পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা 2025 | WBP Constable & SI সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর - Set 23

Ads

পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা 2025 | WBP Constable & SI সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর - Set 23

পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা 2025 | WBP Constable & SI সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর - Set 23


WBP Constable & SI সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর
WBP Constable & SI সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং এসআই পরীক্ষা 2025 প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞানের প্রশ্ন এবং উত্তর খুবই গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় জিকে থেকে প্রশ্ন বারবার আসে, তাই নিয়মিত অনুশীলন আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। এই ব্লগ পোস্টে, আমরা WBP Constable & SI সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর – Set 23 নিয়ে আলোচনা করেছি, যা পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে সহায়ক হবে। এখানে প্রদত্ত প্রশ্ন এবং উত্তরগুলি বাংলায় উপস্থাপন করা হয়েছে, যাতে প্রার্থীরা সহজেই পড়তে এবং মনে রাখতে পারেন।


WBP Constable & SI GK Questions in Bengali


1) সারনাথ কোন রাজ্যে অবস্থিত?


A) বিহার

B) উত্তর প্রদেশ

C) মধ্যপ্রদেশ

D) উত্তরাখণ্ড


Ans: B) উত্তর প্রদেশ


2) ভারতের অর্থনীতির জনক (Father of Indian Economics) কে?


A) পি. ভি. নরসিমহা রাও

B) পি. সি. মহলানবীশ

C) কৌটিল্য

D) মনমোহন সিং


Ans: C) কৌটিল্য


3) হোমি ভাবা কিসের জনক?


A) হোমিওপ্যাথি

B) ভারতীয় মহাকাশ কর্মসূচি

C) পদার্থবিদ্যা

D) ভারতীয় পারমাণবিক কর্মসূচি


Ans: D) ভারতীয় পারমাণবিক কর্মসূচি


4) নিম্নের কোনটি শেয়ার মার্কেটের সাথে যুক্ত?


A) কারেন্ট অ্যাকাউন্ট

B) ক্যাপিটাল অ্যাকাউন্ট

C) ট্রেডিং অ্যাকাউন্ট

D) সেভিংস অ্যাকাউন্ট


Ans: C) ট্রেডিং অ্যাকাউন্ট


5) লোহিত রক্ত কণিকা কোথায় সৃষ্টি হয়?


A) ফুসফুস

B) হৃৎপিণ্ড

C) অস্থিমজ্জা

D) কিডনি


Ans: C) অস্থিমজ্জা


6) ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি?


A) হেমিস জাতীয় উদ্যান

B) জিম করবেট জাতীয় উদ্যান

C) রণথম্ভোর জাতীয় উদ্যান

D) কাজিরাঙ্গা জাতীয় উদ্যান


Ans: A) হেমিস জাতীয় উদ্যান


7) কত সালে অস্ত্র আইন প্রণীত হয়?


A) 1854

B) 1863

C) 1869

D) 1878


Ans: D) 1878


8) তক্ষশীলা বিশ্ববিদ্যালয় প্রাচীন ভারতের কোন মহাজনপদে অবস্থিত ছিল?


A) কম্বোজ

B) কুরু

C) গান্ধার

D) মগধ


Ans: C) গান্ধার


9) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয় পদার্থ দ্বারা নির্গত হয় না?


A) ইলেকট্রন

B) তড়িৎচৌম্বকীয় বিকিরণ

C) আলফা কণা

D) নিউট্রন


Ans: D) নিউট্রন


10) বঙ্গভঙ্গের বিরুদ্ধে কোন আন্দোলন শুরু হয়?


A) অসহযোগ আন্দোলন

B) সশস্ত্র বিপ্লব

C) স্বদেশী আন্দোলন

D) ভারত ছাড়ো আন্দোলন


Ans: C) স্বদেশী আন্দোলন


11) মানুষের শরীরের কোন অঙ্গ রক্ত পরিশ্রুত করার কাজ করে?


A) হৃৎপিণ্ড

B) বৃক্ক

C) ফুসফুস

D) যকৃত


Ans: B) বৃক্ক


12) মানুষের শরীরে হাড়কে মজবুত করতে কোন ভিটামিন প্রয়োজন?


A) ভিটামিন A

B) ভিটামিন B

C) ভিটামিন C

D) ভিটামিন D


Ans: D) ভিটামিন D


13) ব্লটিং পেপারের মাধ্যমে কালির শোষণ আসলে নিম্নের কোন ঘটনা?


A) কালির সান্দ্রতা

B) কৈশিক ক্রিয়া

C) দাগের মাধ্যমে কালির বিস্তার

D) সাইফন প্রক্রিয়া


Ans: B) কৈশিক ক্রিয়া


14) দক্ষিণ ভারতের নীলগিরি পাহাড়ের দক্ষিণ প্রান্তে অবস্থিত গিরিপথটির নাম কি?


A) পালঘাট গিরিপথ

B) ভোরঘাট গিরিপথ

C) থালঘাট গিরিপথ

D) বোলান গিরিপথ


Ans: A) পালঘাট গিরিপথ


15) কে 'গুলামগিরি' গ্রন্থটি রচনা করেন?


A) স্বামী বিবেকানন্দ

B) স্বামী দয়ানন্দ সরস্বতী

C) জ্যোতিরাও ফুলে

D) অ্যানি বেসান্ত


Ans: C) জ্যোতিরাও ফুলে


16) বৈষ্ণো দেবী মন্দির কোথায় অবস্থিত?


A) গুজরাট

B) হরিয়ানা

C) হিমাচল প্রদেশ

D) জম্মু ও কাশ্মীর


Ans: D) জম্মু ও কাশ্মীর


17) বৈদিক যুগের কোন পবিত্র গ্রন্থকে "book of magical sutras" বলা হয়?


A) ঋগ্বেদ

B) অথর্ববেদ

C) যজুর্বেদ

D) সামবেদ


Ans: B) অথর্ববেদ


18) নিম্নের কে আদালতে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করেন?


A) অ্যাটর্নি জেনারেল

B) সলিসিটর জেনারেল

C) অ্যাডভোকেট জেনারেল

D) রাজ্য আইনমন্ত্রী


Ans: C) অ্যাডভোকেট জেনারেল


19) হিন্দু ফিমেল স্কুল কে প্রতিষ্ঠা করেন?


A) ডি বেথুন

B) ডিরোজিও

C) মদনমোহন তর্কালঙ্কার

D) প্যারীচাঁদ মিত্র


Ans: A) ডি বেথুন


20) চামেরা জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত?


A) পাঞ্জাব

B) মহারাষ্ট্র

C) গুজরাট

D) হিমাচল প্রদেশ


Ans: D) হিমাচল প্রদেশ


21) ভেম্বানাদ হ্রদ ভারতের কোন রাজ্যের বৃহত্তম হ্রদ?


A) কর্ণাটক

B) অন্ধ্রপ্রদেশ

C) তামিলনাড়ু

D) কেরালা


Ans: D) কেরালা


22) U20 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারতের প্রথম স্বর্ণপদক কে জিতেছেন?


A) প্রিয়া মালিক

B) তাপস্যা

C) সৃষ্টি

D) সুমিত মালিক


Ans: B) তাপস্যা


23) পর্যায় সারণীতে সবচেয়ে হালকা ধাতু কোনটি?


A) Be

B) Hg

C) Li

D) Mg


Ans: C) Li


24) বাংলায় কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন?


A) তিতুমীর

B) দীব্য

C) দেবী সিংহ

D) ভবানী পাঠক


Ans: B) দীব্য


25) ধুয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?


A) সবরমতি

B) নর্মদা

C) তাপ্তি

D) মাহি


Ans: B) নর্মদা


26) নিম্নের কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল?


A) 56 তম সংশোধন

B) 44 তম সংশোধন

C) 42 তম সংশোধন

D) এখনো সংশোধিত হয়নি


Ans: C) 42 তম সংশোধন


27) ভারতের বৃহত্তম বনভূমিযুক্ত রাজ্য কোনটি?


A) অরুণাচল প্রদেশ

B) হরিয়ানা

C) মধ্যপ্রদেশ

D) আসাম


Ans: C) মধ্যপ্রদেশ


28) তরলের গভীরতা বাড়লে তরলের চাপের কিরূপ পরিবর্তন হয়?


A) কমে

B) বাড়ে

C) একই থাকে

D) কোনো ভূমিকা নেই


Ans: B) বাড়ে


29) মথুরা কোন নদীর তীরে অবস্থিত?


A) যমুনা

B) গঙ্গা

C) তাপ্তি

D) গোমতী


Ans: A) যমুনা


30) বাসক গাছের পাতায় নিচের কোনটি পাওয়া যায়?


A) ডাটুরিন

B) কুইনাইন

C) রেসারপিন

D) ভ্যাসিসিন


Ans: D) ভ্যাসিসিন


31) ২০২৫ সালের এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম পদক কে জিতলেন?


A) রমেশ বুদিহাল

B) মানিকন্দন দেশাই

C) সূর্য প্রকাশ

D) অঙ্কিত ভার্মা


Ans: A) রমেশ বুদিহাল


32) জয়চন্ডী পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?


A) ঝাড়গ্রাম

B) পুরুলিয়া

C) পশ্চিম বর্ধমান

D) বীরভূম


Ans: B) পুরুলিয়া


33) 'বার্ডি' এবং 'ঈগল' শব্দ দুটি নিম্নলিখিত কোন খেলায় ব্যবহৃত হয়?


A) শুটিং

B) বাস্কেটবল

C) গল্ফ

D) বক্সিং


Ans: C) গল্ফ


34) কোন শহর 'Cottonopolis of India' নামে পরিচিত?


A) যোধপুর

B) জয়পুর

C) উদয়পুর

D) মুম্বাই


Ans: D) মুম্বাই


35) কোন রাজ্যে প্রচুর পরিমাণে বক্সাইট খনি রয়েছে?


A) ওড়িশা

B) রাজস্থান

C) মধ্যপ্রদেশ

D) গোয়া


Ans: A) ওড়িশা


36) নিম্নলিখিতগুলির মধ্যে কোন জোড়ার একক এক নয়?


A) দ্রুতি এবং বেগ

B) ত্বরণ এবং ত্বরণের কারণে ত্বরণ

C) ভরবেগ এবং বল

D) দূরত্ব এবং সরণ


Ans: C) ভরবেগ এবং বল


37) নিম্নলিখিত কোনটি আমাদের শরীরের অন্তঃক্ষরা গ্রন্থি নয়?


A) পিটুইটারি গ্রন্থি

B) লালাগ্রন্থি

C) অ্যাড্রিনাল গ্রন্থি

D) থাইরয়েড গ্রন্থি


Ans: B) লালাগ্রন্থি


38) 1688 সালে কোন প্রেসিডেন্সিতে প্রথম পৌরনিগম স্থাপিত হয়?


A) মাদ্রাজ

B) কলকাতা

C) বোম্বাই

D) নাগপুর


Ans: A) মাদ্রাজ


39) কোন যন্ত্রটি হৃদস্পন্দন সনাক্তকরণে সহায়তা করে?


A) স্টেথোস্কোপ

B) থার্মোমিটার

C) স্পিরোমাটার

D) স্ফিগমোম্যানোমিটার


Ans: A) স্টেথোস্কোপ


40) হরিকৃষ্ণন এ. রা ভারতের হয়ে কোন গ্র্যান্ডমাস্টার নম্বর অর্জন করেছেন?


A) 85তম

B) 87তম

C) 90তম

D) 83তম


Ans: B) 87তম


পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং এসআই পরীক্ষা 2025-এ সাফল্য অর্জনের জন্য নিয়মিত জিকে অনুশীলন অপরিহার্য। উপরের WBP Constable & SI সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর – Set 23 প্রার্থীদের প্রস্তুতি আরও জোরদার করবে। প্রতিদিন অধ্যয়ন এবং পুনরাবৃত্তির মাধ্যমে আত্মবিশ্বাস তৈরি করুন এবং আপনার স্বপ্নের চাকরির দিকে এক ধাপ এগিয়ে যান।


আরও পড়ুনঃ

◼️ পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা 2025 - Set 22

◼️ ভারতের বিভিন্ন ক্রিকেট স্টেডিয়াম

◼️ ভারতীয় সংবাদপত্র: প্রথম প্রকাশন, ভাষা ও বিশেষ তথ্য



Tags

Post a Comment

0 Comments