13th June 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
13th June 2023 - Daily Current Affairs in Bengali |
বাংলা জিকে ডায়েরি 📘
13th June 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 10টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Knowledge Account থেকে।
13th June 2023 - Daily Current Affairs in Bengali
1. 2023 ফরাসি ওপেন টুর্নামেন্ট এ পুরুষ একক বিভাগে কে জয়লাভ করলো?
উত্তরঃ নোভাক জোকোভিচ
2. 2023 ফরাসি ওপেন টুর্নামেন্ট এ মহিলা একক বিভাগে কে জয়লাভ করলো?
উত্তরঃ ইগা সুইটেক
3. 2023 Women's Junior Asia Hockey Cup কোন দেশ জয়লাভ করলো?
উত্তরঃ ভারত
4. ভারত সরকার কোন রাজ্যের উদ্যান চাষের প্রচারের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (ADB) এর সাথে 130 মিলিয়ন ডলার ঋণ চুক্তি স্বাক্ষর করলো?
উত্তরঃ হিমাচল প্রদেশ
5. UIDAI এর CEO পদে কে নিযুক্ত হলেন?
উত্তরঃ অমিত আগরওয়াল
6. National Testing Agency এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন?
উত্তরঃ সুবোধ কুমার সিং
7. শিশু শ্রমের বিরুদ্ধে বিশ্ব দিবস কবে পালিত হয়?
উত্তরঃ 12 জুন
8. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী Water Resources Action Plan 2023-25 চালু করলো?
উত্তরঃ হরিয়ানা
9. ন্যাশনাল টেকনিক্যাল টেক্সটাইল মিশনের (NTTM) 6তম মিশন স্টিয়ারিং গ্রুপের সভাটি নতুন দিল্লিতে কার সভাপতিত্বে অনুষ্ঠিত হলো?
উত্তরঃ পীযূষ গোয়েল
10. ইউরোপের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাব কোনটি?
উত্তরঃ Manchester City
Daily Current Affairs in Bengali
Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।
Please do not enter any spam link in the comment box.