Daily Current Affairs in Bengali - 18th November 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১
![]() |
Daily Current Affairs in Bengali - 18th November |
Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে থাকছে 18th November 2021 এর 10টি গুরুত্বপূর্ণ Current Affairs এর প্রশ্ন-উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনও Banking, SSC, UPSC, Railways এবং যে কোনও সরকারি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিভাগ। আগামী সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সকল আগ্রহী ছাত্র-ছাত্রীদের অবশ্যই এই বিভাগটি ভালভাবে প্রস্তুত হতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলি বাংলা জিকে ডায়েরি থেকে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে যেমন WBCS, SSC, PSC, BANK, SBI Clerk, SBI PO, IBPS PO Clerk, RBI, Railway-RRB, TET, Miscellaneous ইত্যাদি।
18th November 2021, Daily Current Affairs in Bengali, কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১, Today Current Affairs Bangla, Current Affairs 2021 in Bengali, Bangla GK Diary Current Affairs, Bangla GK Diary Current Affairs 2021
Daily Current Affairs in Bengali - 18th November 2021::
1. আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ 2024 সালে কোথায় অনুষ্ঠিত হবে?
2. ভারতের কোথায় প্রথম ফুড মিউজিয়াম স্থাপন করা হলো?
3. SITMEX - 21 নামে ত্রিপাক্ষিক সামুদ্রিক মহড়া কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হলো?
4. ভারত আন্টার্কটিকায় কত তম বৈজ্ঞানিক অভিযান শুরু করেছে?
5. কোন রাজ্যের শিক্ষা দপ্তর "Gold SKOCH Award" জিতলো?
6. মায়ানমারে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হলেন?
7. "The Disruptor: How Viswanath Pratap Singh Shook India" বইটির লেখক কে?
8. ভারতের কোথায় প্রথম ঘাস সংরক্ষক এর উদ্বোধন করা হলো?
9. কোন ভারতীয় শহর IQAir বায়ুর গুণমান এবং দূষণ শহরের স্থান 2021-এ শীর্ষে রয়েছে?
10. কোন দেশ বিশ্বের প্রথম non-profit city তৈরি করেছে?
Please do not enter any spam link in the comment box.