Ads Area

ভারতীয় রেলে গ্রুপ-সি পদে চাকরির সুবর্ণ সুযোগ! জানুন বিস্তারিত

ভারতীয় রেলে গ্রুপ-সি পদে চাকরির সুবর্ণ সুযোগ! জানুন বিস্তারিত

ভারতীয় রেলে গ্রুপ-সি পদে চাকরির সুবর্ণ সুযোগ!
ভারতীয় রেলে গ্রুপ-সি পদে চাকরির সুবর্ণ সুযোগ!

নতুন বছর শুরু হতেই ভারতীয় রেলে চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার খেলার কোটায় গ্রুপ-সি পদে নিয়োগ পেতে পারেন মাধ্যমিক পাশ করা প্রার্থীরাও। উত্তর মধ্য রেল (North Central Railway) বিভিন্ন খেলার যোগ্যতাসম্পন্ন পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদন করতে আমন্ত্রণ জানাচ্ছে। বিস্তারিত তথ্য নিচে উপস্থাপন করা হলো।


পদের বিবরণ-


পদ: গ্রুপ-সি

বিভাগ: উত্তর মধ্য রেল

মোট শূন্যপদ: ৪৬টি

কোটা: ক্রীড়া কোটা



যোগ্যতা-

১. শিক্ষাগত যোগ্যতা:

স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ।

কিছু পদের জন্য ITI, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।


২. খেলার যোগ্যতা:

আবেদনকারীকে ক্রিকেট, হকি, কুস্তি, ফুটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, কবাডি, বাস্কেটবল, ভলিবল, জিমন্যাস্টিক, সুইমিং ইত্যাদির সঙ্গে যুক্ত হতে হবে।

খেলার ক্ষেত্রে সুনির্দিষ্ট যোগ্যতা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে।

(ads1)


বেতন কাঠামো-

পে লেভেল ১ অনুসারে বেতন দেওয়া হবে, যা সপ্তম পে কমিশন অনুযায়ী। এর সঙ্গে রেলের অন্যান্য সুবিধাও প্রযোজ্য।



আবেদন পদ্ধতি-

১. আবেদন করতে হলে www.rrcnr.org ওয়েবসাইটে যেতে হবে।

২. অনলাইন ফর্ম পূরণ করার সময় সমস্ত তথ্য সঠিকভাবে দিতে হবে।

৩. প্রয়োজনীয় নথি আপলোড করার পরে আবেদন ফি জমা দিতে হবে।

৪. আবেদন ফি জমা না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।



আবেদন ফি-

➨ UR/OBC পুরুষ প্রার্থী: ৫০০ টাকা।

➨ SC/ST/PWD/মহিলা প্রার্থী: ২৫০ টাকা।



আবেদনের সময়সীমা-

আবেদন শুরু: ৮ জানুয়ারি ২০২৫

আবেদন শেষ: ৭ ফেব্রুয়ারি ২০২৫



বয়স সীমা-

বয়স সংক্রান্ত শর্ত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখিত।


সরকারি চাকরিতে আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের সময়মতো আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। আরও তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ুন।


Official Website


Click here for apply



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad