4th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
![]() |
4th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs |
বাংলা জিকে ডায়েরি 📘
4th May 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 11টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
4th May 2023 - Daily Current Affairs in Bengali
1. 2023 World Press Freedom Index এ ভারতের স্থান কত?
A) 160
B) 164
C) 158
D) 161
উত্তরঃ D) 161
2. World Press Freedom Day কবে পালিত হয়?
A) 1 মে
B) 2 মে
C) 3 মে
D) 4 মে
উত্তরঃ C) 3 মে
3. 2023 UNESCO/Guillermo Cano World Press Freedom Prize এ ভূষিত হলেন কারা?
A) নিলুফার হামেদি
B) এলাহেহ মোহাম্মদী
C) নারগেস মোহাম্মদী
D) উপরের সবকটি
উত্তরঃ D) উপরের সবকটি
4. "MADE IN INDIA: 75 Years of Business and Enterprise" শিরোনামে বইটির লেখক কে?
A) শশী শেখর ভেমপাতি
B) রমেশ আইয়ার
C) অমিতাভ কান্ত
D) রোহিত মেহতা
উত্তরঃ C) অমিতাভ কান্ত
5. 2023 স্নুকার বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলেন কে?
A) লুকা ব্রেসেল
B) মার্ক সেলবি
C) জুড ট্রাম্প
D) রনি ও সুলিভান
উত্তরঃ A) লুকা ব্রেসেল
6. Washington Declaration নামে দ্বিপাক্ষিক চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হলো?
A) কানাডা
B) অস্ট্রেলিয়া
C) দক্ষিণ কোরিয়া
D) যুক্তরাজ্য
উত্তরঃ C) দক্ষিণ কোরিয়া
7. ICC পুরুষদের টেস্ট এবং টি-টোয়েন্টি টিম রাঙ্কিং 2023 এ কোন দেশ 1 নম্বরে রয়েছে?
A) ইংল্যান্ড
B) ভারত
C) অস্ট্রেলিয়া
D) দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ B) ভারত
8. কোন ব্যাঙ্ক তার এজেন্ট এবং অংশীদারদের জন্য ডিজিটাল ডিস্ট্রিবিউশন প্লাটফর্ম চালু করেছে?
A) অ্যাক্সিস ব্যাঙ্ক
B) এইচডিএফসি ব্যাঙ্ক
C) আইসিআইসিআই ব্যাঙ্ক
D) ব্যাঙ্ক অফ বরোদা
উত্তরঃ B) এইচডিএফসি ব্যাঙ্ক
9. 2023 সালে বিশ্ব হাঁপানি দিবস কবে পালিত হয়?
A) 2 মে
B) 1 মে
C) 4 এপ্রিল
D) 3 এপ্রিল
উত্তরঃ A) 2 মে
10. Qantas Airways Ltd এর নতুন CEO পদে কে নিযুক্ত হলেন?
A) Aruna Miller
B) Margherita Della Valle
C) Vanessa Hudson
D) Janani Ramachandran
উত্তরঃ C) Vanessa Hudson
11. 2 মে 2023 সালে ভারতের মহান চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের কততম জন্মবার্ষিকী পালিত হল?
A) 103 তম
B) 101 তম
C) 99 তম
D) 97 তম
উত্তরঃ A) 103 তম
Daily Current Affairs in Bengali
Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।
Please do not enter any spam link in the comment box.