Ads Area

WBP GK in Bengali Set 15 - West Bengal Police Constable GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন ও উত্তর

WBP GK in Bengali Set 15 - West Bengal Police Constable GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন ও উত্তর

West Bengal Police Constable GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন ও উত্তর
West Bengal Police Constable GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন ও উত্তর

বাংলা জিকে ডায়েরি 📘

নমস্কার বন্ধুরা,

এই পেজে আপনাদের সাথে শেয়ার করলাম WBP GK in Bengali Set 15 - West Bengal Police Constable GK in Bengali - পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন ও উত্তর।

এই পর্বে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম। এই পর্বে 30টি প্রশ্ন দেওয়া হয়েছে। এইধরনের প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায় আগে অনেক বার দেখা গেছে।

আমাদের এই পর্বগুলি West Bengal Police Constable GK in Bengali প্রস্তুতিতে আপনাদের খুবই সাহায্য করবে।




West Bengal Police Constable GK in Bengali


১। ভারতের জাতীয় গান 'বন্দেমাতরম' প্রথম কোন রাজনৈতিক সম্মেলনে গাওয়া হয়?


A) 1896 সালের কংগ্রেস অধিবেশন

B) 1903 সালের কংগ্রেস অধিবেশন

C) 1911 সালের কংগ্রেস অধিবেশন

D) 1900 সালের কংগ্রেস অধিবেশন


উত্তরঃ A) 1896 সালের কংগ্রেস অধিবেশন



২। 'আয় ও কর্মসংস্থান তত্ত্ব' অর্থনীতির কোন শাখার অপর নাম?


A) বৃহদ অর্থনীতি (Macroeconomics)

B) ক্ষুদ্র অর্থনীতি (Microeconomics)

C) আন্তর্জাতিক অর্থনীতি (International economics)

D) পাবলিক ফাইন্যান্স (Public Finance)


উত্তরঃ A) বৃহদ অর্থনীতি (Macroeconomics)



৩। 1° অক্ষাংশ প্রায় ________ কিমি সমান।


A) 122

B) 145

C) 111

D) 133


উত্তরঃ C) 111



৪। ভারতে পিন কোড কত সালে চালু হয়?


A) 1972

B) 1949

C) 1963

D) 1969


উত্তরঃ A) 1972



৫। ভারতের 'জাতীয় ক্রীড়া দিবস' কোন ক্রীড়া ব্যক্তির জন্মদিনে পালিত হয়?


A) সৈয়দ আব্দুল রহিম

B) কপিল দেব

C) মিলখা সিং

D) ধ্যানচাঁদ


উত্তরঃ D) ধ্যানচাঁদ



৬। কোন রাজ্য নিম্ন আয়ের কৃষকদের ড্রোন ভাড়া দেওয়ার প্রকল্প চালু করেছে?


A) রাজস্থান

B) পাঞ্জাব

C) হরিয়ানা

D) গুজরাট


উত্তরঃ A) রাজস্থান



৭। নিচের কোনটি পীরপাঞ্জাল রেঞ্জের মধ্য দিয়ে মানালি ও লেহকে সড়কপথে সংযুক্ত করে?


A) বড়লাচালা গিরিপথ

B) রোহটাং গিরিপথ

C) নাথুলা গিরিপথ

D) বানিহাল গিরিপথ


উত্তরঃ B) রোহটাং গিরিপথ



৮। 'পিকলিহাল' এবং 'উতনুর' গুরুত্বপূর্ণ ________ সাইট।


A) প্রাচীনপ্রস্তর যুগ

B) নব্যপ্রস্তর যুগ

C) মধ্যপ্রস্তর যুগ

D) কোনোটিই নয়


উত্তরঃ B) নব্যপ্রস্তর যুগ



৯। নিচের কোনটি লাক্ষাদ্বীপ দ্বীপের জনপ্রিয় নৃত্যশৈলী?


A) কোলকালি

B) গুগ্গা

C) কত্থক

D) কুচিপুড়ি


উত্তরঃ A) কোলকালি



১০। তৃতীয় পানিপথের যুদ্ধে আহমদ শাহ আবদালী কাদের পরাজিত করেছিলেন?


A) জাঠ

B) রাজপুত

C) শিখ

D) মারাঠা


উত্তরঃ D) মারাঠা



১১। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি রাজ্যসভা সম্পর্কে সঠিক নয়?


A) এটি একটি অর্থবিল সংশোধন করতে পারে।

B) এর 12 জন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত।

C) এটির ক্ষমতা রয়েছে যা কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য গুলির অধিকার রক্ষা করে।

D) এটি ভারতের সংসদের উচ্চকক্ষ।


উত্তরঃ A) এটি একটি অর্থবিল সংশোধন করতে পারে।



১২। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (INA) এর নীতিবাক্য কি ছিল?


A) Do or Die

B) Service before self

C) Unity and Discipline

D) Unity, Faith, Sacrifice


উত্তরঃ D) Unity, Faith, Sacrifice



১৩। নিচের কোন পার্কটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভারতের প্রথম 'মিশ্র বিশ্ব ঐতিহ্যবাহী স্থান' (Mixed World Heritage Site)?


A) গির জাতীয় উদ্যান

B) কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান

C) কানহা জাতীয় উদ্যান

D) নাগরহোল জাতীয় উদ্যান


উত্তরঃ B) কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান



১৪। কে মগধের সাম্রাজ্যবাদের সূচনা করেন?


A) বিন্দুসার

B) অশোক

C) অজাতশত্রু

D) বিম্বিসার


উত্তরঃ D) বিম্বিসার



১৫। 'লিউকোপেনিয়া' একটি অস্বাভাবিক ________।


A) শ্বেত রক্তকণিকা বৃদ্ধি

B) লোহিত রক্তকণিকা হ্রাস

C) লোহিত রক্তকণিকা বৃদ্ধি

D) শ্বেত রক্তকণিকা হ্রাস


উত্তরঃ D) শ্বেত রক্তকণিকা হ্রাস



১৬। আনারস একটি ________ উদ্ভিদ।


A) হাইগ্রোফাইট

B) মেসোফাইট

C) হাইড্রোফাইট

D) জেরোফাইট


উত্তরঃ D) জেরোফাইট



১৭। মাইক্রোসফট Excel Sheet এ একটি formula এর আগে নিম্নলিখিত চিহ্ন গুলির মধ্যে কোনটি ব্যবহার করতে হয়?


A) &

B) =

C) $

D) @


উত্তরঃ B) =



১৮। নিম্নলিখিত কোন শহরে 2023 সালের জানুয়ারি মাসে India International Science Festival (IISF) অনুষ্ঠিত হয়েছিল?


A) বেঙ্গালুরু

B) ভোপাল

C) কলকাতা

D) নয়াদিল্লি


উত্তরঃ B) ভোপাল



১৯। নিচের মধ্যে কে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের (বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার) প্রথম প্রাপক ছিলেন?


A) সচিন টেন্ডুলকার

B) বিশ্বনাথন আনন্দ

C) বিজয় অমৃতরাজ

D) পি. টি. উষা


উত্তরঃ B) বিশ্বনাথন আনন্দ



২০। কোন সালে তৎকালীন মাদ্রাজ প্রদেশ থেকে ভাষাগত ভিত্তিতে একটি পৃথক রাজ্য অন্ধ্রপ্রদেশ গঠিত হয়?


A) 1947

B) 1950

C) 1952

D) 1953


উত্তরঃ D) 1953



২১। সুটলেজ নদী কোন গিরিপথ দিয়ে ভারতের প্রবেশ করেছে?


A) লিপুলেখ

B) শিপকি লা

C) জোজিলা

D) নাথুলা


উত্তরঃ B) শিপকি লা



২২। সূর্যমুখীর সূর্যকে অনুসরণ করার প্রতিক্রিয়াটিকে কি বলা হয়?


A) ফটোট্রপিজম

B) থিগমোট্রপিজম

C) হাইড্রোট্রপিজম

D) হেলিওট্রপিজম


উত্তরঃ D) হেলিওট্রপিজম



২৩। কৌটিল্য কোথা থেকে মগধে এসে চন্দ্রগুপ্তের মন্ত্রী হয়েছিলেন?


A) তক্ষশীলা

B) পাটালিপুত্র

C) শ্রীনগর

D) বারাণসী


উত্তরঃ A) তক্ষশীলা



২৪। স্বভোজী উদ্ভিদ তার কার্বন এবং শক্তির প্রয়োজনীয়তা নিচের কোন প্রক্রিয়ার মাধ্যমে পূরণ করে?


A) জৈব সংশ্লেষণ

B) সালোকসংশ্লেষণ

C) ফটোঅটোট্রফস

D) শীতঘুম


উত্তরঃ B) সালোকসংশ্লেষণ



২৫। নিচের কোন বলটির কারণে চলমান প্রবাহগুলি যেমন বায়ু ও জলস্রোত উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে যায়?


A) প্রযুক্ত বল

B) চৌম্বক বল

C) মহাকর্ষীয় বল

D) কোরিওলিস বল


উত্তরঃ D) কোরিওলিস বল



২৬। বিখ্যাত ইউরোপীয় রাষ্ট্রদূত স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজসভায় কবে আসেন?


A) 1565 খ্রীস্টাব্দ

B) 1615 খ্রীস্টাব্দ

C) 1600 খ্রীস্টাব্দ

D) 1608 খ্রীস্টাব্দ


উত্তরঃ B) 1615 খ্রীস্টাব্দ



২৭। থায়ামিনের ঘাটতির ফলে মানবদেহে কোন রোগ হয়?


A) রিকেট

B) পেলেগ্রা

C) স্কার্ভি

D) বেরিবেরি


উত্তরঃ D) বেরিবেরি



২৮। পৃথিবীর বায়ুমণ্ডলে দ্বিতীয় সর্বাধিক উপস্থিত থাকা গ্যাস কোনটি?


A) অক্সিজেন

B) কার্বন ডাই অক্সাইড

C) নাইট্রোজেন

D) আর্গন


উত্তরঃ A) অক্সিজেন



২৯। জিএসটি কাউন্সিলের নেতৃত্বে কে থাকেন?


A) প্রধানমন্ত্রী

B) কেন্দ্রীয় অর্থমন্ত্রী

C) SEBI সভাপতি

D) RBI গভর্নর


উত্তরঃ B) কেন্দ্রীয় অর্থমন্ত্রী



৩০। ভারত ________ এর উত্তরে অবস্থিত।


A) বিষুবরেখা

B) মকরক্রান্তি রেখা

C) কর্কটক্রান্তি রেখা

D) মূলমধ্যরেখা


উত্তরঃ A) বিষুবরেখা



Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad