৪৩২টি শূন্যপদে পিজিটি শিক্ষক নিয়োগ, জেনে নিন আবেদন করার পদ্ধতি
![]() |
পিজিটি শিক্ষক নিয়োগ |
বিগত কয়েক বছর ধরে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থবিরতা লক্ষ্য করা গেলেও এবার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে দিল্লি সাব-অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড (DSSSB)। বিভিন্ন বিষয়ে পিজিটি (পোস্ট গ্রাজুয়েট টিচার) পদে মোট ৪৩২টি শূন্যপদে নিয়োগ করা হবে। যারা এই পদের জন্য যোগ্য, তারা যেন আবেদন করার সুযোগটি হাতছাড়া না করেন। চলুন এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিই।
পদের বিবরণ-
➢ পদের নাম: পিজিটি (পোস্ট গ্রাজুয়েট টিচার)।
➢ মোট শূন্যপদ: ৪৩২টি।
বিভাগভিত্তিক পদসংখ্যা-
ক্যাটাগরি | শূন্যপদের সংখ্যা |
---|---|
জেনারেল (GEN) | ২৩১ |
ওবিসি (OBC) | ১০৫ |
এসসি (SC) | ৩৭ |
এসটি (ST) | ১৮ |
ইডব্লিউএস (EWS) | ৪১ |
প্রতিবন্ধী (PwBD) | ২০ |
বয়সসীমা-
➢ সর্বোচ্চ বয়স: ৩০ বছর।
➢ সরকারি কর্মচারীদের জন্য বিশেষ ছাড়: বয়সসীমায় ৫ বছরের ছাড়।
(ads1)
বেতনক্রম-
এই পদের জন্য প্রার্থীদের বেতন হবে ₹৪৭,৬০০ থেকে ₹১,৫১,১০০।
শিক্ষাগত যোগ্যতা-
1. সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি আবশ্যক।
2. সাথে বি.এড ডিগ্রি থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া-
আবেদন করতে হবে অনলাইনে। ডিএসএসএসবি-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
ওয়েবসাইট: dsssbonline.nic.in
➢ আবেদন শুরুর তারিখ: ১৬ জানুয়ারি, ২০২৫
➢ আবেদনের শেষ তারিখ: ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
আবেদন ফি-
➢ সাধারণ ও ওবিসি প্রার্থীদের জন্য: ₹১০০
➢ PwBD, SC, ST, ExSM এবং মেয়েদের জন্য: কোনও আবেদন ফি নেই।
নিয়োগ প্রক্রিয়া-
এই পদের জন্য একটি তিন ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় মোট ৩০০টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান ১। পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে।
(ads2)
পরীক্ষার বিষয় এবং নম্বর বিন্যাস:
1. মেন্টাল এবিলিটি ও রিজিওনিং (Mental Ability & Reasoning): ৫০টি প্রশ্ন
2. জেনারেল এওয়ারনেস (General Awareness): ৫০টি প্রশ্ন
3. ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও কম্প্রিহেনশন (English Language & Comprehension): ৫০টি প্রশ্ন
4. হিন্দি ল্যাঙ্গুয়েজ ও কম্প্রিহেনশন (Hindi Language & Comprehension): ৫০টি প্রশ্ন
5. নিউমেরিক্যাল অ্যাপটিটিউড ও ডাটা ইন্টারপ্রিটেশন (Numerical Aptitude & Data Interpretation): ৫০টি প্রশ্ন
এছাড়া, প্রার্থীদের স্নাতকোত্তর বিষয়ে জ্ঞান এবং শিক্ষণ পদ্ধতি সম্পর্কিত আরও ১০০ নম্বরের প্রশ্ন থাকবে।
চূড়ান্ত নির্বাচন-
পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কাট-অফ নির্ধারণ করে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ণ তথ্যের সংক্ষিপ্তসার-
বিষয় | তথ্য |
---|---|
শূন্যপদ সংখ্যা | ৪৩২টি |
বয়সসীমা | সর্বোচ্চ ৩০ বছর (সরকারি কর্মচারীদের জন্য ৫ বছরের ছাড়) |
বেতনক্রম | ₹৪৭,৬০০ - ₹১,৫১,১০০ |
যোগ্যতা | মাস্টার্স ডিগ্রি + বি.এড |
আবেদন শুরু | ১৬ জানুয়ারি, ২০২৫ |
আবেদন শেষ | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
আবেদন ফি | ₹১০০ (মহিলাদের ও নির্দিষ্ট ক্যাটাগরির জন্য ফি নেই) |
পরীক্ষার ধরণ | লিখিত পরীক্ষা (৩০০ নম্বর) + বিষয়ভিত্তিক প্রশ্ন (১০০ নম্বর) |
নেগেটিভ মার্কিন | প্রযোজ্য |
আরও পড়ুন...
➥ ভারতীয় রেলে গ্রুপ-সি পদে চাকরির সুবর্ণ সুযোগ! জানুন বিস্তারিত
➥ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ ভবনে WBSEDCL-এ চাকরির সুবর্ণ সুযোগ!
➥ পূর্ব বর্ধমানে নার্স নিয়োগ, বেতন ২৫,০০০ টাকা
Please do not enter any spam link in the comment box.