১৭ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs in Bengali
![]() |
১৭ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স |
১৭ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়ুন, WBCS, SSC সহ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সহ।
প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স (Daily Current Affairs in Bengali) হলো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির এক অপরিহার্য অংশ। আজ, ১৭ এপ্রিল ২০২৫, আমরা উপস্থাপন করছি দিনটির জাতীয়, আন্তর্জাতিক, অর্থনৈতিক ও ক্রীড়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলি এবং তার উপর ভিত্তিক প্রশ্নোত্তর। এই তথ্যগুলি WBCS, SSC, RRB, Banking ইত্যাদি পরীক্ষায় সহায়ক হবে।
১৭ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Q1. সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি পদে কে নিযুক্ত হতে চলেছেন?
✅ সঠিক উত্তর: A. বিচারপতি বি.আর. গবই
Q2. কোন দল 15তম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 জিতেছে?
✅ সঠিক উত্তর: A. Hockey Punjab
Q3. Tokyo Live Global Endoscopy 2025 অনুষ্ঠানে কাকে "Legends of Endoscopy" পুরস্কারে ভূষিত করা হয়েছে?
✅ সঠিক উত্তর: C. ডঃ ডি নাগেশ্বর রেড্ডি
Q4. আধার বাস্তবায়নে উৎকর্ষতার জন্য কোন রাজ্য ২০২৫ সালে দুটি UIDAI পুরস্কার পেয়েছে?
✅ সঠিক উত্তর: D. মেঘালয়
Q5. ACI World Report 2024-এ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের global rank কত?
✅ সঠিক উত্তর: B. 9th
Q6. গুগলের সদ্য চালু হওয়া সপ্তম প্রজন্মের AI চিপের নাম কি?
✅ সঠিক উত্তর: C. Ironwood
Q7. প্রাক্তন প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাউই সম্প্রতি 85 বছর বয়সে মারা গেছেন। আবদুল্লাহ আহমদ বাদাউই কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন?
✅ সঠিক উত্তর: C. মালয়েশিয়া
Q8. তামিলনাড়ুতে তামিল নববর্ষ হিসাবে পালিত ঐতিহ্যবাহী ফসলের উৎসব নিচের কোন নামে পরিচিত?
✅ সঠিক উত্তর: D. Puthandu
Q9. সাপের কামড়ে কার্যকর চিকিৎসায় সহায়তা করার জন্য কোন প্রতিষ্ঠান রাসেলের ভাইপারের "বিষের মানচিত্র" তৈরি করেছে?
✅ সঠিক উত্তর: D. IISc
Q10. থেরিয়াম ভিত্তিক ছোট মডুলার রিঅ্যাক্টর তৈরির জন্য রাশিয়ার ROSATOM-এর সাথে ভারতের কোন রাজ্য একটি সমঝোতার স্মারক স্বাক্ষর করেছে?
✅ সঠিক উত্তর: A. মহারাষ্ট্র
Reference Video: Click Here
আরও পড়ুনঃ
◼️ ১৬ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
◼️ ১৫ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
◼️ ১৪ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Please do not enter any spam link in the comment box.