GK Mock Test in Bengali Part - 75 | বাংলা জিকে মকটেস্ট পর্ব - ৭৫ || Bangla GK Diary - Mock Test in Bengali
![]() |
Online GK Mock Test in Bengali Part 75 |
GK Mock Test in Bengali সিরিজগুলি গুরুত্বপূর্ণ ১৫টি বাংলা জিকে কুইজ প্রশ্ন নিয়ে Competitive Exam প্রস্তুতির সুবিধার্থে বানানো হয়েছে।
Online GK Mock Test in Bengali হল প্রকৃত পরীক্ষার মতো একটি পরীক্ষা যেখানে জেনারেল নলেজ প্রশ্নগুলি প্রকৃত পরীক্ষার মতো একই ফর্ম্যাটে রাখা হয়েছে এবং আপনাকে একটি নির্দিষ্ট সময়সীমাতে প্রশ্নগুলি সমাধান করতে হবে। GK Mock Test গুলি সমাধান করা আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি সম্পর্কে সঠিক ধারণা দেয়।
সংক্ষেপে GK Mock Test in Bengali পর্বগুলি প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির একটি সম্পূর্ণ প্রতিলিপি এবং এইধরনের GK Mock Test পর্বগুলির মধ্য দিয়ে আপনাকে বাংলা জেনারেল নলেজ সম্পর্কে নিজের বুদ্ধিমত্তা বৃদ্ধি এবং আপনার দুর্বলতা কাটিয়ে উঠতে সহায়তা করবে।
জিকে মকটেস্ট গুলি প্রকৃত পরীক্ষার মতোই Quiz questions in bengali অথবা Gk quiz bengali প্রশ্ন উত্তর বাংলা মডেল পরীক্ষা যা প্রকৃত পরীক্ষার ধরণ অনুসরণ করে এবং নির্দিষ্ট সময় দ্বারা সিমাবদ্ধ।
চাকরির পরীক্ষায় Mock Test এর গুরুত্বের কথা মাথায় রেখে GK Mock Test in Bengali পর্বগুলি আমরা নিয়ে আসব প্রতিনিয়ত।
আজকের মকটেস্টের প্রশ্নগুলি-
❑ প্রথম কোন ব্যক্তি দুটি ভিন্ন বিষয়ের (বিজ্ঞান ও শান্তি) ওপর নোবেল পুরস্কার লাভ করেছিলেন?
❑ ভারতের জাতীয় সরীসৃপ কোনটি?
❑ নিচের কোন জোড়াটি ভুল?
❑ "Welfare State" - এর চিন্তা ভারতীয় সংবিধানে সযত্নে রাখা হয় কোথায়?
❑ নিচের কোন রাজার উপাধি "সোনিয়া" ছিল?
❑ "নানা ঘাট" শিলালিপি থেকে কার সম্পর্কে জানা যায়?
❑ "শিয়াল কোট" কার রাজধানী ছিল?
❑ "Ceartake Ruler" বলে পরিচিত ছিলেন কোন শাসক?
❑ জালাল উদ্দিন মঙ্গবরণি কে ছিলেন?
❑ "বাগদাদের খলিফা"র কার কাছ থেকে সুলতান-ই-আজম উপাধি পান কোন সুলতান?
❑ "খামস" কি?
❑ কার রাজ্যসভায় "অষ্ট দিগগজ" নামে আটজন সুধী ব্যক্তি দ্বারা অলংকৃত ছিল?
❑ ভাস্কো-দা-গামা যখন কালিকট বন্দরে আসেন, তখন সেখানকার রাজা কে ছিলেন?
❑ শেরশাহের শাসন ব্যবস্থায় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার ছিলেন?
❑ শাহজাহানের নির্দেশে কে বদলা থেকে পর্তুগীজদের উৎখাত করেন?
Mock Test এ অংশ নিতে নীচে - Start The Quiz লেখাতে ক্লিক করুন।
Read More...
▶ GK Mock Test in Bengali All Part
GK Mock Test in Bengali Part 75
🧿 বিষয় - জিকে
🧿 প্রশ্ন সংখ্যা - ১৫
🧿 পূর্ণমান -১৫
🧿 সময় - ২০ সেকেন্ড/প্রশ্ন
প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য সময় থাকছে ২০ সেকেন্ড।
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
More Mock Test |
Link |
---|---|
GK Mock Test in Bengali Part 74 |
Please do not enter any spam link in the comment box.