Ads Area

ITI পাস প্রার্থীদের জন্য কেন্দ্রীয় চাকরি, ইউরেনিয়াম কর্পোরেশনে নিয়োগ

ITI পাস প্রার্থীদের জন্য কেন্দ্রীয় চাকরি, ইউরেনিয়াম কর্পোরেশনে নিয়োগ

ITI পাস প্রার্থীদের জন্য কেন্দ্রীয় চাকরি, ইউরেনিয়াম কর্পোরেশনে নিয়োগ
ITI পাস প্রার্থীদের জন্য কেন্দ্রীয় চাকরি, ইউরেনিয়াম কর্পোরেশনে নিয়োগ

সরকারি চাকরির অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য বিশাল সুখবর। কেন্দ্রীয় সরকারের অধীন ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (UCIL) শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাধ্যমিক পাস এবং ITI সার্টিফিকেটধারীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন। প্রশিক্ষণের সময় স্টাইপেন্ডের সুবিধার পাশাপাশি কেন্দ্রীয় সরকারি চাকরির অভিজ্ঞতা পাওয়ার সুযোগ রয়েছে।

এই প্রতিবেদনে নিয়োগের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হল—পদ, যোগ্যতা, শূন্যপদ, আবেদন প্রক্রিয়া এবং স্টাইপেন্ড।

(ads1)

নিয়োগ হবে কোন কোন পদে?

UCIL-এর অধীনে আটটি ভিন্ন ট্রেডে শিক্ষানবিশদের নিয়োগ করা হবে।

➣ ফিটার

➣ ওয়েল্ডার (গ্যাস এবং ইলেকট্রিক)

➣ প্লাম্বার

➣ মেশিনিস্ট

➣ ইলেকট্রিশিয়ান

➣ মেকানিক (ডিজেল)

➣ কার্পেন্টার

➣ পাম্প অপারেটর কাম মেকানিক


আরও পড়ুনঃ AIIMS-এ ৪৫৯৭টি গ্রুপ-সি পদে নিয়োগ: মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ!


কাদের জন্য এই নিয়োগ?

UCIL শিক্ষানবিশ পদে আবেদনের জন্য যোগ্যতার শর্তগুলো হলো—

1. শিক্ষাগত যোগ্যতা:

➣ স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (১০ম শ্রেণি) পাস।

➣ সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স সম্পন্ন।


2. বয়সসীমা:

➣ বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছর।

➣ সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।


3. অতিরিক্ত শর্ত:

➣ যাঁরা ইতিমধ্যেই অন্যত্র অ্যাপ্রেন্টিস হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁরা আবেদন করতে পারবেন না।

➣শুধুমাত্র ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারবেন।

(ads2)

কতগুলি পদ খালি আছে?

➣ মোট ২২৮টি শিক্ষানবিশ পদ খালি রয়েছে।


বেতন ও স্টাইপেন্ডের সুবিধা

১৯৯২ সালের অ্যাপ্রেন্টিস আইন অনুযায়ী শিক্ষানবিশদের প্রশিক্ষণকালীন সময়ে উচ্চ মানের স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেড অনুযায়ী স্টাইপেন্ডের হার আলাদা হতে পারে।


নিয়োগ হবে কীভাবে?

UCIL মাধ্যমিক এবং ITI পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মেধা তালিকা তৈরি করবে। কোনো লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকার নেওয়া হবে না।


আরও পড়ুনঃ ৪৩২টি শূন্যপদে পিজিটি শিক্ষক নিয়োগ, জেনে নিন আবেদন করার পদ্ধতি


আবেদনের ধাপগুলো কী?

১. ওয়েবসাইটে যান:

apprenticeshipindia.gov.in লিংকে ক্লিক করুন।


২. রেজিস্ট্রেশন করুন:

➣ নতুন ব্যবহারকারীরা নাম, জন্মতারিখ, ইমেইল, এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।


৩. ইমেইল যাচাইকরণ:

➣ রেজিস্ট্রেশনের পর ইমেইলে পাঠানো কনফারমেশন লিংক ক্লিক করে অ্যাকাউন্ট সক্রিয় করুন।


৪. লগইন করুন:

➣ নিজের ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।


৫. নথি আপলোড করুন:

➣ মাধ্যমিকের মার্কশিট

➣ ITI সার্টিফিকেট

➣ বয়সের প্রমাণ

➣ জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)।

➣ স্ক্যান করা নথি আপলোড করুন।


৬. সাবমিট করুন:

➣ সব তথ্য যাচাই করে আবেদন সম্পূর্ণ করুন।


নিয়োগের শর্তাবলি বুঝে নিন

UCIL-এর বিজ্ঞপ্তি নম্বর 01/2025-এর যাবতীয় শর্তাবলি এবং নিয়মগুলো বুঝে তবেই আবেদন করুন।

ITI কোর্স সম্পন্ন করা চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ। কেন্দ্রীয় সরকারের অধীন UCIL-এ শিক্ষানবিশ হিসেবে কাজের অভিজ্ঞতা আপনার কেরিয়ার গড়তে সাহায্য করবে। দেরি না করে এখনই আবেদন করুন এবং সুযোগের সদ্ব্যবহার করুন।


Download Notification


আরও পড়ুনঃ

◼️ ভারতীয় রেলে গ্রুপ-সি পদে চাকরির সুবর্ণ সুযোগ! জানুন বিস্তারিত

◼️ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ ভবনে WBSEDCL-এ চাকরির সুবর্ণ সুযোগ!


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad