SSC MTS Exam Analysis 2023 in Bengali - 3rd May Shift - I GK in Bengali
![]() |
SSC MTS Exam Analysis 2023 in Bengali - 3rd May Shift - I GK in Bengali |
বাংলা জিকে ডায়েরি 📘
নমস্কার বন্ধুরা,
এই পাঠে আপনাদের জন্য থাকছে SSC MTS Exam Analysis 2023 in Bengali - 3rd May Shift - I GK in Bengali.
SSC MTS Exam Analysis 2023 in Bengali পর্বগুলি দ্বারা আমরা SSC MTS Exam 2023 এর প্রতিটি Shift এ আগত GK প্রশ্নগুলি আলোচনা করব। আজকের পাঠে SSC MTS Exam Analysis 2023 in Bengali - 3rd May Shift - I GK in Bengali গুলি দেওয়া হল। প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষার্থীদের কাছ থেকে এবং শিক্ষামূলক চ্যানেল থেকে সংগ্রহ করা হয়েছে। আপনারা এই প্রশ্ন-উত্তর গুলি একবার দেখে নিন।
SSC MTS Exam Analysis 2023 in Bengali - 3rd May Shift - I GK in Bengali
1. রুক্মিণী দেবী কোন ধ্রুপদী নৃত্যের সাথে যুক্ত?
➢ ভরতনাট্যম
2. গিয়াসউদ্দিন তুঘলকের পর কে সিংহাসনে বসেন?
➢ মহম্মদ বিন তুঘলক
3. পুধুমাই পেন স্কিম কোন রাজ্য চালু করেছে?
➢ তামিলনাড়ু
4. লিওনেল মেসি কোন খেলার সাথে যুক্ত?
➢ ফুটবল
5. নিম্নোক্ত কোনটি ভিটামিন সি এর উৎস?
➢ লেবু
6. 1855-56 সালে কোন বিদ্রোহ হয়?
➢ সাঁওতাল বিদ্রোহ
7. "ড্রিমস ফ্রম মাই ফাদার" বইটির লেখক কে?
➢ বারাক ওবামা
8. মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে আসেন?
➢ চন্দ্রগুপ্ত মৌর্য
9. ভারতের প্রথম হাইকোর্ট কোথায় প্রতিষ্ঠিত হয়?
➢ কলকাতায় (1862 খ্রীঃ)
10. 2011 সালের আদমশুমারি অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গ অনুপাত সর্বনিম্ন?
➢ দমন ও দিউ
11. 2022 সালের কমনওয়েলথ গেমস এ বজরংবুনিয়া কোন খেলার বিভাগে স্বর্ণপদক পেয়েছিল?
➢ কুস্তি, পুরুষদের 65 কেজি
12. সরকারি চাকরির ক্ষেত্রে সকল নাগরিকদের সমান সুযোগ সুবিধা প্রদান কোন আর্টিকেলে আছে?
➢ আর্টিকেল 16
13. ব্যাটারিতে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়?
➢ রাসায়নিক শক্তিকে সঞ্চয় করে এবং তাকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে
14. দাক্ষিণাত্য মালভূমি কোন নদীর তীরে অবস্থিত?
➢ কৃষ্ণা
15. Suggi Dance কোন রাজ্যে দেখা যায়?
➢ কর্ণাটক
16. রাষ্ট্রপতি নির্বাচনে কারা কারা অংশ নেয়?
➢ রাষ্ট্রপতি নির্বাচনে লোকসভা, রাজ্যসভা এবং রাজ্যগুলির বিধানসভার সদস্যরা অংশ নেয়
17. রোজকার গ্রামীণ কার্যকরণ এর নাম পরিবর্তন করে কি রাখা হয়?
➢ SGRY (শহরী গ্রামিন রোজকার যোজনা)
18. রামাপ্পা মন্দিরে কোন ভগবানের পূজা করা হয়?
➢ শিব
19. Sikh Reform Movement কে শুরু করেছিল?
➢ বাবা দয়াল দাস
20. বৈশাখী উৎসব কোন মাসে পালিত হয়?
➢ April (চৈত্র মাস)
21. DNA কোথায় পাওয়া যায়?
➢ নিউক্লিয়াস
Read More...
◾ SSC MTS Exam Analysis 2023 in Bengali - 2nd May Shift - III
◾ SSC MTS Exam Analysis 2023 in Bengali - 2nd May Shift - II
◾ SSC MTS Exam Analysis 2023 in Bengali - 2nd May Shift - I
Please do not enter any spam link in the comment box.