13th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
![]() |
13th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs |
বাংলা জিকে ডায়েরি 📘
13th May 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 10টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
13th May 2023 - Daily Current Affairs in Bengali
1. International Cricket Council (ICC) এর গ্লোবাল স্পন্সর হলো কোন কোম্পানি?
A) MasterCard
B) Microsoft
C) PhonePe
D) Flipkart
উত্তরঃ A) MasterCard
2. Gucci Fashion Brand কোম্পানির প্রথম ভারতীয় গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কে?
A) প্রিয়াঙ্কা চোপড়া
B) দীপিকা পাড়ুকোন
C) আলিয়া ভাট
D) কিয়ারা আদভানি
উত্তরঃ C) আলিয়া ভাট
3. কোন দেশে "Indian Ocean Conference (IOC)" অনুষ্ঠিত হচ্ছে?
A) বাংলাদেশ
B) ভারত
C) শ্রীলঙ্কা
D) ভুটান
উত্তরঃ A) বাংলাদেশ
4. তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ভেজা বর্জ্য থেকে তৈরি একটি প্রাকৃতিক সার লঞ্চ করেছেন, তার নাম কি?
A) Ferti
B) Theilo
C) Fertisar
D) Chelippu
উত্তরঃ D) Chelippu
5. "The Indian Metropolis: Deconstructing India's Urban Spaces" শিরোনামে বইটির লেখক কে?
A) অরূপ চতুর্বেদী
B) প্রিয়াঙ্কা সিং
C) ফিরোজ বরুণ গান্ধী
D) চেতন ভগত
উত্তরঃ C) ফিরোজ বরুণ গান্ধী
6. কলকাতা বন্দরের নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?
A) রমেশ আইয়ার
B) রথেন্দ্র রামন
C) শিশির শর্মা
D) গগন মেহেতা
উত্তরঃ B) রথেন্দ্র রামন
7. আইপিএলে সর্বাধিক উইকেট নেওয়া প্রথম ভারতীয় খেলোয়াড় হলেন কে?
A) মোহাম্মদ সামি
B) যুজুবেন্দ্র চাহাল
C) ভুবনেশ্বর কুমার
D) হার্দিক পান্ডিয়া
উত্তরঃ B) যুজুবেন্দ্র চাহাল
8. PUMA India এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?
A) রাকেশ শর্মা
B) কার্তিক বালাগোপালন
C) অপরেশ জৈন
D) তরুণ মেহেতা
উত্তরঃ B) কার্তিক বালাগোপালন
9. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন ব্যাঙ্কের উপর 1.73 কোটি টাকা জরিমানা আরোপ করলো?
A) ICICI Bank
B) Axis Bank
C) HSBC Bank
D) Kodak Mahindra Bank
উত্তরঃ C) HSBC Bank
10. কোন রাজ্য সরকার রাজ্যে প্রথমবারের জন্য রোবটিক্স ফ্রেমওয়ার্ক নীতি চালু করল?
A) উত্তরাখণ্ড
B) কেরালা
C) ওড়িশা
D) তেলেঙ্গানা
উত্তরঃ D) তেলেঙ্গানা
Daily Current Affairs in Bengali
Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।
Please do not enter any spam link in the comment box.