Ads Area

Current Affairs in Bengali - September 2022 (Part 2) - বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022

Current Affairs in Bengali - September 2022 (Part 2) - বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022

Current Affairs in Bengali - September 2022 (Part 2)
Current Affairs in Bengali - September 2022 (Part 2)

নমস্কার বন্ধুরা,

এই পাঠে আমরা আপনাদের জন্য শেয়ার করলাম Current Affairs in Bengali - September 2022 (Part 2) যেখানে থাকছে ৩২টি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022.


Monthly Current Affairs in Bengali - বিভিন্ন সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। GA বিভাগে বেশিরভাগ নম্বর পেতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই পেজে আমরা Current Affairs in Bengali - September 2022 (Part 2) - বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022 এর কিছু গুরুত্বপূর্ণ Current Affairs শেয়ার করেছি।


Monthly Current Affairs হল কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে প্রস্তুত নেওয়ার জন্য সর্বোত্তম উপায়। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখা সম্ভব নাও হতে পারে কিন্তু Monthly Current Affairs এর এক-লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2022 দ্বারা সর্বাধিক উপকার পাওয়া যেতে পারে। আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। বেশিরভাগ পরীক্ষায় এই বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022 বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। প্রত্যেক পরীক্ষায় Current Affairs এর গুরুত্ব কতটা তা আপনি নিজেই যাচাই করে বুঝতে পারবেন।



আরও পড়ুন...

Current Affairs in Bengali - September 2022 (Part 1)



Current Affairs in Bengali - September 2022 (Part 2)



১) ভারতের উপরাষ্ট্রপতি হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- জগদীপ ধনকর।



২) সম্প্রতি প্রয়াত প্রখ্যাত নৃত্যশিল্পী গরিমা হাজারিকা মূলত কোন ধরনের নৃত্যশিল্পের সঙ্গে যুক্ত ছিলেন?


উত্তরঃ- সত্রীয়া নৃত্য।



৩) ভারতের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে 'আজাদি কা অমৃত মহোৎসব'এর অংশ হিসাবে, কোন কোম্পানি সম্প্রতি 'ইন্ডিয়া কি উড়ান' নামে এক প্রকল্পের সূচনা করল?


উত্তরঃ- গুগল।



৪) ক্যাবিনেট সেক্রেটারি হিসাবে রাজীব গৌবার কার্যকালের মেয়াদ সম্প্রতি আরও কত বছর বাড়ানো হল?


উত্তরঃ- ১ বছর।



৫) গবাদি পশু দত্তক নেওয়ার জন্য, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'পুণ্যকোটি দত্তু যোজনা' চালু করল?


উত্তরঃ- কর্ণাটক।



৬) ভারতের প্রথম 'হিমালয়ান মশলা বাগান' সম্প্রতি কোন রাজ্যে চালু হল?


উত্তরঃ- উত্তরাখণ্ড।



৭) ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি প্রত্যেকটি জেলায় অন্তত ১টি করে সংস্কৃতভাষী গ্রাম গড়ে তোলার সিন্ধান্ত নিল?


উত্তরঃ- উত্তরাখণ্ড।



৮) চাষিদের আয় দ্বিগুণ করতে, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'পঞ্চামৃত যোজনা' চালু করল?


উত্তরঃ- উত্তর প্রদেশ।



৯) সম্প্রতি প্রয়াত মিথিলেশ চতুর্বেদী (৬৭ বছর) কে ছিলেন?


উত্তরঃ- অভিনেতা।



১০) কোন দেশ সম্প্রতি 'দানুরি' নামে তাদের প্রথম চন্দ্র মিশন চালু করল?


উত্তরঃ- দক্ষিণ কোরিয়া।



১১) বিশ্বের প্রথম ভার্টিক্যাল শহর কোন দেশে গড়ে উঠতে চলেছে?


উত্তরঃ- সৌদি আরবে (শহরটির নাম হবে 'দ্য লাইন')।



১২) ২০২২ সালে কে মরণোত্তর 'কর্ণাটক রত্ন' পাচ্ছেন?


উত্তরঃ- কন্নড় চলচ্চিত্র তারকা পুনিত রাজকুমার।



১৩) 'কাউন্সিল অফ সাইন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ'এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- বিজ্ঞানী নাল্লাথাম্বি কালাইসেলভি।



১৪) সম্প্রতি বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর নামে এক বিরল প্রজাতির মাকড়সার নামকরণ করা হয়েছে? এটির নাম কি রাখা হয়েছে?


উত্তরঃ- হেলিগমোমেরাস জগদীশচন্দ্র।



১৫) কে সম্প্রতি লাদাখের সর্বোচ্চ বেসামরিক সম্মান 'dPal rNgan Duston'এ ভূষিত হলেন?


উত্তরঃ- তিব্বতের আধ্যাত্মিক নেতা দলাই লামা।



১৬) সম্প্রতি স্বাধীনভাবে ভারতীয় নৌবাহিনীর বিমান নিয়ে সমুদ্রে নজরদারি চালালেন ৫ জন মহিলা নৌসেনা কর্মী। কোন বিমানে চড়ে এই মিশন সম্পন্ন করেছেন তারা?


উত্তরঃ- ডর্নিয়ার ২২৮।



১৭) 'কাকোরি ট্রেন অ্যাকশন'এর বার্ষিকী উপলক্ষে, 'আজাদি কা অমৃত মহৎসব'এর অংশ হিসাবে, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'রেডিও জয়ঘোষ' চালু করল?


উত্তরঃ- উত্তর প্রদেশ।



১৮) পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী এখন কে?


উত্তরঃ- জেমস মারাপে।



১৯) প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সম্প্রতি কোথায় দ্বিতীয় প্রজন্মের (২জি) ইথানল প্ল্যান্ট উদ্বোধন করলেন?


উত্তরঃ- হরিয়ানার পানিপথ।



২০) সম্প্রতি কোন টিকাকে বুস্টার ডোজ হিসাবে ব্যবহারের স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার?


উত্তরঃ- কর্বেভ্যাক্স।



২১) বিহারের মুখ্যমন্ত্রী এখন কে?


উত্তরঃ- নীতিশ কুমার।



২২) সম্প্রতি প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালা (৬২ বছর) কে ছিলেন?


উত্তরঃ- ব্যবসায়িক তথা বিনিয়োগকারী।



২৩) সম্প্রতি ভারতের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ভিলেজ ডিফেন্স গার্ড প্রকল্প কার্যকর হল?


উত্তরঃ- জম্মু ও কাশ্মীর।



২৪) কে সম্প্রতি ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান "শেভালিয়র দে লা লিজিয়ন দি'অনার" বা "দ্য লিজিয়ন অফ অনার"এর জন্য মনোনীত হলেন?


উত্তরঃ- রাজনীতিবিদ তথা কথাশিল্পী শশী থারুর (তার লেখা ও বক্তৃতার পারদর্শিতার জন্যই তাকে এই সম্মান দিচ্ছে ফরাসি সরকার)।



২৫) 'ইউনাইটেড নেশনস মিলিটারি অবজার্ভার গ্রুপ ইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান'এর মিশন হেড ও চিফ মিলিটারি অবজার্ভার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- আর্জেন্টিনার নৌ অফিসার গুইলারমো পাবলো রিওস।



২৬) সম্প্রতি 'ক্লেড I', 'ক্লেড II', 'ক্লেড IIa' ও 'ক্লেড IIb' নামে কোন ভাইরাস প্রজাতির নামকরণ করল 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা'?


উত্তরঃ- মাঙ্কিপক্স।



২৭) রাজ্যের অনাথ শিশুদের জন্য ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'মুখ্যমন্ত্রী বাল আশীর্বাদ যোজনা' নামে একটি আর্থিক সহায়তা প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিল?


উত্তরঃ- মধ্য প্রদেশ সরকার।



২৮) সম্প্রতি 'প্রধানমন্ত্রী আবাস যোজনা'র (শহরাঞ্চল) মেয়াদ কত সাল পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার?


উত্তরঃ- ২০২৪ সাল।



২৯) সম্প্রতি প্রয়াত শিমোগা সুব্বান্না (৮৩ বছর) কে ছিলেন?


উত্তরঃ- সঙ্গীতশিল্পী।



৩০) অসম সরকারের মুখ্য সচিব হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- পবন কুমার বরঠাকুর।



৩১) ভারতে নতুন শপিং অ্যাপ খোলার পরিকল্পনা নিয়ে, কোন সংস্থা সম্প্রতি 'ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স' প্ল্যাটফর্মে যোগ দিল?


উত্তরঃ- মাইক্রোসফট।



৩২) কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর সম্প্রতি কোথায় 'ইন্দো-ইজরায়েল সেন্টার ফর এক্সেলেন্স ফর ভেজিটেবিলস'এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন?


উত্তরঃ- উত্তরপ্রদেশের চান্দৌলি জেলায়।



আরও পড়ুন...

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022

Jainism - Important History Questions

ষোড়শ মহাজনপদ এর প্রশ্ন উত্তর

Buddhism - Important History Questions

মৌর্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad