Ads Area

Daily Current Affairs in Bengali 2023 - 2nd September

Daily Current Affairs in Bengali 2023 - 2nd September

Daily Current Affairs in Bengali 2023 - 2nd September
Daily Current Affairs in Bengali 2023 - 2nd September

বাংলা জিকে ডায়েরি 📘

Daily Current Affairs in Bengali 2023 - 2nd September পেজে আপনি পাবেন 10টি কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali 2023 বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



Daily Current Affairs in Bengali 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স


Daily Current Affairs in Bengali 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Knowledge Account থেকে।



Daily Current Affairs in Bengali 2023 - 2nd September


1. রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারপার্সন ও সিইও পদে কে নিযুক্ত হলেন?


উত্তরঃ জয়া ভার্মা সিনহা



2. কোন রাজ্যে 10000টি গাছ রোপনের জন্য বর্ডার রোড অর্গানাইজেশন কে নির্দেশ দিল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল?


উত্তরঃ উত্তরাখণ্ড



3. ভারতের প্রথম রাজ্য হিসেবে কোন রাজ্য সরকার Aadhar linked birth registration শুরু করলো?


উত্তরঃ নাগাল্যান্ড



4. আসাম রাজ্যের যে দীর্ঘতম ফ্লাইওভারের উদ্বোধন হল তার দৈর্ঘ্য কত?


উত্তরঃ 2.63 কিমি



5. PB Fintech Group এর ম্যানেজিং ডিরেক্টর পদে কি নিযুক্ত হলেন?


উত্তরঃ সর্ববীর সিং



6. কে All India Radio এবং NSD এর প্রধান মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন?


উত্তরঃ ডাঃ বাসুধা গুপ্তা



7. সৌদি আরব ও কোন দেশের মধ্যে খনি খাতে (Mining Sector) সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো?


উত্তরঃ তুরস্ক



8. ভারতের প্রথম United Parcel Service (UPS) প্রযুক্তি কেন্দ্র কোথায় উদ্বোধন করা হল?


উত্তরঃ চেন্নাই



9. ভারতীয় ক্রিকেট দলের ঘরোয়া ম্যাচের টাইটেল স্পন্সরশিপ পেলো কে?


উত্তরঃ IDFC First Bank



10. কোন রাজ্য সরকার পঞ্চায়েত, মিউনিসিপালিটি এবং সিভিক কর্পোরেশনে OBC সম্প্রদায়ের জন্য 27% সংরক্ষণ দিতে চলেছে?


উত্তরঃ গুজরাট




Daily Current Affairs in Bengali 2023


Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।



Read More...

Daily Current Affairs in Bengali 2023 - September


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad