WBP GK in Bengali Set 14 - West Bengal Police Constable GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন ও উত্তর
![]() |
WBP GK in Bengali Set 14 - West Bengal Police Constable GK in Bengali |
বাংলা জিকে ডায়েরি 📘
নমস্কার বন্ধুরা,
এই পেজে আপনাদের সাথে শেয়ার করলাম WBP GK in Bengali Set 14 - West Bengal Police Constable GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন ও উত্তর।
এই পর্বে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম। এই পর্বে 25টি প্রশ্ন দেওয়া হয়েছে। এইধরনের প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায় আগে অনেক বার দেখা গেছে।
আমাদের এই পর্বগুলি West Bengal Police Constable GK in Bengali প্রস্তুতিতে আপনাদের খুবই সাহায্য করবে।
West Bengal Police Constable GK in Bengali
১। অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি?
A) এম কে স্টালিন
B) নবীন পট্টনায়েক
C) হেমন্ত সরেন
D) পেমা খান্ডু
উত্তরঃ D) পেমা খান্ডু
২। ইউরিয়া মানুষের শরীরের কোথায় উৎপন্ন হয়?
A) লিভার
B) কিডনি
C) হিমোগ্লোবিন
D) ইউরিনারি ব্লাডার
উত্তরঃ A) লিভার
৩। পক্ষী ও সরীসৃপের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি?
A) অরিকিওপটেরিক্স
B) পেরিপেটাস
C) প্লাটিপাস
D) অক্টোপাস
উত্তরঃ A) অরিকিওপটেরিক্স
৪। সবথেকে পুরনো পারমাণবিক কেন্দ্র কোনটি?
A) কোটা
B) নারোরা
C) তারাপুর
D) কোনোটিই নয়
উত্তরঃ C) তারাপুর
৫। আশ্বিনের ঝড় নিম্নের কোন সময় কালে দেখা যায়?
A) এপ্রিল-মে মাসে
B) মে-জুন মাসে
C) অক্টোবর-নভেম্বর মাসে
D) ডিসেম্বর-জানুয়ারি মাসে
উত্তরঃ C) অক্টোবর-নভেম্বর মাসে
৬। 2022-23 UEFA Champions League কে জয়লাভ করলো?
A) Liverpool
B) Bercelona
C) Real Madrid
D) Manchester City
উত্তরঃ D) Manchester City
৭। ভারতের আদ্রতম রাজ্য নিম্নের কোনটি?
A) মেঘালয়
B) কাশ্মীর
C) রাজস্থান
D) অরুণাচল প্রদেশ
উত্তরঃ A) মেঘালয়
৮। শুরিয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
A) ফরিদ খাঁ শুর
B) সেকেন্দার শুর
C) জালাল খান
D) আদিল শাহ
উত্তরঃ A) ফরিদ খাঁ শুর
৯। বাবর কত সালে গোয়ালিয়রের চান্দেরি দুর্গ দখল করেন?
A) 1528
B) 1529
C) 1527
D) 1526
উত্তরঃ A) 1528
১০। মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি?
A) হেমন্ত সরেন
B) দেবেন্দ্র ফরনবিশ
C) উদ্ভব ঠাকরে
D) একনাথ শিন্ডে
উত্তরঃ D) একনাথ শিন্ডে
১১। ভারতীয় সংবিধানের কোন ধারা দুটিতে রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিষয়টি আলোচিত হয়েছে?
A) 54 ও 55 ধারা
B) 56 ও 57 ধারা
C) 57 ও 58 ধারা
D) 59 ও 60 ধারা
উত্তরঃ A) 54 ও 55 ধারা
১২। সম্রাট অশোক কোন লেখতে প্রথম 'ধম্ম' শব্দটি ব্যবহার করেছেন?
A) গিরনার লেখ
B) ভাবরু লেখ
C) প্রথম প্রধান লেখ
D) মাসকি লেখ
উত্তরঃ D) মাসকি লেখ
১৩। 'Fire Ice' কি?
A) মিথেন
B) মিথেন হাইড্রেট
C) মিথানল
D) কার্বন ডাই অক্সাইড
উত্তরঃ B) মিথেন হাইড্রেট
১৪। নাইরোবি কোন দেশের রাজধানী?
A) মরিশাস
B) ইকুয়েডর
C) কেনিয়া
D) সুইডেন
উত্তরঃ C) কেনিয়া
১৫। ভারতবর্ষের প্রথম সবাক চিত্রের নাম কি?
A) মাদার ইন্ডিয়া
B) আলম আরা
C) সদগতি
D) রাজা হরিশচন্দ্র
উত্তরঃ B) আলম আরা
১৬। সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
A) রাষ্ট্রপতি
B) উপরাষ্ট্রপতি
C) লোকসভার সেক্রেটারি
D) লোকসভার অধ্যক্ষ
উত্তরঃ D) লোকসভার অধ্যক্ষ
১৭। শিল্প ভারতীয় অর্থনীতির কোন ক্ষেত্রে পড়ে?
A) প্রাথমিক ক্ষেত্র
B) গৌণ ক্ষেত্র
C) তৃতীয় ক্ষেত্র
D) কোনোটিই নয়
উত্তরঃ B) গৌণ ক্ষেত্র
১৮। 21 ফেব্রুয়ারি কোন দিবস পালন করা হয়?
A) স্বাস্থ্য দিবস
B) হেপাটাইটিস দিবস
C) মাতৃভাষা দিবস
D) জনসংখ্যা দিবস
উত্তরঃ C) মাতৃভাষা দিবস
১৯। নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না?
A) পদার্থবিদ্যা
B) গণিত
C) রসায়ন
D) শান্তি
উত্তরঃ B) গণিত
২০। নিম্নের কোন রাজ্যটির ভুটানের সঙ্গে কোনো সীমানা নেই?
A) সিকিম
B) পশ্চিমবঙ্গ
C) অরুণাচল প্রদেশ
D) মেঘালয়
উত্তরঃ D) মেঘালয়
২১। হুমায়ুনের জীবনী কোন ভাষায় লেখা হয়েছিল?
A) আরবি
B) তুর্কি
C) ফারসি
D) উর্দু
উত্তরঃ C) ফারসি
২২। প্রোটিন খাদ্যের তাপন মূল্য কত?
A) 4:1
B) 5:2
C) 6:4
D) 9:3
উত্তরঃ A) 4:1
২৩। সূর্যালোকের উপস্থিতিতে মানুষের শরীরে কোন ভিটামিন তৈরি হয়?
A) D
B) C
C) K
D) A
উত্তরঃ A) D
২৪। ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য সম্পন্ন-
A) লৌহ কণায় সমৃদ্ধ
B) হিউমাস এ সমৃদ্ধ
C) ব্যাসল্ট লাভা সমৃদ্ধ
D) ইউরেনিয়াম সমৃদ্ধ
উত্তরঃ A) লৌহ কণায় সমৃদ্ধ
২৫। শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় নিম্নের কোন ক্ষেত্রে?
A) সাহিত্য ক্ষত্রে বিশেষ ব্যক্তিত্ব কে
B) আন্তর্জাতিক শান্তি ও সুসম্পর্কের জন্য
C) বিজ্ঞানের বিশেষ অবদানের জন্য
D) ক্রীড়া ক্ষেত্রে বিশেষ ব্যক্তিত্ব কে
উত্তরঃ C) বিজ্ঞানের বিশেষ অবদানের জন্য
Read More...
➜ SSC MTS GK Questions in Bengali
Please do not enter any spam link in the comment box.