Ads Area

SSC MTS Exam Analysis 2023 in Bengali - 2nd May Shift - I GK in Bengali

SSC MTS Exam Analysis 2023 in Bengali - 2nd May Shift - I GK Questions

SSC MTS Exam Analysis 2023 in Bengali - 2nd May Shift - I GK in Bengali
SSC MTS Exam Analysis 2023 in Bengali - 2nd May Shift - I GK in Bengali

বাংলা জিকে ডায়েরি 📘

নমস্কার বন্ধুরা,

এই পাঠে আপনাদের জন্য থাকছে SSC MTS Exam Analysis 2023 in Bengali - 2nd May Shift - 1 GK in Bengali.

SSC MTS Exam Analysis 2023 in Bengali পর্বগুলি দ্বারা আমরা SSC MTS Exam 2023 এর প্রতিটি Shift এ আগত GK প্রশ্নগুলি আলোচনা করব। আজকের পাঠে SSC MTS Exam Analysis 2023 in Bengali - 2nd May Shift - 1 GK Questions গুলি দেওয়া হল। প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষার্থীদের কাছ থেকে এবং শিক্ষামূলক চ্যানেল থেকে সংগ্রহ করা হয়েছে। আপনারা এই প্রশ্ন-উত্তর গুলি একবার দেখে নিন।



SSC MTS Exam Analysis 2023 in Bengali - 2nd May Shift - I GK in Bengali


1. National Voter's Day কবে পালিত হয়?

➢ 25 জানুয়ারি।


2. ইন্দিরা পয়েন্ট এর অপর নাম কি?

➢ পিগম্যালিয়ন পয়েন্ট।


3. রাশিয়ার পার্লামেন্টের নাম কি?

➢ ডুমা।


4. ভারতীয় সংবিধানে মানি বিল কোন আর্টিকেলে রয়েছে?

➢ আর্টিকেল 110।


5. City of Destiny বলা হয় কোন শহরকে?

➢ বিশাখাপত্তনম।


6. 1982 এশিয়ান গেমস আয়োজিত হয় কোথায়?

➢ ভারত।


7. 2022 সালের আগস্ট মাসে কোথায় হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র উদ্বোধন করা হয়?

➢ মোহালি, পাঞ্জাব।


8. অরুণাচল প্রদেশের গালো উপজাতিদের দ্বারা উদযাপিত হয় কোন উৎসব?

➢ মোপিন উৎসব।


9. কারাগাম লোকনৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত?

➢ তামিলনাড়ু


10. আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?

➢ সরোদ।


11. পুনা চুক্তি কখন এবং কাদের মধ্যে হয়েছিল?

➢ 1932 সালে বি আর আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মধ্যে।


12. ব্যাটেল অফ চৌসা কখন এবং কাদের মধ্যে হয়েছিল?

➢ 1539 সালে শেরশাহ ও হুমায়ুনের মধ্যে।


13. 2022 WTA Player of the Year Award কে জিতেছিল?

➢ ইগা সোয়েটেক।


14. দ্য রেস অফ মাই লাইফ বইটি কার আত্মজীবনী?

➢ মিলখা সিং।


15. সেলসিয়াস স্কেলে মানুষের শরীরের তাপমাত্রা কত?

➢ 37°C।


16. ভারতে মোট কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে?

➢ 18 টি।


17. এস্কিমোদের বাসস্থান হিসেবে পরিচিত কোনটি?

➢ ইগলু।


18. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?

➢ বোম্বে।


19. WPL 2023-এ বেগুনি ক্যাপ কে পেয়েছে?

➢ হেলি ম্যাথিউস।


20. প্রথম আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলন কোথায় আয়োজিত করা হচ্ছে?

➢ ভারত।


21. সংবিধানের আর্টিকেল 61 কি সম্পর্কিত?

➢ রাষ্ট্রপতির Impeachment পদ্ধতি।


22. Gair নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত?

➢ রাজস্থান।


23. Khujraho মন্দির নির্মাণ করে কোন রাজবংশ?

➢ চন্ডেলা।


24. মারাঠারা জনগণের কাছ থেকে যে 25% ট্যাক্স নিতো তার নাম কি ছিলো?

➢ Chauth Tax.


25. Magnus Curlson কোন খেলার সাথে যুক্ত?

➢ দাবা।


26. 2020-2021 অনুযায়ী ভারতকে কোন আয় বর্গে রাখা হয়েছে?

➢ নিম্ন আয় বর্গ।


27. Cingiyan City কোথায় অবস্থিত?

➢ China



Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad