Ads Area

Daily Current Affairs in Bengali - 19th November 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

Daily Current Affairs in Bengali - 19th November 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

Daily Current Affairs in Bengali - 19th November 2021
Daily Current Affairs in Bengali - 19th November 2021

Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে থাকছে 19th November 2021 এর 10টি গুরুত্বপূর্ণ Current Affairs এর প্রশ্ন-উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনও Banking, SSC, UPSC, Railways এবং যে কোনও সরকারি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিভাগ। আগামী সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সকল আগ্রহী ছাত্র-ছাত্রীদের অবশ্যই এই বিভাগটি ভালভাবে প্রস্তুত হতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলি বাংলা জিকে ডায়েরি থেকে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে যেমন WBCS, SSC, PSC, BANK, SBI Clerk, SBI PO, IBPS PO Clerk, RBI, Railway-RRB, TET, Miscellaneous ইত্যাদি।


19th November 2021, Daily Current Affairs in Bengali, কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১, Today Current Affairs Bangla, Current Affairs 2021 in Bengali, Bangla GK Diary Current Affairs, Bangla GK Diary Current Affairs 2021




Daily Current Affairs in Bengali - 19th November 2021::


1. কোন বলিউড অভিনেতা মহারাষ্ট্র রাজ্যের কোভিড ভ্যাকসিনেশনের অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন?





উত্তরঃ C) সালমান খান

 

2. United Nation World Tourism Organization দ্বারা সেরা পর্যটন গ্রাম নির্বাচিত হলো পোচামপাল্লি, এটি কোন রাজ্যে অবস্থিত?





উত্তরঃ C) তেলেঙ্গানা

 

3. কেন্দ্রীয় সরকার কোথায় নতুন রাজ্য সৈনিক বোর্ডের অনুমোদন দিল?





উত্তরঃ A) লাদাখ

 

4. উত্তরপ্রদেশের কোথায় তিনদিন ব্যাপী Rastra Raksha samparpan parv অনুষ্ঠিত হতে চলেছে?





উত্তরঃ C) ঝাঁসি

 

5. কোন রাজ্য সরকার 1 জানুয়ারি দিনটিকে ছাত্র দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করল?





উত্তরঃ B) পশ্চিমবঙ্গ

 

6. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে Ration Aapke Gram scheme ও sickle cell mission এর উদ্বোধন করলেন?





উত্তরঃ C) মধ্যপ্রদেশ

 

7. "ICC men's cricket committee এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?





উত্তরঃ A) সৌরভ গাঙ্গুলি

 

8. ন্যাশনাল ন্যাচারোপ্যাথি ডে কবে পালিত হয়?





উত্তরঃ A) 18 নভেম্বর

 

9. কোন ব্যাঙ্ক "Mooh Band Rakho" ক্যাম্পেইনের 2য় সংস্করণ চালু করলো?





উত্তরঃ B) HDFC Bank

 

10. বিশ্বের ধনী রাষ্ট্রের তালিকায় প্রথম স্থান অধিকার করল কোন দেশ?





উত্তরঃ A) চীন





More Current Affairs

Link

19th November | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad