3rd May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
![]() |
3rd May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs |
বাংলা জিকে ডায়েরি 📘
3rd May 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 11টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
3rd May 2023 - Daily Current Affairs in Bengali
1. কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে কে নিযুক্ত হলেন?
A) সতীশচন্দ্র শর্মা
B) সন্দীপ মেহতা
C) অরূপ কুমার গোস্বামী
D) টিএস শিবজ্ঞানম
উত্তরঃ D) টিএস শিবজ্ঞানম
2. 'Reflections' শিরোনামে বইটির লেখক কে?
A) নারায়নান ভাঘল
B) চেতন ভগত
C) অমল ত্রিপাঠী
D) চয়ন শর্মা
উত্তরঃ A) নারায়নান ভাঘল
3. CSIR-Central Electrochemical Research institute (CECRI) এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন?
A) রজনীশ কর্ণাটক
B) ড: কে রমেশ
C) তপন বাগচী
D) দেবদূত শর্মা
উত্তরঃ B) ড: কে রমেশ
4. 'Collective Spirit, Concrete Action' শিরোনামে বইটির লেখক কে?
A) শশী শেখর ভেমপাতি
B) রমেশ আইয়ার
C) চয়ন শর্মা
D) রোহিত মেহতা
উত্তরঃ A) শশী শেখর ভেমপাতি
5. 2023 এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সাত্বিকসাইরাজ ও চিরাগ শেট্টি কোন পদক জিতলেন?
A) ব্রোঞ্জ
B) রুপো
C) সোনা
D) কোনোটিই নয়
উত্তরঃ C) সোনা
6. কোন রেসিং ড্রাইভার Azerbaijan Grand Prix 2023 জয়লাভ করলো?
A) লুইস হ্যামিল্টন
B) সের্জিও পেরেজ
C) চার্লস লেকরার্ক
D) ম্যাক্স ভাস্টাপেন
উত্তরঃ B) সের্জিও পেরেজ
7. কোন রাজ্যে 3টি নতুন এলাকায় (সোরসান, খিচান, হামিরগড়) বন্যপ্রাণী সংরক্ষণ রিজার্ভের কথা ঘোষণা করা হলো?
A) মধ্যপ্রদেশ
B) রাজস্থান
C) গুজরাট
D) হিমাচল প্রদেশ
উত্তরঃ B) রাজস্থান
8. 29-30 এপ্রিল 2023 এ সিন্থন স্নো ফেস্টিভ্যাল 2023 এর আয়োজন করা হলো কোথায়?
A) জম্মু-কাশ্মীর
B) মনিপুর
C) লাদাখ
D) দিল্লি
উত্তরঃ A) জম্মু-কাশ্মীর
9. বিশ্ব টুনা দিবস কবে পালিত হয়?
A) 2 মে
B) 1 মে
C) 30 এপ্রিল
D) 29 এপ্রিল
উত্তরঃ A) 2 মে
10. ভোডাফোনের CEO হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
A) Aruna Miller
B) Apsara Aiyer
C) Janani Ramachandran
D) Margherita Della Valle
উত্তরঃ D) Margherita Della Valle
11. ইউরোপের বৃহত্তম শোধিত জ্বালানির সরবরাহকারী হলো কোন দেশ?
A) ফ্রান্স
B) রাশিয়া
C) সৌদি আরব
D) ভারত
উত্তরঃ D) ভারত
Daily Current Affairs in Bengali
Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।
Please do not enter any spam link in the comment box.