12th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
12th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs |
বাংলা জিকে ডায়েরি 📘
12th May 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 12টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
12th May 2023 - Daily Current Affairs in Bengali
1. 2023 ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকর পুরস্কারে ভূষিত হলেন কে?
A) যোগী আদিত্যনাথ
B) প্রেমা খান্ডু
C) নিতিশ কুমার
D) নবীন পট্টনায়ক
উত্তরঃ A) যোগী আদিত্যনাথ
2. Power Finance Corporation এর পরবর্তী চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হতে চলেছেন?
A) অপরূপা সেন
B) পারমিতা মিত্র
C) রিতা শর্মা
D) পারমিন্দর চোপড়া
উত্তরঃ D) পারমিন্দর চোপড়া
3. Larsen & Toubro (L&T) এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হতে চলেছেন?
A) প্রকাশ শর্মা
B) এস এন কোটিশ্বর
C) এস এন সুব্রহ্মণ্যন
D) আকাশ বর্মা
উত্তরঃ C) এস এন সুব্রহ্মণ্যন
4. কোন রাজ্য সংখ্যালঘু বিষয়ক নতুন অধিদপ্তর তৈরি করেছে?
A) মনিপুর
B) নাগাল্যান্ড
C) আসাম
D) ত্রিপুরা
উত্তরঃ B) নাগাল্যান্ড
5. আন্তর্জাতিক নার্স দিবস কবে পালিত হয়?
A) 12 মে
B) 11 মে
C) 10 মে
D) 6 মে
উত্তরঃ A) 12 মে
6. খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের তৃতীয় সংস্করণের আয়োজক রাজ্য কোনটি?
A) তামিলনাড়ু
B) উত্তর প্রদেশ
C) হরিয়ানা
D) উত্তরাখন্ড
উত্তরঃ B) উত্তর প্রদেশ
7. 2023 সালের 25 বৈশাখ (9 মে) রবীন্দ্রনাথ ঠাকুরের কত তম জন্মদিবস পালিত হল?
A) 160th
B) 161st
C) 162nd
D) 163rd
উত্তরঃ C) 162nd
8. ব্যাডমিন্টন এশিয়া কাকে টেকনিক্যাল অফিসিয়াল কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করল?
A) রাকেশ ভাদুরিয়া
B) ভরত দাস
C) চয়ন শর্মা
D) ওমর রশিদ
উত্তরঃ D) ওমর রশিদ
9. আসামের তৈরি বিশ্বের বৃহত্তম অভিধানের নাম কি?
A) হেমকোষ
B) হিমচূড়া
C) অভিধানমালা
D) শিরকোষ
উত্তরঃ A) হেমকোষ
10. সম্প্রতি কোন দেশের সুপ্রিম কোর্ট সমকামীতাকে বৈধ হিসেবে স্বীকৃতি দিল?
A) জাপান
B) মায়ানমার
C) বাংলাদেশ
D) শ্রীলঙ্কা
উত্তরঃ D) শ্রীলঙ্কা
11. জাতীয় প্রযুক্তি দিবস কবে পালিত হয়?
A) 6 মে
B) 11 মে
C) 10 মে
D) 12 মে
উত্তরঃ B) 11 মে
12. "Just Aspire: Notes on Technology, Entrepreneurship and the Future" শিরোনামে বইটির লেখক কে?
A) রবি শঙ্কর ঝাঁ
B) চেতনা ভগত
C) অজয় চৌধুরী
D) অরুণ লাল
উত্তরঃ C) অজয় চৌধুরী
Daily Current Affairs in Bengali
Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।
Please do not enter any spam link in the comment box.