Current Affairs 2022 in Bengali - September (Part 3) - বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022
![]() |
Current Affairs 2022 in Bengali - September Part 3 |
নমস্কার বন্ধুরা,
Bangla GK Diary'র এই পেজে আমরা শেয়ার করলাম Current Affairs 2022 in Bengali - September (Part 3) যেখানে থাকছে ৪২টি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022.
Monthly Current Affairs in Bengali - বিভিন্ন সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। GA বিভাগে বেশিরভাগ নম্বর পেতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই পেজে আমরা Current Affairs 2022 in Bengali - September (Part 3) - বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022 এর কিছু গুরুত্বপূর্ণ Current Affairs শেয়ার করেছি।
Monthly Current Affairs হল কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে প্রস্তুত নেওয়ার জন্য সর্বোত্তম উপায়। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখা সম্ভব নাও হতে পারে কিন্তু Monthly Current Affairs এর এক-লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2022 দ্বারা সর্বাধিক উপকার পাওয়া যেতে পারে। আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। বেশিরভাগ পরীক্ষায় এই বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022 বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। প্রত্যেক পরীক্ষায় Current Affairs এর গুরুত্ব কতটা তা আপনি নিজেই যাচাই করে বুঝতে পারবেন।
আরও পড়ুন...
➤ Current Affairs 2022 in Bengali - September (Part 1)
আরও পড়ুন...
➤ Current Affairs 2022 in Bengali - September (Part 2)
Current Affairs 2022 in Bengali - September (Part 3):
১) তামিলনাড়ুর পঞ্চম হাতি সংরক্ষাণাগার কোনটি?
উত্তরঃ- অগস্ত্যমালাই।
২) প্রথম দক্ষিণ এশিয়ান হিসাবে, কে ২০২২ সালে 'লিসবন আর্কিটেকচার ট্রাইনাল'এ 'মিলেনিয়াম জীবনকৃতি সম্মান'এর জন্য মনোনীত হলেন?
উত্তরঃ- প্রখ্যাত বাংলাদেশি স্থপতি, গবেষক ও শিক্ষাবিদ মারিনা তাবাসসুম।
৩) সম্প্রতি কোন দেশে 'ল্যাংইয়া হেনিপাভাইরাস' (লেভি) নামে এক নয়া প্রজাতির ভাইরাসের প্রাদুর্ভাব লক্ষ্য করা গেছে?
উত্তরঃ- চিন।
৪) কোন দেশ সম্প্রতি ইরানের 'খৈয়াম' নামে উপগ্রহকে সফলভাবে কক্ষপথে উৎক্ষেপণ করল?
উত্তরঃ- রাশিয়া।
৫) উত্তরাখণ্ডের প্রচারদূত হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ।
৬) কোন সংস্থা সম্প্রতি 'SPARK' নামে একটি ভার্চুয়াল স্পেস প্রযুক্তি চালু করল?
উত্তরঃ- ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা 'ইসরো'।
৭) কর ফাঁকি রুখতে, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'লাকি বিল' মোবাইল অ্যাপ চালু করল?
উত্তরঃ- কেরালা সরকার।
৮) কোন দেশের বিজ্ঞানীরা সম্প্রতি বিশ্বের প্রথম কৃত্রিম ভ্রূণ তৈরি করলেন?
উত্তরঃ- ইজরায়েল।
৯) ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি তাঁতিদের কল্যাণের জন্য 'নেথান্না বীমা প্রকল্প' চালু করল?
উত্তরঃ- তেলেঙ্গানা।
১০) 'পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড'এর চিফ ফিনান্সিয়াল অফিসার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- প্রমোদ কুমার।
১১) 'ডাবর ইন্ডিয়া লিমিটেড'এর পরিচালনা পর্যদের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- মোহিত বর্মন।
১২) ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে, ভারতীয় নৌ বাহিনীর কোন যুদ্ধজাহাজ সম্প্রতি উত্তর আমেরিকার সান দিয়েগো পোতাশ্রয়ে পৌঁছেছে?
উত্তরঃ- সাতপুরা।
১৩) 'ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড'এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- আইএএস অফিসার পীযূষ গোয়েল।
১৪) অরুণাচল প্রদেশের তৃতীয় বিমানবন্দরের নাম কি?
উত্তরঃ- দোনি পোলো বিমানবন্দর।
১৫) 'ইউনেস্কো'র ইন্ট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সম্প্রতি কোন নৃত্যশৈলীকে মনোনীত করল ভারত?
উত্তরঃ- গর্বা (এটি গুজরাতের একটি প্রচলিত নৃত্যশৈলী)।
১৬) 'ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড'এর চেয়ারম্যান এখন কে?
উত্তরঃ- মিনেশ সি. শাহ।
১৭) 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিওনোলজি'র ডিরেক্টর হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- দেবাশিস মোহান্তি।
১৮) বিশ্বের প্রথম দেশ হিসাবে, সম্প্রতি দেশের সব মহিলাদের জন্য বিনামূল্যে স্যানিটারি সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিল কারা?
উত্তরঃ- স্কটল্যান্ড।
১৯) কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সম্প্রতি কোথায় ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি হাইড্রোজেন ফুয়েল সেল চালিত বাসের উদ্বোধন করলেন?
উত্তরঃ- পুণে।
২০) সম্প্রতি প্রয়াত সৈয়দ সিবতে রাজি (৮৩ বছর) ভারতের কোন কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছেন?
উত্তরঃ- ঝাড়খন্ড ও অসম।
২১) ব্রিটিশ আমলে চুরি যাওয়া মোট কটি শিল্পকর্ম ফেরত দেওয়ার জন্য সম্প্রতি কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল স্কটল্যান্ডের গ্লাসগো জাদুঘর?
উত্তরঃ- ৭টি।
২২) কোন জেলা সম্প্রতি ভারতের প্রথম আদিবাসী অধ্যুষিত পূর্ণ কার্যকর সাক্ষর জেলার মর্যাদা পেল?
উত্তরঃ- মধ্যপ্রদেশের মান্ডলা জেলা।
২৩) কে সম্প্রতি 'ওয়ার্ল্ড উওমেন অঁত্রেপ্রেনিওরস পুরস্কার' পেলেন?
উত্তরঃ- কেরালার অঁত্রেপ্রেনার সঙ্গীতা অভয়ন।
২৪) সম্প্রতি ভারতের কোন রাজ্যের 'মিথিলা মাখনা' 'জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন' ট্যাগ পেল?
উত্তরঃ- বিহার।
২৫) ভারতের প্রথম কমার্শিয়াল স্পেস সিচুয়েশনাল অ্যাওয়ারনেস অবজার্ভেটরি কোথায় তৈরি হতে চলেছে?
উত্তরঃ- উত্তরাখণ্ডের গাড়ওয়াল অঞ্চলে।
২৬) কোন ভারতীয়কে সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘের উচ্চ স্তরের ইন্টারনেট প্যানেলে মনোনীত করলেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস?
উত্তরঃ- ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি সচিব অলকেশ কুমার শর্মা।
২৭) ২০২২ সালে কোন কোম্পানি সম্প্রতি 'এশিয়ার সেরা নিয়োগকর্তা ব্র্যান্ড পুরস্কার' পেল?
উত্তরঃ- এনটিপিসি লিমিটেড।
২৮) গ্রামীণ অর্থনীতির বিকাশ ঘটাতে, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি ৩০০টি গ্রামীণ শিল্প পার্ক স্থাপন করার সিদ্ধান্ত নিল?
উত্তরঃ- ছত্রিশগড়।
২৯) ভারতের প্রথম শিক্ষা শহর গড়ার সিদ্ধান্ত নিল কারা?
উত্তরঃ- উত্তর প্রদেশ।
৩০) কোন বিমানবন্দরের নাম শহীদ ভগৎ সিংহের নামে রাখা হচ্ছে?
উত্তরঃ- চন্ডিগড় আন্তর্জাতিক বিমানবন্দর।
৩১) রাজ্যের গরিব শিক্ষার্থীদের জন্য, ভারতের কোন রাজ্য সরকার সাম্প্রতিক 'বিদ্যারথ - স্কুল অন হুইলস' প্রকল্প চালু করল?
উত্তরঃ- অসম।
৩২) রাজ্যের কারিগরি স্নাতকদের আরও কর্মসংস্থানযোগ্য করে তোলার লক্ষ্যে, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'রাজিব গান্ধী সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজিস' উদ্বোধন করল?
উত্তরঃ- রাজস্থান।
৩৩) ভারত কোন দেশের কাছ থেকে ৬টি সুপারসনিক দূরপাল্লার বোমারু বিমান টিইউ-১৬০ কিনতে চলেছে?
উত্তরঃ- রাশিয়া।
৩৪) সম্প্রতি প্রয়াত নারায়ণ (৮২ বছর) ভারতের কোন রাজ্যের প্রথম আদিবাসী ঔপন্যাসিক ছিলেন?
উত্তরঃ- কেরালা।
৩৫) কৃষকের মধ্যে বীজ বন্টনের ক্ষেত্রে ভারতের প্রথম রাজ্য হিসাবে কারা সম্প্রতি ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিল?
উত্তরঃ- ঝাড়খন্ড।
৩৬) ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সেক্রেটারি হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- রাজেশ ভার্মা।
৩৭) এশিয়ার বৃহত্তম কম্প্রেসড বায়োগ্যাস প্লান্ট সম্প্রতি কোথায় চালু হয়েছে?
উত্তরঃ- পাঞ্জাবের সাংরুরে।
৩৮) সন্তানহীন মায়েদের চিকিৎসার জন্য ৩ লাখ টাকা আর্থিক সাহায্য দিতে, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'বাৎসল্য যোজনা' চালু করল?
উত্তরঃ- সিকিম।
৩৯) ভারতের প্রথম রাজ্য হিসাবে কারা সম্প্রতি 'হর ঘর জল' সার্টিফিকেট পেল?
উত্তরঃ- গোয়া।
৪০) ভারতের প্রথম বৈদ্যুতিক শীততাপ নিয়ন্ত্রিত দ্বিতল বাস পরিষেবা সম্প্রতি কোথায় চালু হল?
উত্তরঃ- দক্ষিণ মুম্বাইয়ের ওয়াইবি সেন্টারে।
৪১) ২০২২ সালে ৪৪ তম 'দাবা অলিম্পিয়াড'এর পুরুষ বিভাগে কোন দল সোনার পদক পেল?
উত্তরঃ- উজবেক-ই-স্তান।
৪২) ২০২২ সালে ৪৪ তম 'দাবা অলিম্পিয়াড'এর মহিলা বিভাগে কোন দল সোনার পদক পেল?
উত্তরঃ- ইউক্রেন।
Please do not enter any spam link in the comment box.