Ads Area

SSC MTS Exam Analysis 2023 in Bengali - 2nd May Shift - II GK in Bengali

SSC MTS Exam Analysis 2023 in Bengali - 2nd May Shift - II GK in Bengali

SSC MTS Exam Analysis 2023 in Bengali - 2nd May Shift - II GK in Bengali
SSC MTS Exam Analysis 2023 in Bengali - 2nd May Shift - II GK in Bengali

বাংলা জিকে ডায়েরি 📘

নমস্কার বন্ধুরা,

এই পাঠে আপনাদের জন্য থাকছে SSC MTS Exam Analysis 2023 in Bengali - 2nd May Shift - II GK in Bengali.

SSC MTS Exam Analysis 2023 in Bengali পর্বগুলি দ্বারা আমরা SSC MTS Exam 2023 এর প্রতিটি Shift এ আগত GK প্রশ্নগুলি আলোচনা করব। আজকের পাঠে SSC MTS Exam Analysis 2023 in Bengali - 2nd May Shift - II GK in Bengali গুলি দেওয়া হল। প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষার্থীদের কাছ থেকে এবং শিক্ষামূলক চ্যানেল থেকে সংগ্রহ করা হয়েছে। আপনারা এই প্রশ্ন-উত্তর গুলি একবার দেখে নিন।



SSC MTS Exam Analysis 2023 in Bengali - 2nd May Shift - II GK in Bengali



1. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?

➢ অ্যানি বেসান্ত।


2. ভরতনাট্যম নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত?

➢ তামিলনাড়ু।


3. 1998 সালে কুচিপুড়ি নৃত্যের জন্য কে পদ্মভূষণ পুরস্কার জিতেছিলেন?

➢ ভেম্পতি চিন্না সত্যম।


4. ভারতীয় সংবিধানের 17 নং ধারায় কি বলা আছে?

➢ অস্পৃশ্যতা দূরীকরণ।


5. উইংস অফ ফায়ার কার আত্মজীবনী?

➢ এপিজে আবদুল কালাম।


6. যুক্তরাজ্যের কোন প্রধানমন্ত্রী 44 দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিল?

➢ লিজ ট্রাস (Liz Truss)।


7. 2021 সালে কে প্যারা শুটিংয়ের জন্য মেজর ধ্যানচাঁদ পুরস্কার জেতেন?

➢ অবনী লেখারা।


8. বিশ্বের মোট স্থলভাগের কত শতাংশ ভারতের অন্তর্গত?

➢ 2.4%।


9. Walker Cup কোন খেলার সাথে সম্পর্কিত?

➢ গলফ


10. 2021 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বাধিক?

➢ কেরালা।


11. দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার কত?

➢ 86.21%।


12. রৌপ্য মুদ্রা (টঙ্কা) এবং তাম্র মুদ্রা (জিতল) কে প্রবর্তন করেছিলেন?

➢ ইলতুৎমিস।


13. গ্যালভানাইজেশন এর কাজে ব্যবহৃত হয় কোন ধাতু?

➢ জিঙ্ক ধাতু।


14. তুলো উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?

➢ গুজরাট।


15. পন্ডিত শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?

➢ সন্তুর বাদক।


16. ময়েশ্চারাইজার ও সাবানে কি ব্যবহার করা হয়?

➢ গ্লিসারল।


17. FRBM এর সম্পূর্ণ রূপ কি?

➢ Fiscal Responsibility and Budget Management Act, 2003।


18. স্বরাজ দল এর প্রথম সভাপতি কে ছিলেন?

➢ চিত্তরঞ্জন দাস।


19. নংক্রেম উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত?

➢ মেঘালয়।


20. চোখ এবং ত্বকের জন্য কোন ভিটামিন সবথেকে ভালো?

➢ ভিটামিন A।


21. Pattadakal কোন রাজবংশের সাথে সম্পর্কিত?

➢ চালুক্য রাজবংশ।


22. দিল্লিতে কতগুলো মিউনিসিপ্যালিটিকে merge করা হয়েছে?

➢ 3 টি।



Read More...

SSC MTS Exam Analysis 2023 in Bengali - 2nd May Shift - I



আরও পড়ুন...

কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত

ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য এবং আঞ্চলিক নৃত্য

বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান গণের সরকারি বাসভবন


Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad