Ads Area

১৬ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs in Bengali

১৬ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs in Bengali

১৬ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
১৬ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

১৬ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়ুন, WBCS, SSC সহ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সহ।

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স (Daily Current Affairs in Bengali) হলো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির এক অপরিহার্য অংশ। আজ, ১৬ এপ্রিল ২০২৫, আমরা উপস্থাপন করছি দিনটির জাতীয়, আন্তর্জাতিক, অর্থনৈতিক ও ক্রীড়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলি এবং তার উপর ভিত্তিক প্রশ্নোত্তর। এই তথ্যগুলি WBCS, SSC, RRB, Banking ইত্যাদি পরীক্ষায় সহায়ক হবে।


১৬ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স


Q1. ২০৩৫ সালে ফিফা মহিলা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
  • A. ইউনাইটেড কিংডম
  • B. ব্রাজিল
  • C. আর্জেন্টিনা
  • D. জার্মানি
✅ সঠিক উত্তর: A. ইউনাইটেড কিংডম
Q2. ভারতের প্রথম সেমিকন্ডাক্টর চিপ প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করা হয়েছিল?
  • A. রায়পুর
  • B. যোধপুর
  • C. চেন্নাই
  • D. ভোপাল
✅ সঠিক উত্তর: A. রায়পুর
Q3. কোন রাজ্য সরকার ভূমি রেকর্ড ব্যবস্থাপনার জন্য Bhu Bharati পোর্টাল চালু করেছে?
  • A. তেলেঙ্গানা
  • B. রাজস্থান
  • C. হরিয়ানা
  • D. পাঞ্জাব
✅ সঠিক উত্তর: A. তেলেঙ্গানা
Q4. কোন রাজ্য সরকার 2025 সালের এপ্রিলের ছাদে সৌর বিদ্যুৎ ব্যবস্থার দ্রুত বৃদ্ধি করার জন্য সৌর মিশন চালু করেছে?
  • A. উত্তর প্রদেশ
  • B. নাগাল্যান্ড
  • C. গুজরাট
  • D. কেরল
✅ সঠিক উত্তর: B. নাগাল্যান্ড
Q5. ভারতের প্রথম রাজ্য হিসেবে কোন রাজ্য তফশিলি জাতি শ্রেণীবিন্যাস আইন বাস্তবায়ন করে?
  • A. মধ্যপ্রদেশ
  • B. তেলেঙ্গানা
  • C. কর্ণাটক
  • D. অন্ধ্রপ্রদেশ
✅ সঠিক উত্তর: B. তেলেঙ্গানা
Q6. 2025 সালে বিহারে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া যুব গেমসের মাস্কটের নাম কি?
  • A. বীর বিহারী
  • B. গজ সিংহ
  • C. খেলো বীর
  • D. অশোক
✅ সঠিক উত্তর: B. গজ সিংহ
Q7. ইকুয়েডরের রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে কে জয়ী হয়েছেন?
  • A. রাফায়েল কর্রিয়া
  • B. গুইলর্মো লাসো
  • C. লুইসা গোঞ্জালেজ
  • D. ড্যানিয়েল নোবোয়া
✅ সঠিক উত্তর: D. ড্যানিয়েল নোবোয়া
Q8. ল্যাম্বোরগিনি ইন্ডিয়ার প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন?
  • A. রোশনি নাদার
  • B. নিধি কৈন্থ
  • C. শ্বেতা শর্মা
  • D. নীলম সোনি
✅ সঠিক উত্তর: B. নিধি কৈন্থ
Q9. ICC পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারপারসন হিসেবে কে পুনরায় নিয়োগ হয়েছেন?
  • A. অনিল কুম্বলে
  • B. রাহুল দ্রাবিড়
  • C. সৌরভ গাঙ্গুলী
  • D. ভিভিএস লক্ষ্মণ
✅ সঠিক উত্তর: C. সৌরভ গাঙ্গুলী
Q10. কলকাতার সবচেয়ে লম্বা স্কাইওয়াকের উদ্বোধন কে করেছেন?
  • A. নরেন্দ্র মোদি
  • B. মমতা ব্যানার্জি
  • C. অমিত শাহ
  • D. সি.ভি. আনন্দ বোস
✅ সঠিক উত্তর: B. মমতা ব্যানার্জি


Reference Video: Click Here


আরও পড়ুনঃ

◼️ ১৫ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

◼️ ১৪ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

◼️ ১৩ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad