Ads Area

5th April 2023 - Daily Current Affairs in Bengali 2023 || প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

5th April 2023 - Daily Current Affairs in Bengali 2023 || প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

5th April 2023 - Daily Current Affairs in Bengali 2023 || প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স
5th April 2023 - Daily Current Affairs in Bengali 2023 || প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

বাংলা জিকে ডায়েরি 📘

5th April 2023 - Daily Current Affairs in Bengali 2023 || প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে 10টি Bengali Current Affairs MCQs শেয়ার করা হল।

5th April 2023 - Daily Current Affairs in Bengali 2023 || প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পেজে ২০২৩ সালের যেকোন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য, কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ -এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি শেয়ার করলাম। Daily Current Affairs হল দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া সামাজিক ও রাজনৈতিক ঘটনা। এটি রাজনীতি, অর্থনীতি, পরিবেশ, প্রযুক্তি, খেলাধুলা এবং বিনোদনের মতো বিভিন্ন বিষয়কে কভার করে। এই বিষয়গুলি সংবাদপত্র, টিভি সংবাদ, রেডিও এবং ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ জনগণের জন্য উপলব্ধ করা হয়। Daily Current Affairs অনেক গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। এটি সামাজিক ও রাজনৈতিক অবস্থার সঠিক ধারণা পেতে সাহায্য করে এবং মানুষের জীবনকে উন্নত করতে সাহায্য করে।


5th April 2023 - Daily Current Affairs in Bengali 2023


1. কোন রেসিং ড্রাইভার Australian Grand Prix 2023 জিতলেন?





উত্তরঃ (C) Max Vastapen

 

2. 2023 Miami Open এ মহিলা একক বিভাগে কে জয়লাভ করল?





উত্তরঃ (A) Petra Kvitova

 

3. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?





উত্তরঃ (D) নীরাজ নিগম

 

4. FICCI Ladies Organisation এর সভাপতি পদে কে নিযুক্ত হলেন?





উত্তরঃ (B) সুধা শিবকুমার

 

5. আফ্রিকার কোন দেশ তার প্রথম অপারেশনাল আর্থ অবজারভেশন স্যাটেলাইট চালু করতে চলেছে?





উত্তরঃ (A) কেনিয়া

 

6. সম্প্রতি সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া এর নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?





উত্তরঃ (C) কেনেচি উমেদা

 

7. কোন ভারতীয় খেলোয়াড় সম্প্রতি আইপিএলে তার 5000 রান পূর্ণ করেছেন?





উত্তরঃ (A) মহেন্দ্র সিং ধোনি

 

8. NDTV এর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন?





উত্তরঃ (D) A ও B

 

9. ভারতের কোন রাজ্যের 11টি পণ্য জিআই ট্যাগ পেয়েছে?





উত্তরঃ (D) তামিলনাড়ু

 

10. বিশ্বের প্রথম কোন দেশ বিদেশ থেকে আমদানি করা কার্বন-ডাই-অক্সাইড উত্তর সাগরের 1800 মিটার নিচের সঞ্চয় এর প্রকল্প বাস্তবায়ন করেছে?





উত্তরঃ (D) ডেনমার্ক




Daily Current Affairs in Bengali - April 2023


🔘 1st April 2023 - Daily Current Affairs in Bengali

🔘 2nd April 2023 - Daily Current Affairs in Bengali

🔘 3rd April 2023 - Daily Current Affairs in Bengali

🔘 4th April 2023 - Daily Current Affairs in Bengali


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad