25th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
25th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs |
বাংলা জিকে ডায়েরি 📘
25th May 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 10টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Knowledge Account থেকে।
25th May 2023 - Daily Current Affairs in Bengali
1. 13 তম Sudirman Cup Title কে জয়লাভ করলো?
A) দক্ষিণ কোরিয়া
B) ইন্দোনেশিয়া
C) জাপান
D) চীন
উত্তরঃ D) চীন
2. International Basketball Federation (FIBA) এর সভাপতি পদে কে নিযুক্ত হলেন?
A) কেশরী শর্মা
B) তপন সাইকিয়া
C) কমলেশ শর্মা
D) ডাঃ কে গোবিন্দ রাজ
উত্তরঃ D) ডাঃ কে গোবিন্দ রাজ
3. ত্রিপুরা পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কে নিযুক্ত হলেন?
A) সৌরভ গাঙ্গুলী
B) রোহিত শর্মা
C) মহেন্দ্র সিং ধোনি
D) অজয় জাদেজা
উত্তরঃ A) সৌরভ গাঙ্গুলী
4. আমেরিকা ও কোন দেশের মধ্যে নৌ মহড়া "Tiger Shark 40" অনুষ্ঠিত হতে চলেছে?
A) ভারত
B) ইন্দোনেশিয়া
C) বাংলাদেশ
D) শ্রীলঙ্কা
উত্তরঃ C) বাংলাদেশ
5. মহাকাশে যাওয়া প্রথম মহিলা নভোচারী কে?
A) Rayyana Barnawi
B) Sara Sabry
C) Marsha Ivins
D) Anousheh Ansari
উত্তরঃ A) Rayyana Barnawi
6. বিশ্বের পুরুষদের জ্যাভলিন তালিকায় প্রথম স্থান দখল করল কে?
A) আর্সাদ নাদিম
B) অ্যান্ডারসন পিটার্স
C) নীরজ চোপড়া
D) জুলিয়ান ওবেরার
উত্তরঃ C) নীরজ চোপড়া
7. কোন রাজ্য সরকার বিশেষ শিশুদের জন্য niramaya health insurance scheme লঞ্চ করলো?
A) অন্ধ্রপ্রদেশ
B) মহারাষ্ট্র
C) তেলেঙ্গানা
D) উত্তর প্রদেশ
উত্তরঃ A) অন্ধ্রপ্রদেশ
8. ভারতীয় কমনওয়েলথ দিবস কবে পালিত হয়?
A) 24 মে
B) 23 মে
C) 22 মে
D) 21 মে
উত্তরঃ A) 24 মে
9. বিশ্বের বৃহত্তম গাড়ি রপ্তানিকারক তকমা পেল কোন দেশ?
A) জার্মানি
B) চীন
C) জাপান
D) আমেরিকা
উত্তরঃ B) চীন
10. IIT Madras AI Research Centre এ 1 মিলিয়ন ডলার বিনিয়োগ করল নিম্নের কোন কোম্পানি?
A) Nokia
B) Microsoft
C) Google
D) Apple
উত্তরঃ C) Google
Daily Current Affairs in Bengali
Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।
Please do not enter any spam link in the comment box.