Monthly Current Affairs in Bengali - August 2022 | Part 2 | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022
Monthly Current Affairs in Bengali - August 2022 | Part 2 |
নমস্কার বন্ধুরা,
এই পাঠে আমরা আপনাদের জন্য শেয়ার করলাম Monthly Current Affairs in Bengali - August 2022 | Part 2 যেখানে থাকছে ২৮টি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022।
Monthly Current Affairs in Bengali - বিভিন্ন সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। GA বিভাগে বেশিরভাগ নম্বর পেতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই পেজে আমরা Monthly Current Affairs in Bengali - August 2022 | Part 2 | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022 এর কিছু গুরুত্বপূর্ণ Current Affairs শেয়ার করেছি।
Monthly Current Affairs, কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে প্রস্তুত নেওয়ার জন্য সর্বোত্তম উপায়। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখা সম্ভব নাও হতে পারে কিন্তু Monthly Current Affairs এর এক-লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2022 দ্বারা সর্বাধিক উপকার পাওয়া যেতে পারে। আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। বেশিরভাগ পরীক্ষায় এই বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2022 বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। প্রত্যেক পরীক্ষায় Current Affairs এর গুরুত্ব কতটা তা আপনি নিজেই যাচাই করে বুঝতে পারবেন।
READ MORE
▶ Monthly Current Affairs in Bengali - July 2022
Monthly Current Affairs in Bengali - August 2022 | Part 2
১) শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- রনিল বিক্রমাসিঙ্ঘে।
২) কেন্দ্রীয় সরকারের মাধ্যমে, এমএসপি (ন্যূনতম সহায়ক মূল্য) ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য গঠিত কমিটির চেয়ারম্যান হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- সঞ্জয় আগরওয়াল।
৩) সম্প্রতি ভারতের প্রথম প্রধান ১০০% ল্যান্ডলর্ড বন্দরে পরিণত হল কোন বন্দর?
উত্তরঃ- নভি মুম্বাইয়ে অবস্থিত "জওহরলাল নেহেরু বন্দর"।
৪) ভারতের প্রথম রাজ্য হিসাবে সম্প্রতি সব নিবন্ধিত বাণিজ্যিক যানবাহন সংযুক্ত করল কারা?
উত্তরঃ- হিমাচল প্রদেশ।
৫) ২০২৪ সালের পর, কোন দেশ "আন্তর্জাতিক মহাকাশ স্টেশন" থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে?
উত্তরঃ- রাশিয়া।
৬) সম্প্রতি কোন দেশে, "লুলো রোজ" নামে বিশ্বে গত ৩০০ বছরের মধ্যে সবথেকে বড় গোলাপি হীরে পাওয়া গেছে?
উত্তরঃ- মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা।
৭) সম্প্রতি প্রয়াত বলবিন্দর সাফরি (৬৩ বছর) কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তরঃ- গায়ক।
৮) কোথায় চন্দ্রশেখর আজাদের বড় মূর্তি স্থাপন করা হবে?
উত্তরঃ- ভোপাল।
৯) ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য, কাকে সম্প্রতি সম্মানিত করল "ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম"?
উত্তরঃ- প্রাক্তন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।
১০) সম্প্রতি "ভারতের পতাকা বিধি ২০০২" পরিবর্তন করল কেন্দ্রীয় সরকার। এই নতুন বিধি অনুযায়ী কোন নতুন বিষয়টি সংযোজিত হয়েছে?
উত্তরঃ- দিন-রাত মিলিয়ে ২৪ ঘন্টাই জনসাধারণ দেশের জাতীয় পতাকা ওড়াতে পারবেন।
১১) ২০২২ সালে কোন দেশের নাগরিকরা "ডিসিডেন্ট হিউম্যান রাইটস পুরস্কার" পেয়েছেন?
উত্তরঃ- ইউক্রেন (রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে স্বাধীনতার জন্য সাহসী সংগ্রামের জন্য এই পুরস্কার পেল তারা)।
১২) সম্প্রতি প্রয়াত ড. সুশোভন বন্দ্যোপাধ্যায় (৮৪ বছর) কে ছিলেন?
উত্তরঃ- চিকিৎসক (মাত্র ১ টাকায় রোগী দেখতেন তিনি)।
১৩) সম্প্রতি ভারতে আরও মোট কটি জলাভূমিকে রামসর সাইটের মর্যাদা দেওয়া হয়েছে?
উত্তরঃ- ৫টি (এর ফলে, এখন দেশের মোট রামসর সাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪টি)।
১৪) বিশ্ব জুড়ে প্রতিনিয়ত বাড়তে থাকা "মাঙ্কিপক্স" ভাইরাসের বাড়বাড়ন্ত রুখতে, সম্প্রতি কোন টিকাকে ছাড়পত্র দেওয়ার প্রস্তাব দিল "ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি"?
উত্তরঃ- ইমভানেক্স।
১৫) ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি পর্যটন নীতি - ২০২১ চালু করল?
উত্তরঃ- ঝাড়খন্ড।
১৬) "ন্যাশনাল ল্যান্ড ম্যানেজমেন্ট কর্পোরেশন"এর অন্তর্বতীকালীন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- সঞ্জয় কুমার জৈন।
১৭) "বিশ্ব মস্তিষ্ক দিবস" উপলক্ষ্যে, সম্প্রতি ভারতের প্রথম ব্রেন হেলথ ক্লিনিক কোথায় চালু হল?
উত্তরঃ- বেঙ্গালুরুতে "জয়নগর সরকারি হাসপাতাল"এ।
১৮) রাজস্থানে চালু হতে চলেছে প্রথম মহিলা পরিচালিত সমবায় ব্যাঙ্ক। এটির নাম কি?
উত্তরঃ- রাজস্থান মহিলা নিধি।
১৯) সম্প্রতি ভারতের প্রথম টিচিং রোবট চালু করল "ইন্ডাস ইন্টারন্যাশনাল স্কুল"। রোবটটির নাম কি?
উত্তরঃ- ঈগল।
২০) বাংলাদেশে, ভারতের নতুন হাই কমিশনার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- প্রণয় কুমার বর্মা।
২১) রাজ্যের মহিলাদের সাংবিধানিক অধিকার ও আইন সম্পর্কে সচেতন করার লক্ষ্যে, ভারতের কোন রাজ্যে সম্প্রতি "মুখ্যমন্ত্রী মাহতারি ন্যায় রথ" চালু হল?
উত্তরঃ- ছত্রিশগড়।
২২) কে সম্প্রতি "বিশ্বব্যাঙ্ক"এর মুখ্য অর্থনীতিবিদ হিসাবে মনোনীত হলেন?
উত্তরঃ- ইন্দরমিত গিল।
২৩) কে সম্প্রতি "গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্স টেক-সিটি"তে ভারতের প্রথম "ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বুলিয়ন এক্সচেঞ্জ" চালু করলেন?
উত্তরঃ- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২৪) পাম তেলের ব্যবহার প্রচারের জন্য, সম্প্রতি কোন দেশের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করল ভারত?
উত্তরঃ- মালয়েশিয়া।
২৫) গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি "ফ্যামিলি ডক্টর প্রকল্প" বাস্তবায়নের সিদ্ধান্ত নিল?
উত্তরঃ- অন্ধ্রপ্রদেশ।
২৬) সম্প্রতি ভারতের কোন রাজ্যে "বোনালু" উৎসব পালিত হল?
উত্তরঃ- তেলেঙ্গানা।
২৭) "ব্লুমবার্গ বিলিওনেয়র ইনডেক্স"অনুযায়ী, কে সম্প্রতি এশিয়ার সবথেকে ধনী মহিলার স্বীকৃতি পেলেন?
উত্তরঃ- ভারতের সাবিত্রী জিন্দাল (সাবিত্রী জিন্দালের মোট সম্পদ মূল্য ১১.৩ বিলিয়ন ডলার)।
২৮) সম্প্রতি প্রয়াত নির্মলা মিশ্র (৮১ বছর) কে ছিলেন?
উত্তরঃ- সঙ্গীতশিল্পী।
Please do not enter any spam link in the comment box.