Ads Area

General knowledge in bengali with answers - Part 59 - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

General knowledge in bengali with answers - Part 59 - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

General knowledge in bengali with answers - Part 59 - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
General knowledge in bengali with answers

বাংলা জিকে ডায়েরি 📘

General knowledge in bengali with answers এর এই পর্বে চাকরির পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে ৩০টি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।


General knowledge in bengali with answers পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব General knowledge in bengali with answers যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এই General knowledge in bengali with answers পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।



General knowledge in bengali with answers


১। কোন বস্তুকে উপর দিকে ছুড়ে দিলে কেন তা আবার নিচে নেমে আসে?

➥ পৃথিবীর অভিকর্ষ বলের জন্য



২। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র আবিষ্কার করেন কে?

➥ আচার্য জগদীশচন্দ্র বসু



৩। কোন বস্তুর প্রাথমিক ও শেষ অবস্থান মিলে গেলে সরণ কত হয়?

➥ শূন্য



৪। কোন পরীক্ষা তরলের স্ফুটনাঙ্কের ওপর চাপের প্রভাবকে প্রমাণ করে?

➥ ফ্রাঙ্কলিনের পরীক্ষা



৫। আয়োডাইজড খাদ্যলবণে আয়োডিনের কোন যৌগ থাকে?

➥ পটাশিয়াম আয়োডাইড



৬। নক্ষত্রের আলো মিটমিট করে কেন?

➥ অপবর্তন



৭। বিজ্ঞানী দিমিত্রি ইভানোভিচ মেন্ডেলিফ কোন মৌলকে 'দুষ্ট মৌল'এর আখ্যা দেন?

➥ হাইড্রোজেন



৮। শ্বেত রক্তকণিকার উৎপত্তিস্থল কোথায়?

➥ পীত অস্থিমজ্জা কোশ



৯। উদ্ভিদ সালোকসংশ্লেষের সময় মাটির কোন জলকে শোষণ করতে পারে?

➥ কৈশিক জল



১০। কোন গাছে 'রেফাইড' পাওয়া যায়?

➥ কচুতে



১১। ভারতের প্রথম নিবন্ধিত ট্রেড ইউনিয়ন কোনটি ছিল?

➥ মাদ্রাজ লেবার ইউনিয়ন



১২। 'ঠান্ডা যুদ্ধ' কথাটি কার উক্তি?

➥ ওয়াল্টার লিপম্যান



১৩। 'হাউস অফ কমন্স'এ নির্বাচিত প্রথম ভারতীয় কে?

➥ দাদাভাই নওরোজী



১৪। কোন কবি 'আসাদ' কলম দিয়ে উর্দু গজল লিখতেন?

➥ মির্জা গালিব



১৫। কোন মোগল চিত্রশিল্পীকে প্রথমবারের মতো 'সাইবেরিয়ান ক্রেন' ও 'ডোডো' আঁকার কৃতিত্ব দেওয়া হয়?

➥ উস্তাদ মনসুর



১৬। জুজহার সিং, যিনি একজন বুন্দেল প্রধান ছিলেন, তিনি কার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন?

➥ শাহজাহান



১৭। 1946 সালে অন্তর্বর্তী সরকারের সময় গঠিত নির্বাহী পরিষদের সহ-সভাপতি কে ছিলেন?

➥ জওহরলাল নেহেরু



১৮। কোন কমিশনের সুপারিশে ওয়ারেন হেস্টিংস 'একসালা বন্দোবস্ত' প্রবর্তন করেন?

➥ আমিনি কমিশন



১৯। রণজিৎ সিংহ কোন মিসলের অধিপতি ছিলেন?

➥ সুকারচুকিয়া



২০। 1877 সালে ভারতের প্রথম শ্রমিক ধর্মঘট কোথায় হয়েছিল?

➥ নাগপুর



২১। কত সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে?

➥ 1992 সালে



২২। পশ্চিমবঙ্গের জলবায়ু কোন বায়ুপ্রবাহের মাধ্যমে সর্বাধিক প্রবাহিত হয়?

➥ মৌসুমী বায়ু



২৩। ভারতের প্রথম কার্পাস বয়ন কেন্দ্র কোথায় স্থাপিত হয়?

➥ ঘুসুরি (পশ্চিমবঙ্গের হুগলিতে)



২৪। 'ভরতপুর পাখিরালয়' ভারতের কোন রাজ্যে আছে?

➥ রাজস্থান



২৫। পলি, কাদা প্রভৃতি পদার্থ নদী কিভাবে বহন করে?

➥ ভাসমান প্রক্রিয়ায়



২৬। 'বেরিং স্রোত' কোন মহাসাগরে দেখা যায়?

➥ প্রশান্ত মহাসাগর



২৭। কোন প্রণালীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে?

➥ বেরিং



২৮। 'রোটাংপাস গিরিপথ' ভারতের কোন রাজ্যে আছে?

➥ হিমাচল প্রদেশ



২৯। ভারতের সবথেকে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি?

➥ বিহার



৩০। ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট উৎপাদক অঞ্চল কোনটি?

➥ পালামৌর খনি অঞ্চল



আরো পড়ুন...

General knowledge in bengali with answers

Online GK Mock Test in Bengali Part - 136

WBPSC Food SI GK Mock Test in Bengali Part - 05


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad