30th April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
![]() |
30th April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs |
বাংলা জিকে ডায়েরি 📘
30th April 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 12টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
30th April 2023 - Daily Current Affairs in Bengali
1. কোন রাজ্য সরকার প্রথম "Air Ambulance" পরিষেবা চালু করল?
A) কর্ণাটক
B) ঝাড়খন্ড
C) উত্তর প্রদেশ
D) ওড়িশা
উত্তরঃ B) ঝাড়খন্ড
2. কোন সঙ্গীত শিল্পী মর্যাদাপূর্ণ 2023 Latin Women of the Year Award এ ভূষিত হলেন?
A) বিলি আইরিশ
B) ডেমি লাভাতো
C) টেইলর আইরিশ
D) শাকিরা ইসাবেল মেবারাক
উত্তরঃ D) শাকিরা ইসাবেল মেবারাক
3. 2023 Goldman Environmental Prize এ ভূষিত হলেন কে?
A) জুলিয়েন ভিনসেন্ট
B) কিমিকো হিরাতা
C) চিমা উইলিয়াম
D) আলেসান্দ্রা কোরাপ
উত্তরঃ D) আলেসান্দ্রা কোরাপ
4. Embassy REIT এর CEO পদে কে নিযুক্ত হলেন?
A) স্বপন বৈদ্য
B) তরুন আদিগা
C) তপন বাগচী
D) অরবিন্দ মাইয়া
উত্তরঃ D) অরবিন্দ মাইয়া
5. 2023 Immigrant Achievement Award পেতে চলেছেন কে?
A) মার্ক পার্কার
B) হুগো শ্যাভেজ
C) নীলি বেন্দাপুদি
D) লারা স্পেনসার
উত্তরঃ C) নীলি বেন্দাপুদি
6. কোন কেন্দ্রশাসিত অঞ্চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'ন্যামো মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউট' এর উদ্বোধন করলেন?
A) দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ
B) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ
C) দিল্লি
D) লাদাখ
উত্তরঃ A) দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ
7. 'সৌরাষ্ট্র তামিল সঙ্গমপ্রশাস্তিহ' শিরোনামে বইটি কোন বিশ্ববিদ্যালয় কর্তৃক রচিত?
A) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়
B) সোমনাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়
C) আন্না বিশ্ববিদ্যালয়
D) দিল্লি বিশ্ববিদ্যালয়
উত্তরঃ B) সোমনাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়
8. 2023 সালে বিশ্ব ভেটেরিনারি দিবস কবে পালিত হলো?
A) 29 এপ্রিল
B) 28 এপ্রিল
C) 27 এপ্রিল
D) 25 এপ্রিল
উত্তরঃ A) 29 এপ্রিল
9. পশ্চিমবঙ্গের কোন রুটে দ্বিতীয় বন্দেভারত ট্রেন চালু হল?
A) হাওড়া থেকে পুরী
B) হাওড়া থেকে বারানসি
C) হাওড়া থেকে রাঁচি
D) হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি
উত্তরঃ A) হাওড়া থেকে পুরী
10. কেন্দ্রীয় মন্ত্রিসভা কতগুলি নার্সিং কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিল?
A) 128
B) 157
C) 170
D) 120
উত্তরঃ B) 157
11. বিশ্ব নকশা দিবস কবে পালিত হয়?
A) 24 এপ্রিল
B) 25 এপ্রিল
C) 26 এপ্রিল
D) 27 এপ্রিল
উত্তরঃ D) 27 এপ্রিল
12. International Dance Day কবে পালিত হয়?
A) 29 এপ্রিল
B) 28 এপ্রিল
C) 27 এপ্রিল
D) 26 এপ্রিল
উত্তরঃ A) 29 এপ্রিল
Daily Current Affairs in Bengali
Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।
Please do not enter any spam link in the comment box.