Ads Area

24th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

24th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

24th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
24th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

বাংলা জিকে ডায়েরি 📘

24th May 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 11টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs


Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Knowledge Account থেকে।



24th May 2023 - Daily Current Affairs in Bengali


1. কোন কোম্পানি ভারতের জাতীয় ক্রিকেট দলের Kit sponsor হলো?


A) Adidas

B) Nike

C) Puma

D) Bata


উত্তরঃ A) Adidas


2. কোন রাজ্য দেশের সুশাসন বিধি (good governance regulation) নিয়ন্ত্রণকারী প্রথম রাজ্য হয়ে উঠেছে?


A) হরিয়ানা

B) মহারাষ্ট্র

C) কেরালা

D) তামিলনাড়ু


উত্তরঃ B) মহারাষ্ট্র


3. ভারত ও কোন দেশের মধ্যে নৌ বাহিনী মহড়া "Al Mohed Al Hindi 2023" অনুষ্ঠিত হতে চলেছে?


A) সৌদি আরব

B) রাশিয়া

C) জাপান

D) ইজরায়েল


উত্তরঃ A) সৌদি আরব


4. কোন কেন্দ্রীয় মন্ত্রী "Meri Life, Mera Swachh Shehar" প্রচার অভিযানটি চালু করল?


A) রাজনাথ সিং

B) স্মৃতি ইরানি

C) অমিত শাহ

D) হারদ্বীপ এস পুরি


উত্তরঃ D) হারদ্বীপ এস পুরি


5. ভারতের প্রথম কোন রাজ্য বয়স্ক ব্যক্তিদের বিনামূল্য আকাশ পথে তীর্থযাত্রা করার পরিষেবা প্রদান করতে চলেছে?


A) উত্তর প্রদেশ

B) উত্তরাখণ্ড

C) মধ্যপ্রদেশ

D) তামিলনাড়ু


উত্তরঃ C) মধ্যপ্রদেশ


6. টি-টোয়েন্টি ক্রিকেটে ১১ হাজার রান সম্পূর্ণকারী দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় হলেন কে?


A) কে এল রাহুল

B) হার্দিক পান্ডিয়া

C) মহেন্দ্র সিং ধোনি

D) রোহিত শর্মা


উত্তরঃ D) রোহিত শর্মা


7. "Partitioned Freedom" শিরোনামে বই লিখলেন কে?


A) অমল ত্রিপাঠী

B) বিমল জানা

C) রাম মাধব

D) শরৎ শর্মা


উত্তরঃ C) রাম মাধব


8. বিশ্ব কচ্ছপ দিবস কবে পালিত হয়?


A) 23 মে

B) 24 মে

C) 22 মে

D) 21 মে


উত্তরঃ A) 23 মে


9. কোন রাজ্য সরকার e-Chits অ্যাপ লঞ্চ করল?


A) মধ্যপ্রদেশ

B) উত্তর প্রদেশ

C) মহারাষ্ট্র

D) অন্ধ্রপ্রদেশ


উত্তরঃ D) অন্ধ্রপ্রদেশ


10. কোন কেন্দ্রীয় মন্ত্রী দিল্লিতে National Mission Conclave এর উদ্বোধন করলেন?


A) সর্বানন্দ সোনোয়াল

B) অনুরাগ ঠাকুর

C) নীতিন গডকড়ি

D) রাজনাথ সিং


উত্তরঃ A) সর্বানন্দ সোনোয়াল


11. সব থেকে বেশি GI tag প্রাপ্ত পণ্য থাকা রাজ্যের তালিকায় দ্বিতীয় স্থান আছে কোন রাজ্য?


A) কেরালা

B) উত্তর প্রদেশ

C) হরিয়ানা

D) তামিলনাড়ু


উত্তরঃ B) উত্তর প্রদেশ



Daily Current Affairs in Bengali


Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad