরুত্বপূর্ণ ১৫টি ইতিহাস জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হল। প্রশ্নগুলি একবার ভালো করে দেখে নিন।
History GK in Bengali - Part 9
1. নিম্নের মধ্যে কে ভারতের জাতীয় কংগ্রেসে তিনবার নির্বাচিত সভাপতি হয়েছিলেন?
উত্তরঃ (B) দাদাভাই নওরোজি
2. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উত্তরঃ (A) লর্ড কর্নওয়ালিস
3. ভারতে কোথায় প্রথম TISCO লৌহ ও ইস্পাত শিল্প গড়ে উঠেছিল?
উত্তরঃ (C) জামশেদপুর
4. কে খালসা প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তরঃ (A) গুরু গোবিন্দ সিং
5. ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার 'বন্দেমাতরম' গাওয়া হয়?
উত্তরঃ (D) 1896 অধিবেশনে
6. 1920 সালে ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তরঃ (B) লালা লাজপত রায়
7. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল?
উত্তরঃ (A) বোম্বাই
8. কে 'মিয়া কী মল্লার' রাগ সৃষ্টি করেছিলেন?
উত্তরঃ (A) তানসেন
9. 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন'এর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ (D) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
10. ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
উত্তরঃ (C) দ্বিতীয় বাহাদুর শাহ
11. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল কোন বছরে?
উত্তরঃ (C) 1919
12. সুলতানি আমলে 'ইকতা' বলতে কী বোঝাত?
উত্তরঃ (C) বিশেষ অঞ্চলের ভূমিরাজস্ব অনুদান
13. ইবনবতুতা কোথা থেকে এসেছিলেন?
উত্তরঃ (A) মরক্কো
14. লোদী বংশ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তরঃ (C) বহলুল লোদী
15. কোন খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়?
Please do not enter any spam link in the comment box.