Ads Area

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 - General Knowledge in Bengali 2022 Part - 5

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 - General Knowledge in Bengali 2022 Part - 5

General Knowledge in Bengali 2022 Part - 5
General Knowledge in Bengali 2022 Part - 5

নমস্কার বন্ধুরা,

এই পেজে আপনাদের সঙ্গে শেয়ার করছি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 যেখানে সাধারণ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রনীতি ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন থাকছে।


GK Questions Answers in Bengali প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে। আজকের পাঠের জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 - General Knowledge in Bengali 2022 Part - 5 তে থাকছে 34টি General Knowledge এর প্রশ্ন ও উত্তর।


এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব Gk questions with answers in bengali 2022 যেখানে আমরা বিভিন্ন Gk questions in bengali নিয়ে আলোচনা করব। জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 সমস্ত রকম পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করবে। General knowledge questions প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তাই Bangla question answer দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।


Bangla GK Diary is best government exam preparation website in bengali language.

Prepare for the following subjects with us - Current Affairs, Mock Test, Subjective GK (History, Geography, Science, Polity) and Latest Notification.







জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022


১। জীবন কোশে কোন যৌগের মধ্যে শক্তি জমা থাকে?

☞ অ্যাডিনোসিন ট্রাই ফসফেট।


২। বয়েলের পরীক্ষার জন্য প্রয়োজনীয় বায়ু-পাম্প কে তৈরি করেন?

☞ রবার্ট হুক।


৩। কোন যন্ত্রের সাহায্যে কোনো পাত্রে আবদ্ধ বায়ুর চাপ মাপা হয়?

☞ ম্যানোমিটার।


৪। মোলার আয়তনের মান কিসের উপর নির্ভরশীল?

☞ গ্যাসের চাপ ও উষ্ণতার উপর।


৫। পিভিসি পলিমারের মনোমার কি?

☞ ভিনাইল ক্লোরাইড।


৬। বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক?

☞ যক্ষা।


৭। 'ভিসন ২০২০' কার লেখা?

☞ ড. আবুল পাকির জয়নুলাব্দিন আব্দুল কালাম।


৮। 'বোসন কণা' কোন বিজ্ঞানী সঙ্গে জড়িত?

☞ সত্যেন্দ্রনাথ বোস।


৯। ভারতে জীবাশ্মবিদ্যার জনক কাকে বলে?

☞ বীরবল সাহনি।


১০। কোন 'ই-মেইল' ঠিকানা আসলে কি?

☞ আলফা নিউমেরিক ডাটা।


১১। মৌর্য বংশের শেষ রাজা কে?

☞ বৃহদ্রথ।


১২। তাজ-উল-মাসির কে রচনা করেন?

☞ হাসান নিজামী।


১৩। 'নান্দিক কলম্বকম' কি সম্পর্কিত রচনা?

☞ দক্ষিণ ভারতের তামিল ইতিহাস।


১৪। সেকেন্দ্রায় আকবরের সমাধি কে তৈরি করেছিলেন?

☞ জাহাঙ্গীর।


১৫। কোন ইংরেজ দূত জাহাঙ্গীরের কাছ থেকে সর্বপ্রথম ভারতে বাণিজ্যসংক্রান্ত সুযোগ সুবিধা আদায় করেন?

☞ টমাস রো।


১৬। দক্ষিণ ভারতে ইংরেজ সেনাপতি আর্থার ওয়েলেসলি কোন যুদ্ধে সিন্ধিয়া ও ভোঁসলেকে পরাস্ত করেন?

☞ অসইয়ের যুদ্ধ।


১৭। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন?

☞ মঙ্গল পান্ডে।


১৮। তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন?

☞ ওস্তাদ ঈশা।


১৯। বিদ্যাসাগরের প্রচেষ্টায় ও ডালহৌসি প্রণীত হিন্দু বিধবা বিবাহ আইনটি বিধিবদ্ধ করেন কে?

☞ লর্ড ক্যানিং।


২০। 'ইন্ডিয়া হোমরুল সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

☞ শ্যামাজী কৃষ্ণবর্মা।


২১। পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহের নাম কি?

☞ হুবার্ড।


২২। তির্যক বালিয়াড়ি মধ্যে যেসব বালিয়াড়ি আধখানা চাঁদের মতো দেখতে হয়, তাদের কি বলে?

☞ বার্খান।


২৩। প্রশস্ত নদীর মোহনাকে কি বলে?

☞ খাঁড়ি।


২৪। প্রবল বায়ুপ্রবাহ মরুভূমির বালিকে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়িয়ে নিয়ে যায়। একে কি বলে?

☞ অপসারণ পদ্ধতি।


২৫। পর্বতের যে রেখার উপর বরফ আর গলে না, তাকে কি বলে?

☞ হিমরেখা।


২৬। যেসব বালিয়াড়ি অনেকটা পিরামিডের মতো দেখতে হয়, তাদেরকে কি বলে?

☞ রোডর্স বালিয়াড়ি।


২৭। ভারতের প্রাচীনতম পর্বতের নাম কি?

☞ আরাবল্লী।


২৮। 'বেদুইন'দের প্রধান উপজীবিকা কি?

☞ পশুপালন।


২৯। কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে?

☞ সিঙ্গালিলা শৈলশিরা।


৩০। কোন ধারা অনুযায়ী, ভারতীয় সংবিধান সংশোধন করা যায়?

☞ ৩৬৮ ধারা।


৩১। কোন নির্বাচনে প্রথমবার 'নোটা' প্রথা ব্যবহার করা হয়?

☞ ২০১৪ লোকসভা নির্বাচনে।


৩২। 'মিড টার্ম ইলেকশন' কখন হয়?

☞ ৫ বছরের আগে লোকসভা বা বিধানসভা ভেঙে গেলে।


৩৩। রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান?

☞ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।


৩৪। কোন পরিকল্পনা অনুসারে সংবিধান সভা স্থাপন করা যায়?

☞ ক্যাবিনেট মিশন পরিকল্পনা।



আরো পড়ুন...

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (All Part)




More Important GK Link
General Knowledge in Bengali 2022 Part - 4 Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad