9th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
9th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs |
বাংলা জিকে ডায়েরি 📘
9th May 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 11টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
9th May 2023 - Daily Current Affairs in Bengali
1. 2023 মাদ্রিদ ওপেন এ পুরুষ একক বিভাগে কে জয়লাভ করলো?
A) কার্লোস আলকারাজ
B) নোভাক জোকোভিচ
C) জ্যান লেনার্ড স্ট্রাফ
D) আসলান কারাতসেফ
উত্তরঃ A) কার্লোস আলকারাজ
2. 2023 মাদ্রিদ ওপেন এ মহিলা একক বিভাগে কে জয়লাভ করলো?
A) Julia Grabher
B) Iga Swiatek
C) Petra Martic
D) Aryna Sabalenka
উত্তরঃ D) Aryna Sabalenka
3. 2023 সালের 7 মে Border Road Organisation কততম প্রতিষ্ঠা দিবস পালন করলো?
A) 65th
B) 64th
C) 63rd
D) 62nd
উত্তরঃ B) 64th
4. World Red Cross Day কবে পালিত হয়?
A) 6 মে
B) 7 মে
C) 8 মে
D) 5 মে
উত্তরঃ C) 8 মে
5. ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোথায় দেশের প্রথম ভারতীয় বিমান বাহিনী হেরিটেজ সেন্টারের উদ্বোধন করলেন?
A) বিশাখাপত্তনম
B) হায়দ্রাবাদ
C) আহমেদাবাদ
D) চেন্নাই
উত্তরঃ B) হায়দ্রাবাদ
6. উত্তরপ্রদেশের কোন জেলায় প্রথম ফার্মা পার্ক তৈরি হতে চলেছে?
A) সুলতানপুর
B) বারানসি
C) ললিতপুর
D) সোনভদ্রা
উত্তরঃ C) ললিতপুর
7. জ্যাভলিন নিক্ষেপকারী নীরজ চোপড়া 2023 Diamond League title এ কোন পদক জয়লাভ করলো?
A) সোনা
B) রুপো
C) ব্রোঞ্জ
D) কোনোটিই নয়
উত্তরঃ A) সোনা
8. Accenture India এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?
A) গগন মেহেতা
B) তরুণ সান্যাল
C) অজয় ভিজ
D) অরূপ চতুর্বেদী
উত্তরঃ C) অজয় ভিজ
9. কোন রাজ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে 10 তম ল্যান্ডপোর্ট উদ্বোধন করা হলো?
A) মেঘালয়
B) ত্রিপুরা
C) পশ্চিমবঙ্গ
D) মনিপুর
উত্তরঃ A) মেঘালয়
10. বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে কোন রাজ্যকে 4000 কোটি টাকা জরিমানা করল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল?
A) বিহার
B) হরিয়ানা
C) ঝাড়খন্ড
D) তামিলনাড়ু
উত্তরঃ A) বিহার
11. বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়?
A) 5 মে
B) 6 মে
C) 7 মে
D) 8 মে
উত্তরঃ D) 8 মে
Daily Current Affairs in Bengali
Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।
Please do not enter any spam link in the comment box.