Daily Current Affairs in Bengali 2023 - 1st September
Daily Current Affairs in Bengali 2023 - 1st September |
বাংলা জিকে ডায়েরি 📘
Daily Current Affairs in Bengali 2023 - 1st September পেজে আপনি পাবেন 10টি কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali 2023 বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Daily Current Affairs in Bengali 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs in Bengali 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।
Daily Current Affairs in Bengali 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Knowledge Account থেকে।
Daily Current Affairs in Bengali 2023 - 1st September
1. ভারত ও কোন দেশের নৌবাহিনীর মধ্যে 5th AUSINDEX নৌমহড়া অনুষ্ঠিত হল?
উত্তরঃ অস্ট্রেলিয়া
2. Miss World 2023 ইভেন্ট কোন শহরে আয়োজিত হবে?
উত্তরঃ কাশ্মীর
3. Century Mattress কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন কে?
উত্তরঃ পি.ভি. সিন্ধু
4. Tata Power Renewable Energy Limited কোন রাজ্যের সাথে 28.12 মেগাওয়াট Green Energy Project এর জন্য চুক্তি করেছে?
উত্তরঃ মহারাষ্ট্র
5. 2023 সালে Miss Earth India শিরোপা জিতলেন কে?
উত্তরঃ প্রিয়ান সেন
6. কোন ব্যাঙ্ক একটি নতুন ধরনের সেভিংস অ্যাকাউন্ট 'Infinity Savings Account' চালু করেছে?
উত্তরঃ Axis Bank
7. কোন রাজ্য সরকার 1 সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করতে চলেছে?
উত্তরঃ পশ্চিমবঙ্গ
8. Midwicket Stories টেলিভিশন শো এর প্রিন্সিপাল অ্যাডভাইজার পদে কে নিযুক্ত হলেন?
উত্তরঃ সুনীল গাভাস্কার
9. যুদ্ধজাহাজ 'মহেন্দ্রগিরি' নির্মান করেছে কোন শিপবিল্ডার্স লিমিটেড?
উত্তরঃ Mazagon Dock Shipbuilders
10. মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনার টাকার পরিমান বাড়ানো হয়েছে, এটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত?
উত্তরঃ উত্তর প্রদেশ
Daily Current Affairs in Bengali 2023
Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।
Read More...
◾ Daily Current Affairs in Bengali 2023 - September
Please do not enter any spam link in the comment box.